Love Affair: ওকে ছাড়া থাকতে পারব না! আত্মীয়ের বাড়ি বেড়াতে গিয়ে অন্য তরুণীর সঙ্গে ঘনিষ্ঠতা যুবতীর, পালিয়ে বিয়ে দুই মহিলার
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Love Affair: উত্তরপ্রদেশের অম্বেডকরনগরে একটা প্রেমের কাহিনি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। এক যুবতী তার আত্মীয়ের ২৭ বছর বয়সী মেয়ের প্রেমে পড়ে বাড়ি থেকে পালিয়ে গিয়েছে বলে অভিযোগ।
 অম্বেডকরনগর: উত্তরপ্রদেশের অম্বেডকরনগরে একটা প্রেমের কাহিনি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। এক যুবতী তার আত্মীয়ের ২৭ বছর বয়সী মেয়ের প্রেমে পড়ে বাড়ি থেকে পালিয়ে গিয়েছে বলে অভিযোগ। পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ তাদেরকে প্রয়াগরাজ থেকে খুঁজে বার করেছে, কিন্তু তারা একসঙ্গেই থাকবে বলে সিদ্ধান্ত নিয়েছে। (Image: Instagram)
advertisement
advertisement
advertisement
advertisement
 শুক্রবার পুলিশ সামনে উপস্থিত হওয়ার পর দুজন যুবতী একসাথে থাকার জন্য় জেদ করে। পরিবারের এবং পুলিশের অনেক বোঝানোর পরও তারা আলাদা হতে রাজি হয়নি। তারা বলেছে যে তারা কোনও অবস্থাতেই আলাদা থাকবে না। পরিবার দাবি করেছে, তারা সমলিঙ্গ বিবাহ করেছে। অন্য দিকে, পুলিশ সমলিঙ্গ বিবাহের বিষয়টি নিশ্চিত করেনি এবং তদন্তের সিদ্ধান্ত নিয়েছে।

