হোম » ছবি » পাঁচমিশালি » রাতে পাড়ায়-পাড়ায় কুকুর কেঁদে ওঠে! কিন্তু কেন ? বৈজ্ঞানিক কারণ জানলে চমকে উঠবেন

Why Dogs Bark At Night: রাত বাড়লে পাড়ায়-পাড়ায় কুকুর কেঁদে ওঠে! কিন্তু কেন ? বৈজ্ঞানিক কারণ জানলে চমকে উঠবেন

  • 16

    Why Dogs Bark At Night: রাত বাড়লে পাড়ায়-পাড়ায় কুকুর কেঁদে ওঠে! কিন্তু কেন ? বৈজ্ঞানিক কারণ জানলে চমকে উঠবেন

    মাঝরাতে কুকুরের আর্ত আর্তনাদ! মনে হয় যেন কুকুর কাঁদছে! বড় করুণ সেই আওয়াজ! বুকটা ছ্যাঁত করে ওঠে! নির্ঘাৎ খারাপ কিছু ঘটেছে! অনেকের বিশ্বাস, মাঝারতে কুকুরের কান্না অশুভ! অনেকে মানেন, মাঝরাতে কুকুরের কান্না কারও মৃত্যুর সংকেত দিচ্ছে! মানুষের এও বিশ্বাস, কুকুর অশরীরী আত্মা দেখতে পায়, রাতে কোনও প্রেতাত্মা দেখতে পেলে আর্তনাদ করে ওঠে! কিন্তু এ'সব যুক্তির কোনও বৈজ্ঞানিক ভিত্তি নেই। কুসংস্কার। বিজ্ঞান বলছে অন্য কথা! মাঝরাতে কুকুর ঠিক কেন কাঁদে? জেনে নিন বৈজ্ঞানিক ব্যাখ্যা--

    MORE
    GALLERIES

  • 26

    Why Dogs Bark At Night: রাত বাড়লে পাড়ায়-পাড়ায় কুকুর কেঁদে ওঠে! কিন্তু কেন ? বৈজ্ঞানিক কারণ জানলে চমকে উঠবেন

    মানুষের মনোযোগ কাড়তে কুকুর রাতে কেঁদে ওঠে। গবেষণায় দেখা গিয়েছে, পুরনো এলাকা ছেড়ে নতুন এলাকায় এলে কুকুরের মন খারাপ থাকে, সেই দুঃখ থেকেই রাতে কুকুর কেঁদে ওঠে। অনেক সময় মানুষের পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে গেলেও কুকুর মাঝরাতে কেঁদে ওঠে।

    MORE
    GALLERIES

  • 36

    Why Dogs Bark At Night: রাত বাড়লে পাড়ায়-পাড়ায় কুকুর কেঁদে ওঠে! কিন্তু কেন ? বৈজ্ঞানিক কারণ জানলে চমকে উঠবেন

    কোনও দুর্ঘটনায় আঘাত পেলে বা শরীর খারাপ থাকলে কুকুর রাতে কেঁদে ওঠে। এই কান্নার কারণ সঙ্গীকে জানান দেওয়া। পাশাপাশি, অন্য এলাকা থেকে কুকুর এলেও বাকি কুকুরদের সজাগ করতে কুকুর রাতে ডাকে। অস্বাভাবিক কিছু দেখলেও কুকুর পরিত্রাহি ডাকতে শুরু করে, যা কান্নার মতো শোনায়।

    MORE
    GALLERIES

  • 46

    Why Dogs Bark At Night: রাত বাড়লে পাড়ায়-পাড়ায় কুকুর কেঁদে ওঠে! কিন্তু কেন ? বৈজ্ঞানিক কারণ জানলে চমকে উঠবেন

    কুকুরও ভয় পায়। বয়সের সঙ্গে সঙ্গে সেই ভয় আরও বাড়তে থাকে। বাড়তে থাকে নিরাপত্তাহীনতা। সেই ভয় থেকেও অনেকসময় কুকুর মাঝরাতে কেঁদে ওঠে। সঙ্গীর অভাব বা সঙ্গীর মৃত্যুতেও কুকুর কাঁদে।

    MORE
    GALLERIES

  • 56

    Why Dogs Bark At Night: রাত বাড়লে পাড়ায়-পাড়ায় কুকুর কেঁদে ওঠে! কিন্তু কেন ? বৈজ্ঞানিক কারণ জানলে চমকে উঠবেন

    জ্যোতিষশাস্ত্র বলে, কুকুর তখনই কাঁদে যখন আশপাশে কোনো অশরীরী আত্মার উপস্থিতি টের পায়, যা সাধারণ মানুষের পক্ষে দেখা বা অনুভব করা সম্ভব নয়। সে'জন্য কুকুর কাঁদলেই লোকজন তাদের তাড়ানোর চেষ্টা করে।চ

    MORE
    GALLERIES

  • 66

    Why Dogs Bark At Night: রাত বাড়লে পাড়ায়-পাড়ায় কুকুর কেঁদে ওঠে! কিন্তু কেন ? বৈজ্ঞানিক কারণ জানলে চমকে উঠবেন

    তবে বিজ্ঞান বলছে অন্য কথা। বৈজ্ঞানিকদের মতে, রাতে কুকুর কাঁদে না, এটা ওদের ডাক। রাতে এভাবে ডেকে দূরে থাকা সঙ্গীদের কাছে কোনও বার্তা পৌঁছানোর চেষ্টা করে। এভাবে আওয়াজ করে তার অবস্থানটা সঙ্গীদের জানায়।

    MORE
    GALLERIES