Do you know: কেন গাড়ির টায়ার বা ল্যাম্প পোস্টে প্রস্রাব করে কুকুর? জানুন আসল কারণ
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
আমাদের দৈনন্দিন জীবনে আমরা এমন অনেক কিছুই দেখি যা আমাদের একপ্রকার চোখ সওয়া, কিন্তু তার পিছনের কারণ জানার চেষ্টা করি না। এমনই একটি জিনিস হল টায়ার বা খুঁটিতে কুকুরের প্রস্রাব করে। কখনও কি ভেবে দেখেছেন, কুকুররা এমনটা কেন করে?
কুকুর আমাদের খুব প্রিয় প্রাণী৷ ওদের অনেক অভ্যাসই আমাদের প্রিয়৷ আবার, কুকুরদের বহু অভ্যাসই আমাদের মধ্যে বিরক্তির উদ্রেক করে৷ তার মধ্যে অন্যতম হল, পার্ক করে রাখা গাড়ির টায়ারে প্রস্রাব করে দেওয়া৷ বাড়ির গেটে, বা সামনের দেওয়ালে কুকুরদের প্রস্রাব করার অভ্যাস প্রায় সকলেরই জানা৷ এর জন্য অনেকেই নীল রঙের জল বোতলে ভরে বাড়ির সামনে ঝুলিয়ে রাখেন৷ যদিও তাতে কতটা কাজ হয়, তা জানা নেই৷ তবে, গাড়ির টায়ার, লাইট পোস্ট, দরজার গ্রিল বা কোলাপসিবল গেটে কেন কুকুররা প্রস্রাব করে তার কারণ জানে বিজ্ঞান৷ আপনি কি জানেন?
advertisement
advertisement
advertisement
কুকুর জাতীয় প্রাণী নিজের এলাকা চিহ্নিত করে রাখে৷ ঠিক যেমনটা করে বাঘ, সিংহ কিংবা ওয়াইল্ড ডগ৷ একটি নির্দিষ্ট এলাকা চিহ্নিত করে, আসলে এরা জানান দিতে চায়, এই এলাকা থেকেই তারা খাবার সংগ্রহ করে৷ বাছাই করে সঙ্গীও৷ তাই এই এলাকা অন্য কারও সঙ্গে ভাগ করে নিতে তারা রাজি নয়৷ কুকুরদের ক্ষেত্রেও এই এলাকা চিহ্নিত করার ব্যাপার থাকে৷
advertisement
advertisement
advertisement
advertisement