নিভে আসছে সূর্য? আলো হঠাৎ ফুরিয়ে গেলে পৃথিবীর কী হবে? ধ্বংস নয়, জানা গেল আশ্চর্য 'সত্যি'!

Last Updated:
Death Of The Sun: ৪.৬ বিলিয়ন বছর ধরে জ্বলছে সূর্য। বিজ্ঞানীরা বলছেন, একদিন তার হাইড্রোজেন ফুরিয়ে গেলে ধীরে ধীরে সৌরজগৎ ছিন্নভিন্ন হয়ে পড়বে! কী হবে পৃথিবীর?
1/13
একদিন যদি সূর্য হঠাৎ আলো দেওয়া বন্ধ করে দেয়? এই প্রশ্নটা শুনলে অবাস্তব মনে হতে পারে। কিন্তু যদি সত্যি এমনটা হয়, তাহলে কি সব শেষ হয়ে যাবে? পৃথিবী কি ধ্বংস হবে? মহাকাশে থাকা মহাকাশচারীরা কি বাঁচতে পারবেন? সৌরজগৎ কি পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে যাবে?
Death Of The Sun: একদিন যদি সূর্য হঠাৎ আলো দেওয়া বন্ধ করে দেয়? এই প্রশ্নটা শুনলে অবাস্তব মনে হতে পারে। কিন্তু যদি সত্যি এমনটা হয়, তাহলে কি সব শেষ হয়ে যাবে? পৃথিবী কি ধ্বংস হবে? মহাকাশে থাকা মহাকাশচারীরা কি বাঁচতে পারবেন? সৌরজগৎ কি পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে যাবে?
advertisement
2/13
Live Science-এর একটি প্রতিবেদন এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে দেখেছে — আর সেগুলো যথেষ্ট চমকে দেওয়ার মতো।
Live Science-এর একটি প্রতিবেদন এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে দেখেছে — আর সেগুলো যথেষ্ট চমকে দেওয়ার মতো।
advertisement
3/13
☀️ সূর্য: সৌরজগতের হৃদয়সূর্য শুধু আলো আর তাপের উৎস নয়। এটি সৌরজগতের কেন্দ্রবিন্দু — যার মহাকর্ষীয় টানেই পৃথিবীসহ সব গ্রহ তাদের কক্ষপথে আবর্তিত হয়।
☀️ সূর্য: সৌরজগতের হৃদয় সূর্য শুধু আলো আর তাপের উৎস নয়। এটি সৌরজগতের কেন্দ্রবিন্দু — যার মহাকর্ষীয় টানেই পৃথিবীসহ সব গ্রহ তাদের কক্ষপথে আবর্তিত হয়।
advertisement
4/13
৪.৬ বিলিয়ন বছর ধরে জ্বলছে সূর্য, এবং আগামী পাঁচ বিলিয়ন বছর পর্যন্ত তা জ্বলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে একদিন এর হাইড্রোজেন ফুরিয়ে গেলে শুরু হবে সৌরজগতের পরিণতির গল্প।
৪.৬ বিলিয়ন বছর ধরে জ্বলছে সূর্য, এবং আগামী পাঁচ বিলিয়ন বছর পর্যন্ত তা জ্বলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে একদিন এর হাইড্রোজেন ফুরিয়ে গেলে শুরু হবে সৌরজগতের পরিণতির গল্প।
advertisement
5/13
🔥 সূর্য নিভে যাবে ধাপে ধাপে। প্রথমে এটি ফুলে উঠবে — একে বলে
🔥  সূর্য নিভে যাবে ধাপে ধাপে। প্রথমে এটি ফুলে উঠবে — একে বলে "রেড জায়ান্ট" (লাল দৈত্য) — এবং সে অবস্থায় এটি মঙ্গল, শুক্রের মতো গ্রহগুলো গিলে ফেলবে। পৃথিবীও হয়তো সেই ভাগ্যবরণ করবে। আর যদি কোনওভাবে বেঁচে যায়, তবুও পৃষ্ঠের সব প্রাণ নিশ্চিহ্ন হয়ে যাবে।
advertisement
6/13
সূর্যের আলো ও তাপ ছাড়াই পৃথিবী নিমজ্জিত হবে চিরকালীন অন্ধকার ও তুষারাচ্ছন্ন বরফের রাজ্যে।
সূর্যের আলো ও তাপ ছাড়াই পৃথিবী নিমজ্জিত হবে চিরকালীন অন্ধকার ও তুষারাচ্ছন্ন বরফের রাজ্যে।
advertisement
7/13
❄️ পৃথিবীর ও সৌরজগতের করুণ পরিণতিমৃত্যুর ছায়া নামবে একসঙ্গে অনেক দিক থেকে:

