সিনেমা হল বা শপিং মল, শৌচাগারের দরজাগুলি নীচ থেকে কাটা কেন? জানেন কি তার কারণ

Last Updated:
পাবলিক টয়লেটগুলির দরজা যেন পায়ের নীচ থেকে খানিক অংশ, মাথার খানিক অংশ কেটে বাদ দেওয়া। কেন এমন ভাবে বানানো হয়? ভেবে দেখেছেন কখনও? তার কারণ এক নয়, একাধিক। জানলে অবাক হতে হয়।
1/7
শৌচালয় মানেই তাও ব্যক্তিগত পরিসর। আর তার সঙ্গে সর্বদাই 'বন্ধ', 'ঢাকা', 'আড়াল' শব্দগুলির যোগ। তবে শপিং মল হোক বা কিছু অফিস, অথবা সিনেমা হল, এসব ক্ষেত্রে শৌচালয়গুলিতে আড়ালয়া খানিক কম। পায়ের নীচ থেকে খানিক অংশ, মাথার খানিক অংশ যেন কেটে বাদ দেওয়া।
শৌচালয় মানেই তাও ব্যক্তিগত পরিসর। আর তার সঙ্গে সর্বদাই 'বন্ধ', 'ঢাকা', 'আড়াল' শব্দগুলির যোগ। তবে শপিং মল হোক বা কিছু অফিস, অথবা সিনেমা হল, এসব ক্ষেত্রে শৌচালয়গুলিতে আড়ালয়া খানিক কম। পায়ের নীচ থেকে খানিক অংশ, মাথার খানিক অংশ যেন কেটে বাদ দেওয়া।
advertisement
2/7
কেন এমন ভাবে বানানো হয়? ভেবে দেখেছেন কখনও? তার কারণ এক নয়, একাধিক। জানলে অবাক হতে হয়। আসলে বেশ কিছু সুবিধার কারণে এই ভাবে বানানো হয় শৌচালয়গুলি।
কেন এমন ভাবে বানানো হয়? ভেবে দেখেছেন কখনও? তার কারণ এক নয়, একাধিক। জানলে অবাক হতে হয়। আসলে বেশ কিছু সুবিধার কারণে এই ভাবে বানানো হয় শৌচালয়গুলি।
advertisement
3/7
সিনেমা হল, অফিস, শপিং মলের শৌচালয় মানে তো জনগণের যাতায়াত থাকে সব সময়ে। সেক্ষেত্রে সহজে পরিষ্কার করা যায় শৌচালয়গুলি। মেঝে পর্যন্ত দরজা থাকলে জল বের করা যায় না প্রায়শই। তা ছাড়া দরজা কাটা থাকলে বারবার জল লেগে দরজার কাঠ নষ্ট হয়ে যেতে পারে।
সিনেমা হল, অফিস, শপিং মলের শৌচালয় মানে তো জনগণের যাতায়াত থাকে সব সময়ে। সেক্ষেত্রে সহজে পরিষ্কার করা যায় শৌচালয়গুলি। মেঝে পর্যন্ত দরজা থাকলে জল বের করা যায় না প্রায়শই। তা ছাড়া দরজা কাটা থাকলে বারবার জল লেগে দরজার কাঠ নষ্ট হয়ে যেতে পারে।
advertisement
4/7
বাথরুমের ভিতরে বিপদ হলে, কাউকে বের করতে হলে এমন দরজা উপকারি। বাথরুমে থাকাকালীন কেউ যদি অসুস্থ হয়ে পড়ে, ছোট দরজা দিয়ে সহজে ভিতরে প্রবেশ করে তাঁকে উদ্ধার করা যায়। এ ছাড়া ছোট ছোট খুপড়ির মতো জায়গায় যাতে বায়ু চলাচল হতে পারে, তার জন্যেও এই ধরনের শৌচালয় বানানো হয়।
বাথরুমের ভিতরে বিপদ হলে, কাউকে বের করতে হলে এমন দরজা উপকারি। বাথরুমে থাকাকালীন কেউ যদি অসুস্থ হয়ে পড়ে, ছোট দরজা দিয়ে সহজে ভিতরে প্রবেশ করে তাঁকে উদ্ধার করা যায়। এ ছাড়া ছোট ছোট খুপড়ির মতো জায়গায় যাতে বায়ু চলাচল হতে পারে, তার জন্যেও এই ধরনের শৌচালয় বানানো হয়।
advertisement
5/7
দরজা নীচ থেকে কাটা থাকলে বাইরে থেকে ভিতরে থাকা ব্যক্তির পা দেখা যায়, তাতে আর আলাদা করে দরজার কড়া নাড়তে হয় না। এতে ব্যক্তিগত পরিসরে হস্তক্ষেপের অবকাশ তৈরি হয় না।
দরজা নীচ থেকে কাটা থাকলে বাইরে থেকে ভিতরে থাকা ব্যক্তির পা দেখা যায়, তাতে আর আলাদা করে দরজার কড়া নাড়তে হয় না। এতে ব্যক্তিগত পরিসরে হস্তক্ষেপের অবকাশ তৈরি হয় না।
advertisement
6/7
সম্পূর্ণ ঢাকা শৌচালয়ের ভিতরে বসে কেউ ধূমপান করলে তা সবসময়ে বোঝা যায় না। দরজা কাটা থাকলে, নীচ থেকে বা বাইরে থেকে সিগারেটের ধোঁয়া বেরিয়ে পড়ে। আর তাতে পাবলিক শৌচালয়ে ধূমপান রোধ করা সম্ভব।
সম্পূর্ণ ঢাকা শৌচালয়ের ভিতরে বসে কেউ ধূমপান করলে তা সবসময়ে বোঝা যায় না। দরজা কাটা থাকলে, নীচ থেকে বা বাইরে থেকে সিগারেটের ধোঁয়া বেরিয়ে পড়ে। আর তাতে পাবলিক শৌচালয়ে ধূমপান রোধ করা সম্ভব।
advertisement
7/7
তা ছাড়া ছোট ছোট দরজা থাকলে শৌচালয়ের ভিতর থেকে বাইরে কথোপকথন চালানো সম্ভব। কারও প্রয়োজন পড়লে সে বাইকে দাঁড়িয়ে থাকা ব্যক্তির সঙ্গে কথা বলতে পারেন। আওয়াজ বাইরে যাওয়ায় বাধাপ্রাপ্ত হয় না।
তা ছাড়া ছোট ছোট দরজা থাকলে শৌচালয়ের ভিতর থেকে বাইরে কথোপকথন চালানো সম্ভব। কারও প্রয়োজন পড়লে সে বাইকে দাঁড়িয়ে থাকা ব্যক্তির সঙ্গে কথা বলতে পারেন। আওয়াজ বাইরে যাওয়ায় বাধাপ্রাপ্ত হয় না।
advertisement
advertisement
advertisement