৩ বোনের সঙ্গে লুকিয়ে প্রেম-সঙ্গম! হাতেনাতে ধরা পড়ার পর কী হয়েছিল যুবকের পরিণতি? জানলে অবাক হবেন

Last Updated:
Young Man From Congo Africa had love and intimate relationship with 3 sisters: এ বিশ্বে অনেক কিছুই ঘটে যা অবাক করে। মাঝে মাঝে এমন অনেক ঘটনা অবাক তো করেই তার সঙ্গে হাস্যরসের উদ্রেকও ঘটায়। তেমনই একটি ঘটনা হল ৩ বোনের সঙ্গে লুকিয়ে প্রেম-সঙ্গম এক যুবকের।
1/8
এ বিশ্বে অনেক কিছুই ঘটে যা অবাক করে। মাঝে মাঝে এমন অনেক ঘটনা অবাক তো করেই তার সঙ্গে হাস্যরসের উদ্রেকও ঘটায়। তেমনই একটি ঘটনা হল ৩ বোনের সঙ্গে লুকিয়ে প্রেম-সঙ্গম এক যুবকের।   (প্রতীকী ছবি)
এ বিশ্বে অনেক কিছুই ঘটে যা অবাক করে। মাঝে মাঝে এমন অনেক ঘটনা অবাক তো করেই তার সঙ্গে হাস্যরসের উদ্রেকও ঘটায়। তেমনই একটি ঘটনা হল ৩ বোনের সঙ্গে লুকিয়ে প্রেম-সঙ্গম এক যুবকের। (প্রতীকী ছবি)
advertisement
2/8
আর তার থেকেও বেশি অবাক করা ঘটনা হল একসঙ্গে তিন বোনকেই বিয়ে করেছিল সেই যুবক। এমনই অবিশ্বাস্য ঘটনা ঘটেছিল আফ্রিকান দেশ কঙ্গোর দক্ষিণ কিভুর কালেহে। যেই খবর সামনে আসতে তোলপার পড়ে গিয়েছিল নেট দুনিয়ায়।  (প্রতীকী ছবি)
আর তার থেকেও বেশি অবাক করা ঘটনা হল একসঙ্গে তিন বোনকেই বিয়ে করেছিল সেই যুবক। এমনই অবিশ্বাস্য ঘটনা ঘটেছিল আফ্রিকান দেশ কঙ্গোর দক্ষিণ কিভুর কালেহে। যেই খবর সামনে আসতে তোলপার পড়ে গিয়েছিল নেট দুনিয়ায়। (প্রতীকী ছবি)
advertisement
3/8
জানা গিয়েছে, যে ব্যক্তি ওই তিন প্রকৃত বোনকে বিয়ে করেছেন তার নাম লুইজো। তার বয়স ৩২ বছর। লুভিজো প্রথমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নাটালির সঙ্গে দেখা করেছিলেন এবং পরে তার অন্য দুই বোনের সঙ্গেও সম্পর্কে জড়ান তিনি। (প্রতীকী ছবি)
জানা গিয়েছে, যে ব্যক্তি ওই তিন প্রকৃত বোনকে বিয়ে করেছেন তার নাম লুইজো। তার বয়স ৩২ বছর। লুভিজো প্রথমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নাটালির সঙ্গে দেখা করেছিলেন এবং পরে তার অন্য দুই বোনের সঙ্গেও সম্পর্কে জড়ান তিনি। (প্রতীকী ছবি)
advertisement
4/8
তিন বোনের সঙ্গ একাধিকবার সঙ্গমেও লিপ্ত হন লুইজো। বিষয়টি জানাজানি হতেই লুইজোর সঙ্গে প্রাথমিকভাবে মনোমালিন্য হয়েছিল তিন বোনের। কিন্তু তিন বোনই লুইজোকে ভালোবেসে ফেলেছিলেন। তাই শেষে লুইজোকে এক অদ্ভূত শর্ত দেয় ওই ৩ বোন।   (প্রতীকী ছবি)
তিন বোনের সঙ্গ একাধিকবার সঙ্গমেও লিপ্ত হন লুইজো। বিষয়টি জানাজানি হতেই লুইজোর সঙ্গে প্রাথমিকভাবে মনোমালিন্য হয়েছিল তিন বোনের। কিন্তু তিন বোনই লুইজোকে ভালোবেসে ফেলেছিলেন। তাই শেষে লুইজোকে এক অদ্ভূত শর্ত দেয় ওই ৩ বোন। (প্রতীকী ছবি)
advertisement
5/8
তিনবোনের তরফে দাবি জানানো হয় তাঁদের তিনজনকেই একসঙ্গে বিয়ে করতে হবে লুইজোকে। যা শোনার পরব লুইজো নিজেও অবাক হয়ে গিয়েছিল। কিন্তু শেষমেশ জীবনের সবথেকে বড় সিদ্ধান্তটা নিয়েছিল লুইজো। বিয়ে করেছেন তিন বোন নাতাশা, নাতেলি ও নাদেগিকে।
তিনবোনের তরফে দাবি জানানো হয় তাঁদের তিনজনকেই একসঙ্গে বিয়ে করতে হবে লুইজোকে। যা শোনার পরব লুইজো নিজেও অবাক হয়ে গিয়েছিল। কিন্তু শেষমেশ জীবনের সবথেকে বড় সিদ্ধান্তটা নিয়েছিল লুইজো। বিয়ে করেছেন তিন বোন নাতাশা, নাতেলি ও নাদেগিকে।
advertisement
6/8
লুইজোর এমন সিদ্ধান্ত অবাক করেছিল তার পরিবারকে। কিন্তু তিন বোনের দাবি ফেলতে পারেননি লুইজো। আসলে লুইজো নিজেও ভালোবেসে ফেলেছিলেন ৩ বোনকে। আর তাদের দেশে বহু বিবাহ আইনত হওয়ায় কোনও সমস্যাও হয়নি।
লুইজোর এমন সিদ্ধান্ত অবাক করেছিল তার পরিবারকে। কিন্তু তিন বোনের দাবি ফেলতে পারেননি লুইজো। আসলে লুইজো নিজেও ভালোবেসে ফেলেছিলেন ৩ বোনকে। আর তাদের দেশে বহু বিবাহ আইনত হওয়ায় কোনও সমস্যাও হয়নি।
advertisement
7/8
লুইজো বিয়ের পর জানিয়েছেন,"আমি তাদের সবাইকে বিয়ে করতে বাধ্য ছিলাম কারণ তারা ত্রিমজ। এট খুব সহজ সিদ্ধান্ত ছিল না। আমার মা-বাবা এখনও বিশ্বাস করে উঠতে পারেননি ব্যাপারটা কী হল। কিছু পেতে হলে কিছু হারাতে হয়। আমার বাবা-মাও এই বিয়েটা মেনে নিতে পারেননি"।
লুইজো বিয়ের পর জানিয়েছেন,"আমি তাদের সবাইকে বিয়ে করতে বাধ্য ছিলাম কারণ তারা ত্রিমজ। এট খুব সহজ সিদ্ধান্ত ছিল না। আমার মা-বাবা এখনও বিশ্বাস করে উঠতে পারেননি ব্যাপারটা কী হল। কিছু পেতে হলে কিছু হারাতে হয়। আমার বাবা-মাও এই বিয়েটা মেনে নিতে পারেননি"।
advertisement
8/8
এছাড়া তিনি আরও বলেন,"অন্যরা যা ভাবুক না কেন আমি তিনজনকে বিয়ে করতে পেরে খুশি।" তিন বোনের মধ্যে একজন জানান,“ছোটবেলা থেকেই তারা তিন বোন সবকিছু ভাগ করে নিয়েছেন। তাই এবারও তাদের সমস্যা হয়নি।" ৩ বোনকে নিয়ে সংসার করছেন।
এছাড়া তিনি আরও বলেন,"অন্যরা যা ভাবুক না কেন আমি তিনজনকে বিয়ে করতে পেরে খুশি।" তিন বোনের মধ্যে একজন জানান,“ছোটবেলা থেকেই তারা তিন বোন সবকিছু ভাগ করে নিয়েছেন। তাই এবারও তাদের সমস্যা হয়নি।" ৩ বোনকে নিয়ে সংসার করছেন।
advertisement
advertisement
advertisement