রাতে ঘুমাতে যেতেই হঠাৎ বালিশটা নড়তে শুরু করল..., পরমুহূর্তেই যা ঘটল, ভয়ঙ্কর!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Viral News: চরম গরমে নাজেহাল হাল মানুষের। সারাদিনের শেষে ক্লান্তিতে কখন বিছানায় শুতে যাব এমনটা যখন ভাবছেন তখনই যদি আপনার সঙ্গে এমন কিছু ঘটে যায় যা ভয়ঙ্কর, কী করবেন? সম্প্রতি এমনই ঘটনা ঘটেছে নাগপুরে। যা সোশ্যাল মিডিয়ায় রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে।
advertisement
বিছানার বালিশটা হঠাৎ নড়তে শুরু করেছে। কল্পনা করতেই নিশ্চয়ই ঠান্ডা স্রোত বয়ে যাচ্ছে মেরুদণ্ড দিয়ে? ঠিক তেমনই ঘটেছিল নাগপুরের একটি বাড়িতে। লোকটি শুতে যেতেই দেখলেন বিছানার বালিশটি হঠাৎ নড়তে শুরু করেছে। ভয় পেয়ে আলো জ্বালিয়ে বালিশ সরাতেই তাজ্জব। বালিশের নীচে সাক্ষাৎ মৃত্যু। AI Generated Representative Image
advertisement
advertisement
advertisement
ভাল করে লক্ষ্য করতে দেখা গেল বিছানার বালিশের নীচে একটা কেউটে সাপ। বিশ্বের সবচেয়ে বিপজ্জনক বিষাক্ত সাপগুলির মধ্যে একটি এই কোবরা। বালিশ চাপা দিয়ে খুব সাবধানে তৎক্ষণাৎ চেনাজানা সাপ ধরার লোকদের খবর দেন পঙ্কজ কুওয়ার। ছুটে আসেন পঙ্কজের বন্ধু আকাশ মেশরাম। তিনিই দক্ষ হাতে লাঠি দিয়ে সাপটিকে ধরে ফেলেন।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement