GK প্লেনে কোন কাজ এয়ার হোস্টেসদের দিয়ে করানো যায় না? ৯৯% মানুষই জানেন না, বিমানযাত্রার আগে জেনে নিন
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
Air Hostess: এই বিশেষ কাজ কখনও এয়ার হোস্টেসদের করতে বলা উচিৎ নয়৷ এমন কী দাবি যা এয়ার হোস্টেসরা কখনওই মানতে রাজি হন না?
advertisement
advertisement
একজন প্রাক্তন আমেরিকান ফ্লাইট অ্যাটেনডেন্ট সম্প্রতি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টিকটক-এ জানিয়েছেন যাত্রীদের এমন একটি চাহিদা কথা যা ফ্লাইট অ্যাটেনডেন্টরা কখনই পূরণ করেন না। ক্যাট কমলানি, ৬ বছর ধরে ফ্লাইট অ্যাটেনডেন্ট বা বিমান সেবিকা হিসাবে কাজ করেছেন। আপাতত কাজ ছেড়ে ক্যাট এখন কনটেন্ট ক্রিয়েটর হয়ে উঠেছেন। TikTok-এ তার ১ মিলিয়নেরও বেশি ফলোয়ার রয়েছে। বিমানে ভ্রমণের সময় একজন এয়ার হোস্টেসকে কী বলা উচিত নয়, তা তিনি তাঁর ভক্তদের জানিয়েছেন, নিজের অভিজ্ঞতা থেকে৷
advertisement
এয়ার হোস্টেসের কাছ থেকে 'এই' দাবি করা ভুল বলে জানান তিনি। কী সেই দাবি? ক্যাট বলেছেন যে ফ্লাইটের কেবিনে যে লাগেজ রাখা হয়, তা অনেক সময় যাত্রীরা নিজেরা না রেখে এয়ার হোস্টেসদের বলেন৷ হয় তারা সেখানে পৌঁছাতে পারছে না, নয়তো লাগেজ গুছিয়ে নিতে পারছে না, এমন পরিস্থিতিতে তিনি এয়ার হোস্টেসকে ঠিকঠাক রাখতে বলেন। ক্যাট বলেছিলেন যে এই ব্যাগগুলি রাখা এয়ার হোস্টেসের কাজের অংশ নয়। তিনি আরও জানান যে, সবাই মনে করে ব্যাগগুলো কেবিনে রাখা এয়ার হোস্টেসের দায়িত্ব, কিন্তু এভাবে ভাবা ঠিক নয়। এগুলো যাত্রীদের নিজস্ব দায়িত্ব।
advertisement
advertisement