রাতে ঘুমাতে যেতেই হঠাৎ বালিশটা নড়তে শুরু করল..., পরমুহূর্তেই যা ঘটল, ভয়ঙ্কর!

Last Updated:
Viral News: চরম গরমে নাজেহাল হাল মানুষের। সারাদিনের শেষে ক্লান্তিতে কখন বিছানায় শুতে যাব এমনটা যখন ভাবছেন তখনই যদি আপনার সঙ্গে এমন কিছু ঘটে যায় যা ভয়ঙ্কর, কী করবেন? সম্প্রতি এমনই ঘটনা ঘটেছে নাগপুরে। যা সোশ্যাল মিডিয়ায় রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে।
1/12
চরম গরমে নাজেহাল হাল মানুষের। সারাদিনের শেষে ক্লান্তিতে কখন বিছানায় শুতে যাব এমনটা যখন ভাবছেন তখনই যদি আপনার সঙ্গে এমন কিছু ঘটে যায় যা ভয়ঙ্কর, কী করবেন? সম্প্রতি এমনই ঘটনা ঘটেছে নাগপুরে। যা সোশ্যাল মিডিয়ায় রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে।
চরম গরমে নাজেহাল হাল মানুষের। সারাদিনের শেষে ক্লান্তিতে কখন বিছানায় শুতে যাব এমনটা যখন ভাবছেন তখনই যদি আপনার সঙ্গে এমন কিছু ঘটে যায় যা ভয়ঙ্কর, কী করবেন? সম্প্রতি এমনই ঘটনা ঘটেছে নাগপুরে। যা সোশ্যাল মিডিয়ায় রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে।
advertisement
2/12
বিছানার বালিশটা হঠাৎ নড়তে শুরু করেছে। কল্পনা করতেই নিশ্চয়ই ঠান্ডা স্রোত বয়ে যাচ্ছে মেরুদণ্ড দিয়ে? ঠিক তেমনই ঘটেছিল নাগপুরের একটি বাড়িতে। লোকটি শুতে যেতেই দেখলেন বিছানার বালিশটি হঠাৎ নড়তে শুরু করেছে। ভয় পেয়ে আলো জ্বালিয়ে বালিশ সরাতেই তাজ্জব। বালিশের নীচে সাক্ষাৎ মৃত্যু। AI Generated Representative Image
বিছানার বালিশটা হঠাৎ নড়তে শুরু করেছে। কল্পনা করতেই নিশ্চয়ই ঠান্ডা স্রোত বয়ে যাচ্ছে মেরুদণ্ড দিয়ে? ঠিক তেমনই ঘটেছিল নাগপুরের একটি বাড়িতে। লোকটি শুতে যেতেই দেখলেন বিছানার বালিশটি হঠাৎ নড়তে শুরু করেছে। ভয় পেয়ে আলো জ্বালিয়ে বালিশ সরাতেই তাজ্জব। বালিশের নীচে সাক্ষাৎ মৃত্যু। AI Generated Representative Image
advertisement
3/12
এই অদ্ভুত ও ভয়াবহ ঘটনাটি ঘটেছে নাগপুরের মহাজনওয়াড়ির জয়সওয়াল নগর এলাকার বাসিন্দা পঙ্কজ কুওয়ারের বাড়িতে। রাতে কুওয়ারের পরিবারের যখন বিছানায় ঘুমোতে যাওয়ার তোড়জোড় করছিলেন, তখনই তাঁরা বালিশের নীচে অদ্ভুত নড়াচড়া লক্ষ্য করেন।
এই অদ্ভুত ও ভয়াবহ ঘটনাটি ঘটেছে নাগপুরের মহাজনওয়াড়ির জয়সওয়াল নগর এলাকার বাসিন্দা পঙ্কজ কুওয়ারের বাড়িতে। রাতে কুওয়ারের পরিবারের যখন বিছানায় ঘুমোতে যাওয়ার তোড়জোড় করছিলেন, তখনই তাঁরা বালিশের নীচে অদ্ভুত নড়াচড়া লক্ষ্য করেন।
advertisement
4/12
কোনওক্রমে আকস্মিক ভয় সামলে বাড়ির আরও সকলের উপস্থিতিতে যেই না কাঁপা হাতে বালিশটা তুলে নিতে গেলেন ওই বাড়ির এক সদস্য তখনই চোখে পড়ল ফোন উঁচিয়ে থাকা একটি সাপ। মুহূর্তে পায়ের নীচ থেকে মাটি সরে যাচ্ছিল। AI Generated Representative Image
কোনওক্রমে আকস্মিক ভয় সামলে বাড়ির আরও সকলের উপস্থিতিতে যেই না কাঁপা হাতে বালিশটা তুলে নিতে গেলেন ওই বাড়ির এক সদস্য তখনই চোখে পড়ল ফোন উঁচিয়ে থাকা একটি সাপ। মুহূর্তে পায়ের নীচ থেকে মাটি সরে যাচ্ছিল। AI Generated Representative Image
advertisement
5/12
ভাল করে লক্ষ্য করতে দেখা গেল বিছানার বালিশের নীচে একটা কেউটে সাপ। বিশ্বের সবচেয়ে বিপজ্জনক বিষাক্ত সাপগুলির মধ্যে একটি এই কোবরা। বালিশ চাপা দিয়ে খুব সাবধানে তৎক্ষণাৎ চেনাজানা সাপ ধরার লোকদের খবর দেন পঙ্কজ কুওয়ার। ছুটে আসেন পঙ্কজের বন্ধু আকাশ মেশরাম। তিনিই দক্ষ হাতে লাঠি দিয়ে সাপটিকে ধরে ফেলেন।
ভাল করে লক্ষ্য করতে দেখা গেল বিছানার বালিশের নীচে একটা কেউটে সাপ। বিশ্বের সবচেয়ে বিপজ্জনক বিষাক্ত সাপগুলির মধ্যে একটি এই কোবরা। বালিশ চাপা দিয়ে খুব সাবধানে তৎক্ষণাৎ চেনাজানা সাপ ধরার লোকদের খবর দেন পঙ্কজ কুওয়ার। ছুটে আসেন পঙ্কজের বন্ধু আকাশ মেশরাম। তিনিই দক্ষ হাতে লাঠি দিয়ে সাপটিকে ধরে ফেলেন।
advertisement
6/12
এখন প্রশ্ন হল সাপটি বিছানায় কী ভাবে উঠে এল? ভাইরাল এই ভিডিওতে দেখা যাচ্ছে বিছানার কাছে একটা জানালা রয়েছে। সম্ভবত ওই জানালা দিয়েই সাপটি প্রবেশ করেছিল। বৃষ্টির দিনে, সাপেরা গর্ত থেকে বেরিয়ে আসে এবং উষ্ণ স্থান খোঁজে তাই এইসময় মানুষকেও একটু সচেতন থাকার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।
এখন প্রশ্ন হল সাপটি বিছানায় কী ভাবে উঠে এল? ভাইরাল এই ভিডিওতে দেখা যাচ্ছে বিছানার কাছে একটা জানালা রয়েছে। সম্ভবত ওই জানালা দিয়েই সাপটি প্রবেশ করেছিল। বৃষ্টির দিনে, সাপেরা গর্ত থেকে বেরিয়ে আসে এবং উষ্ণ স্থান খোঁজে তাই এইসময় মানুষকেও একটু সচেতন থাকার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।
advertisement
7/12
প্রসঙ্গত জেনে রাখা ভাল, সাপ গাছের আশেপাশে থাকতে পছন্দ করে। অতএব, আপনার বাড়ির আশেপাশে যদি এমন কোনও বিশেষ গাছপালা থাকে যা সাপকে আকৃষ্ট করতে পারে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। কারণ নাগপুরের ওই ব্যক্তির ঘরের মতো কিন্তু এই সময় আপনার ঘরেও সাপ ঢুকে আসা বিচিত্র নয়।
প্রসঙ্গত জেনে রাখা ভাল, সাপ গাছের আশেপাশে থাকতে পছন্দ করে। অতএব, আপনার বাড়ির আশেপাশে যদি এমন কোনও বিশেষ গাছপালা থাকে যা সাপকে আকৃষ্ট করতে পারে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। কারণ নাগপুরের ওই ব্যক্তির ঘরের মতো কিন্তু এই সময় আপনার ঘরেও সাপ ঢুকে আসা বিচিত্র নয়।
advertisement
8/12
সাপ নির্দিষ্ট কিছু গাছের গন্ধ পছন্দ করে। এই কারণেই তারা সেখানে আকৃষ্ট হয়। বাড়ির আশেপাশে যদি এই গাছগুলি থাকে, তাহলে সাপ তার আকর্ষণেই ঘরে ঢুকতে পারে।
সাপ নির্দিষ্ট কিছু গাছের গন্ধ পছন্দ করে। এই কারণেই তারা সেখানে আকৃষ্ট হয়। বাড়ির আশেপাশে যদি এই গাছগুলি থাকে, তাহলে সাপ তার আকর্ষণেই ঘরে ঢুকতে পারে।
advertisement
9/12
মনে রাখবেন চন্দন গাছ সাপ ডেকে আনে। যদি আপনার বাড়ির কাছে চন্দন গাছ লাগানো থাকে, তাহলে বর্ষাকালে আপনার সাবধানতা অবলম্বন করা উচিত। বিশেষজ্ঞদের মতে, সাপ চন্দন গাছের কাছে বাস করে কারণ তারা এর ঘ্রাণ পছন্দ করে এবং গাছটির শীতল প্রভাবও রয়েছে।
মনে রাখবেন চন্দন গাছ সাপ ডেকে আনে। যদি আপনার বাড়ির কাছে চন্দন গাছ লাগানো থাকে, তাহলে বর্ষাকালে আপনার সাবধানতা অবলম্বন করা উচিত। বিশেষজ্ঞদের মতে, সাপ চন্দন গাছের কাছে বাস করে কারণ তারা এর ঘ্রাণ পছন্দ করে এবং গাছটির শীতল প্রভাবও রয়েছে।
advertisement
10/12
সাপ জুঁই গাছের প্রতিও আকৃষ্ট হয়। তাই, বাড়ির কাছে জুঁই গাছ থাকলে সাপের ঝুঁকিও বেড়ে যায়। তাই আশেপাশে এই ধরণের গাছ লাগানো এড়িয়ে যান।
সাপ জুঁই গাছের প্রতিও আকৃষ্ট হয়। তাই, বাড়ির কাছে জুঁই গাছ থাকলে সাপের ঝুঁকিও বেড়ে যায়। তাই আশেপাশে এই ধরণের গাছ লাগানো এড়িয়ে যান।
advertisement
11/12
সাপরা অনেক সময় সাইপ্রেস গাছের ঝোঁপে বাসা বাঁধে। এই গাছের পাতা ঘন হওয়ায়, তারা পাতার মাঝে লুকিয়ে থাকে এবং তাদের শিকারের অপেক্ষা করে। অতএব, যদি আপনার বাড়ির আসে পাশে এই গাছটি থাকে, তাহলে জানালা এবং দরজা বন্ধ করতে ভুলবেন না।
সাপরা অনেক সময় সাইপ্রেস গাছের ঝোঁপে বাসা বাঁধে। এই গাছের পাতা ঘন হওয়ায়, তারা পাতার মাঝে লুকিয়ে থাকে এবং তাদের শিকারের অপেক্ষা করে। অতএব, যদি আপনার বাড়ির আসে পাশে এই গাছটি থাকে, তাহলে জানালা এবং দরজা বন্ধ করতে ভুলবেন না।
advertisement
12/12
এছাড়াও সাপ লেবু এবং কমলা গাছেও বেয়ে ওঠে। কারণ পোকামাকড় এবং ইঁদুর এই ফলগুলি খাওয়ার জন্য ঘুরে বেড়ায়। আর তাদের সন্ধানেই সাপ পিছু পিছু উঠে আসে। সাপও সেখানে জড়ো হয় তাদের খাওয়ার জন্য।
এছাড়াও সাপ লেবু এবং কমলা গাছেও বেয়ে ওঠে। কারণ পোকামাকড় এবং ইঁদুর এই ফলগুলি খাওয়ার জন্য ঘুরে বেড়ায়। আর তাদের সন্ধানেই সাপ পিছু পিছু উঠে আসে। সাপও সেখানে জড়ো হয় তাদের খাওয়ার জন্য।
advertisement
advertisement
advertisement