Women CM: মমতা বন্দ্যোপাধ্যায় তো পশ্চিমবঙ্গের প্রথম, বলুন তো দেশের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে? উত্তর দিতে হিমশিম অনেকেই
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Women CM: মহিলা মুখ্যমন্ত্রীদের মধ্যে সকলের মধ্যে প্রথম মুখ্যমন্ত্রী হন সুচেতা কৃপালিনী।
advertisement
এর মধ্যে তামিলনাড়ু, দিল্লি ও উত্তরপ্রদেশে দুজন মহিলা মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। মহিলা মুখ্যমন্ত্রীদের মধ্যে ছিলেন পাঁচজন ভারতীয় জাতীয় কংগ্রেস, চারজন ভারতীয় জনতা পার্টি এবং দুইজন সর্বভারতীয় আন্না দ্রাবিড় মুনেত্র কড়গমের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তৃণমূল কংগ্রেসের নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হন।
advertisement
ভারতে মহিলা মুখ্যমন্ত্রী যাঁরা হয়েছেন, তাঁরা হলেন, সুচেতা কৃপালিনী, নন্দিনী শতপতি, শশিকলা কাকোড়কার, সৈয়দা আনোয়ারা তৈমূর, ভি এন জনকী, জয়ললিতা জয়রাম, মায়াবতী, রাজিন্দর কাউর ভাট্টাল, রাবড়ি দেবী, সুষমা স্বরাজ, শীলা দীক্ষিত, উমা ভারতী, বসুন্ধরা রাজে, মমতা বন্দ্যোপাধ্যায়, আনন্দীবেন প্যাটেল এবং মেহবুবা মুফতি।
advertisement
advertisement
advertisement
advertisement
তবে তিনি দিল্লির সেন্ট স্টিফেন কলেজ পড়াশোনা করে ১৯৩১ খ্রিস্টাব্দে দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে প্রথম শ্রেণীতে প্রথম হয়ে এম.এ পাশ করেন। তাঁর ছাত্রাবস্থায় দেশের স্বাধীনতা অর্জনের জন্য সে সময় জাতীয়তাবাদী ভাবনায় দেশবাসী উদ্বুদ্ধ হচ্ছেন। তিনিও কেবল দৃঢচেতা মানসিক শক্তি নিয়ে জন্মান নি, তার মধ্যে অনুকরণীয় নেতৃত্বের গুণাবলীর প্রকট ছিল।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement