Fun Facts: কাগজ, কাপড় তো ইঁদুরের খাবার নয়, তারপরও সে এসব কাটে কেন? কারণ জানলে অবাক হবেন
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
ইঁদুর যা-যা জিনিস কাটে, তার কোনওটাই কিন্তু খাওয়ার জিনিস নয়। তাহলে ইঁদুর সেগুলি কাটে কেন?
বাড়িতে ইঁদুর হওয়া মানে জীবন নাজেহাল! গোটা বাড়ি কার্যত কেটে ফেলকবে! ইঁদুরের কাটে না এমন জিনিস নেই। কাগজ, তার, বালিশ-কাঁথা থেকে শুরু করে আসবাবপত্র, ইলেকট্রনিক্স যন্ত্রপাতি, জলের পাইপ, প্লাস্টিক সবকিছুই! কিন্তু এই যে ইঁদুর কাগজ, কাপড়, তার, প্লাস্টিক কাটে, এগুলি কিন্তু কোনওটাই ইঁদুরের খাবার নয়। কখনও ভেবে দেখেছেন, ইঁদুর তা হলে এগুলো কাটে কেন?
advertisement
advertisement
advertisement
সামনের এই দুটো দাঁত ছোট রাখতেই ইঁদুর দাঁত দিয়ে কাটাকাটি করে যেতে থাকে। কাটাকাটি না করলে সামনের দাঁত অতিরিক্ত লম্বা হয়ে মুখ ভেদ করে বাইরে বার হয়ে যাসে। এমনকি মস্তিস্কেও আঘাত করতে পারে। এতে ইঁদুরের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। এই কারণেই ইঁদুর সামনে যা পায়, তাই কাটতে থাকে, যাতে তার সামনের দাঁত ক্ষয়ে যায়।