মাঝরাতে কুকুরের আর্ত আর্তনাদ! মনে হয় যেন কুকুর কাঁদছে! বড় করুণ সেই আওয়াজ! বুকটা ছ্যাঁত করে ওঠে! নির্ঘাৎ খারাপ কিছু ঘটেছে! অনেকের বিশ্বাস, মাঝারতে কুকুরের কান্না অশুভ! অনেকে মানেন, মাঝরাতে কুকুরের কান্না কারও মৃত্যুর সংকেত দিচ্ছে! মানুষের এও বিশ্বাস, কুকুর অশরীরী আত্মা দেখতে পায়, রাতে কোনও প্রেতাত্মা দেখতে পেলে আর্তনাদ করে ওঠে! কিন্তু এ'সব যুক্তির কোনও বৈজ্ঞানিক ভিত্তি নেই। কুসংস্কার। বিজ্ঞান বলছে অন্য কথা! মাঝরাতে কুকুর ঠিক কেন কাঁদে? জেনে নিন বৈজ্ঞানিক ব্যাখ্যা--