জিনসের ছোট্ট পকেট থাকে কেন? কোন কাজে ব্যবহার হয় এই পকেট? আসল কারণ চমকে দেবে আপনাকে

Last Updated:
সোশ্যাল মিডিয়াতে বহুক্ষেত্রে একটা প্রশ্ন ঘোরা ফেরা করে জিনসের যে ছোট্ট পকেট থাকে তাঁর আদতে কাজ কি?
1/4
 সোশ্যাল মিডিয়াতে বহুক্ষেত্রে একটা প্রশ্ন ঘোরা ফেরা করে জিনসের যে ছোট্ট পকেট থাকে তাঁর আদতে কাজ কি?
সোশ্যাল মিডিয়াতে বহুক্ষেত্রে একটা প্রশ্ন ঘোরা ফেরা করে জিনসের যে ছোট্ট পকেট থাকে তাঁর আদতে কাজ কি?
advertisement
2/4
 এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে একজন সোশ্যাল মিডিয়ার একজন অ্যাকাউন্টে এই বিষয়ে জানান। কী জানালেন তিনি?
এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে একজন সোশ্যাল মিডিয়ার একজন অ্যাকাউন্টে এই বিষয়ে জানান। কী জানালেন তিনি?
advertisement
3/4
 এই প্রসঙ্গে এক সোশ্যাল মিডিয়ার ব্যবহারকারী ধীরুসিং লিখেছিলেন যে কেন এই পকেট থাকে। সেখানে অনেকেই লেখেন নানান মন্তব্য। কেউ লেখেন কয়েন রাখার জন্য। কেউ লেখেন এমনিই এই পকেট রাখা হয়েছে। আবার অনেকে লেখেন এই বিষয়ে অনেকেই ভেবে দেখেননি।
এই প্রসঙ্গে এক সোশ্যাল মিডিয়ার ব্যবহারকারী ধীরুসিং লিখেছিলেন যে কেন এই পকেট থাকে। সেখানে অনেকেই লেখেন নানান মন্তব্য। কেউ লেখেন কয়েন রাখার জন্য। কেউ লেখেন এমনিই এই পকেট রাখা হয়েছে। আবার অনেকে লেখেন এই বিষয়ে অনেকেই ভেবে দেখেননি।
advertisement
4/4
 মূলত, ১৯ শতকের দিকে জিনসের সূত্রপাত তখনও হাতঘড়ির ব্যবহার শুরু হয়নি। তখন মানুষেরা মূলত ছোট ছোট হাতঘড়ির উপরেই ভরসা করত।<br />আজ এই পকেট ঘড়ি হারিয়ে গিয়েছে। কিন্তু, ছোট্ট পকেট রয়ে গিয়েছে। আর এটাই হয়ে দাঁড়িয়েছে জিনসের স্টাইল আর ঐতিহ্যের ধারক। 
মূলত, ১৯ শতকের দিকে জিনসের সূত্রপাত তখনও হাতঘড়ির ব্যবহার শুরু হয়নি। তখন মানুষেরা মূলত ছোট ছোট হাতঘড়ির উপরেই ভরসা করত।আজ এই পকেট ঘড়ি হারিয়ে গিয়েছে। কিন্তু, ছোট্ট পকেট রয়ে গিয়েছে। আর এটাই হয়ে দাঁড়িয়েছে জিনসের স্টাইল আর ঐতিহ্যের ধারক। 
advertisement
advertisement
advertisement