সোজা, বাঁকা, নাকি সূঁচালো? আঙুলের গড়ন বলে দেবে আপনার ভবিষ্যৎ! জেনে নিন নিজের ক্ষমতা
- Published by:Tias Banerjee
Last Updated:
অবিশ্বাস্য মনে হলেও সত্যি—আঙুলের গঠন অনেক সময়ই আপনার ব্যক্তিত্বের গোপন দিকগুলিকে প্রকাশ করে। বিভিন্ন গবেষণায় প্রমাণ মিলেছে, আঙুলের গঠন ও ব্যক্তিত্বের মধ্যে রয়েছে সরাসরি সম্পর্ক। কী ভাবে বুঝবেন, জেনে নিন সহজ পদ্ধতি।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
✋ ১. সোজা আঙুল (Straight Finger) – বাস্তববাদী ও নির্ভরযোগ্য যাঁরা, তাঁদের আঙুল সোজা, তাঁদের ব্যক্তিত্ব সাধারণত ‘লোন উলফ’ বা একাকী যোদ্ধার মতো। আপনি অত্যন্ত বাস্তববাদী। জীবনের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি ভারসাম্যপূর্ণ ও মাটির কাছাকাছি। আপনি খুবই স্থির, ধৈর্যশীল এবং পরিস্থিতিতে সংযত। সমস্যার সময় আশ্রয় খোঁজে এমন মানুষদের মধ্যে আপনি একজন, কারণ আপনি আবেগ দিয়ে নয়, যুক্তি দিয়ে বিচার করেন। আপনি গুজব, নাটক বা অযথা সামাজিক কূটচাল থেকে দূরে থাকেন।
advertisement
advertisement
☝️ ২. সূচালো আঙুল (Pointy Finger)– সৃজনশীল ও ভাবনাশীল যাঁদের আঙুল সূচালো, তাঁরা সাধারণত জগৎকে সম্ভাবনার চশমা দিয়ে দেখেন। আপনি উদ্ভাবনী, কল্পনাশক্তিতে ভরপুর ও প্রচণ্ড অন্তর্দৃষ্টিসম্পন্ন। আপনি মস্তিষ্কে চিত্র আঁকেন, চিন্তা থেকে পরিকল্পনা তৈরি করেন। আপনি বসে থাকতে পারেন না — আপনার মন চায় নতুন কিছু, সৃষ্টি করার মতো কিছু। আপনি ঝুঁকি নিতে ভয় পান না, বরং রুটিন ও গতানুগতিকতা আপনার কাছে একঘেয়ে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement