Fun Facts: কাগজ, কাপড় তো ইঁদুরের খাবার নয়, তারপরও সে এসব কাটে কেন? কারণ জানলে অবাক হবেন

Last Updated:
ইঁদুর যা-যা জিনিস কাটে, তার কোনওটাই কিন্তু খাওয়ার জিনিস নয়। তাহলে ইঁদুর সেগুলি কাটে কেন?
1/4
বাড়িতে ইঁদুর হওয়া মানে জীবন নাজেহাল! গোটা বাড়ি কার্যত কেটে ফেলকবে! ইঁদুরের কাটে না এমন জিনিস নেই। কাগজ, তার, বালিশ-কাঁথা থেকে শুরু করে আসবাবপত্র, ইলেকট্রনিক্স যন্ত্রপাতি, জলের পাইপ, প্লাস্টিক সবকিছুই! কিন্তু এই যে ইঁদুর কাগজ, কাপড়, তার, প্লাস্টিক কাটে, এগুলি কিন্তু কোনওটাই ইঁদুরের খাবার নয়। কখনও ভেবে দেখেছেন, ইঁদুর তা হলে এগুলো কাটে কেন?
বাড়িতে ইঁদুর হওয়া মানে জীবন নাজেহাল! গোটা বাড়ি কার্যত কেটে ফেলকবে! ইঁদুরের কাটে না এমন জিনিস নেই। কাগজ, তার, বালিশ-কাঁথা থেকে শুরু করে আসবাবপত্র, ইলেকট্রনিক্স যন্ত্রপাতি, জলের পাইপ, প্লাস্টিক সবকিছুই! কিন্তু এই যে ইঁদুর কাগজ, কাপড়, তার, প্লাস্টিক কাটে, এগুলি কিন্তু কোনওটাই ইঁদুরের খাবার নয়। কখনও ভেবে দেখেছেন, ইঁদুর তা হলে এগুলো কাটে কেন?
advertisement
2/4
জন্মের পর থেকে মৃত্যুর আগে পর্যন্ত ইঁদুর কাটাকাটি করে যায়। যা খায় তার ১০ গুন কেটেকুটে নষ্ট করে। বৈদ্যুতিক তার কেটে সর্ট সার্কিটের সৃষ্টি করে, বাধ কেটে বন্যার সৃষ্টি করে। কিন্তু ইঁদুর যা-যা জিনিস কাটে, তার কোনওটাই কিন্তু খাওয়ার জিনিস নয়। তাহলে ইঁদুর সেগুলি কাটে কেন?
জন্মের পর থেকে মৃত্যুর আগে পর্যন্ত ইঁদুর কাটাকাটি করে যায়। যা খায় তার ১০ গুন কেটেকুটে নষ্ট করে। বৈদ্যুতিক তার কেটে সর্ট সার্কিটের সৃষ্টি করে, বাধ কেটে বন্যার সৃষ্টি করে। কিন্তু ইঁদুর যা-যা জিনিস কাটে, তার কোনওটাই কিন্তু খাওয়ার জিনিস নয়। তাহলে ইঁদুর সেগুলি কাটে কেন?
advertisement
3/4
মানুষের যেমন দুধ দাঁত পরে যায়, ইঁদুরের তা হয় না। ইঁদুরের দাঁত একবারই ওঠে এবং সামনের দাঁত আজীবন বড় হতে থাকে।
মানুষের যেমন দুধ দাঁত পরে যায়, ইঁদুরের তা হয় না। ইঁদুরের দাঁত একবারই ওঠে এবং সামনের দাঁত আজীবন বড় হতে থাকে।
advertisement
4/4
সামনের এই দুটো দাঁত ছোট রাখতেই ইঁদুর দাঁত দিয়ে কাটাকাটি করে যেতে থাকে। কাটাকাটি না করলে সামনের দাঁত অতিরিক্ত লম্বা হয়ে মুখ ভেদ করে বাইরে বার হয়ে যাসে। এমনকি মস্তিস্কেও আঘাত করতে পারে। এতে ইঁদুরের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। এই কারণেই ইঁদুর সামনে যা পায়, তাই কাটতে থাকে, যাতে তার সামনের দাঁত ক্ষয়ে যায়।
সামনের এই দুটো দাঁত ছোট রাখতেই ইঁদুর দাঁত দিয়ে কাটাকাটি করে যেতে থাকে। কাটাকাটি না করলে সামনের দাঁত অতিরিক্ত লম্বা হয়ে মুখ ভেদ করে বাইরে বার হয়ে যাসে। এমনকি মস্তিস্কেও আঘাত করতে পারে। এতে ইঁদুরের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। এই কারণেই ইঁদুর সামনে যা পায়, তাই কাটতে থাকে, যাতে তার সামনের দাঁত ক্ষয়ে যায়।
advertisement
advertisement
advertisement