তাপমাত্রা নেমে যাবে শূন্যের বহু নিচে

সমুদ্র জমে বরফ হয়ে যাবে

বাতাস আর চলাচল করবে না

গাছপালা, প্রাণী, মানুষ—সবই একে একে মারা যাবে
❄️ পৃথিবীর ও সৌরজগতের করুণ পরিণতি মৃত্যুর ছায়া নামবে একসঙ্গে অনেক দিক থেকে: তাপমাত্রা নেমে যাবে শূন্যের বহু নিচে সমুদ্র জমে বরফ হয়ে যাবে বাতাস আর চলাচল করবে না গাছপালা, প্রাণী, মানুষ—সবই একে একে মারা যাবে। 
advertisement
8/13
স্পেস স্টেশনে আটকে থাকা মহাকাশচারীরাও অক্সিজেন ও শক্তি ছাড়া কিছুক্ষণ পর নিঃশেষ হয়ে যাবেন।সূর্যের মহাকর্ষীয় শক্তি হারিয়ে গেলে গ্রহগুলো তাদের কক্ষপথ হারিয়ে ছিটকে যাবে, সংঘর্ষ হবে, আর একসময়ের সৌরজগত পরিণত হবে এক বিশৃঙ্খল ধ্বংসস্তূপে।
স্পেস স্টেশনে আটকে থাকা মহাকাশচারীরাও অক্সিজেন ও শক্তি ছাড়া কিছুক্ষণ পর নিঃশেষ হয়ে যাবেন। সূর্যের মহাকর্ষীয় শক্তি হারিয়ে গেলে গ্রহগুলো তাদের কক্ষপথ হারিয়ে ছিটকে যাবে, সংঘর্ষ হবে, আর একসময়ের সৌরজগত পরিণত হবে এক বিশৃঙ্খল ধ্বংসস্তূপে।
advertisement
9/13
🕯️শেষে সূর্য একটি হোয়াইট ডোয়ার্ফ বা সাদা বামন হয়ে যাবে — ছোট, ঘন এবং ঠান্ডা। হয়তো বৃহস্পতি বা দূরের ওয়ার্ট ক্লাউডের কিছু বস্তু তখনও এর চারপাশে ঘুরবে, কিন্তু জীবনের কোনও চিহ্ন থাকবে না।
🕯️শেষে সূর্য একটি হোয়াইট ডোয়ার্ফ বা সাদা বামন হয়ে যাবে — ছোট, ঘন এবং ঠান্ডা। হয়তো বৃহস্পতি বা দূরের ওয়ার্ট ক্লাউডের কিছু বস্তু তখনও এর চারপাশে ঘুরবে, কিন্তু জীবনের কোনও চিহ্ন থাকবে না।
advertisement
10/13
জ্যোতির্বিজ্ঞানী অ্যালান স্টার্ন বলছেন, এটি আমাদের সৌরজগতের সমাপ্তি — তবে তা চূড়ান্ত নয়। কারণ মহাবিশ্বের অবসান কখনও একটি নির্দিষ্ট মুহূর্তে হয় না, বরং তা এক দীর্ঘ প্রক্রিয়া।
জ্যোতির্বিজ্ঞানী অ্যালান স্টার্ন বলছেন, এটি আমাদের সৌরজগতের সমাপ্তি — তবে তা চূড়ান্ত নয়। কারণ মহাবিশ্বের অবসান কখনও একটি নির্দিষ্ট মুহূর্তে হয় না, বরং তা এক দীর্ঘ প্রক্রিয়া।
advertisement
11/13
কয়েক বিলিয়ন বছর পরে, যদি কোনও সুপারনোভা বা ভিনগ্রহের মহাকর্ষ এসে পড়ে, তাহলে সৌরজগতের বাকি ধ্বংসাবশেষও ছিটকে যাবে মহাশূন্যে।
কয়েক বিলিয়ন বছর পরে, যদি কোনও সুপারনোভা বা ভিনগ্রহের মহাকর্ষ এসে পড়ে, তাহলে সৌরজগতের বাকি ধ্বংসাবশেষও ছিটকে যাবে মহাশূন্যে।
advertisement
12/13
🧬 আর মানবসভ্যতা?মানুষ কি থাকবে তখন?

সম্ভবত না। মানুষ হয়তো সূর্যের মৃত্যুর বহু আগেই পৃথিবী ছেড়ে অন্য কোনও গ্রহে বসতি গড়ে ফেলবে — অথবা সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে যাবে।
🧬 আর মানবসভ্যতা? মানুষ কি থাকবে তখন? সম্ভবত না। মানুষ হয়তো সূর্যের মৃত্যুর বহু আগেই পৃথিবী ছেড়ে অন্য কোনও গ্রহে বসতি গড়ে ফেলবে — অথবা সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে যাবে।
advertisement
13/13
আর যদি কোনো ভবিষ্যতের মানবপ্রজন্ম একদিন ফিরে তাকায় এই নিভে যাওয়া সৌরজগতের দিকে, তারা দেখবে — কেবল স্মৃতি। একটি মৃত সূর্য, কিছু হারিয়ে যাওয়া গ্রহ, আর নীরব মহাশূন্যে ভেসে বেড়ানো এক চিরকালীন শূন্যতা।সূর্য নিভে গেলে আলো নিভবে ঠিকই, কিন্তু মানুষের কল্পনা? তা জ্বলতেই থাকবে... 
আর যদি কোনো ভবিষ্যতের মানবপ্রজন্ম একদিন ফিরে তাকায় এই নিভে যাওয়া সৌরজগতের দিকে, তারা দেখবে — কেবল স্মৃতি। একটি মৃত সূর্য, কিছু হারিয়ে যাওয়া গ্রহ, আর নীরব মহাশূন্যে ভেসে বেড়ানো এক চিরকালীন শূন্যতা। সূর্য নিভে গেলে আলো নিভবে ঠিকই, কিন্তু মানুষের কল্পনা? তা জ্বলতেই থাকবে... 
advertisement
advertisement
advertisement