Viral Girl: যেন রূপকথা! ১১ বছর বয়সি মেয়ের মায়াবী চুল, সিঁথি বদলালেই বদলে যাচ্ছে রং...
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Viral Girl: কোনও হেয়ার ডাই বা কৃত্রিম উপায়ে নয়, চুলের রং বেলা পাল্টে ফেলতে পারে তাঁর সিঁথি বদলানোর সঙ্গে সঙ্গে।
advertisement
advertisement
বছর ১১-র বেলা হিলের মা জেনি হিল বলেন, তিনি যখন বেলার সঙ্গে রাস্তায় হাঁটেন, লোকেরা প্রায়শই তার চুল দেখে মুগ্ধ হন এবং জিজ্ঞাসা করেন, যে তিনি কি তাঁর মেয়ের চুল রং করান? যখন তাঁরা জানতে পারেন যে স্বাভাবিক উপায়েই রঙিন হয়ে ওঠে ছোট্ট এই বাস্তবের রূপকথার রেপুঞ্জেলের চুল, তাঁরা একেবারেই তাবিশ্বাস করতে পারেন না।
advertisement
নার্সিং অধ্যয়নরত ৩৫ বছর বয়সি জেনি বিশ্বাস করেন যে পোলিওসিসের কারণেই আসলে শিশুটির চুল এমন হয়েছে। এই অবস্থায় চুলের একটি নির্দিষ্ট অংশে পিগমেন্টেশনের অভাব দেখা দেয়। এটি বেলার জন্মচিহ্ন হিসাবেই স্বীকৃত ছিল। তবে এই শারীরিক বিশেষত্ব তার শরীরের জন্য কোনও বিপদ ডেকে আনেনি। শুধুমাত্র চুলের রঙ বদলায় এই মেয়ের আর তাতেই অন্যদের চেয়ে আলাদাভাবে চোখে পরে যায় একরত্তি মেয়ে।
advertisement
advertisement
গ্রীষ্মে, বেলার চুলের অন্ধকার দিকটি সোনালি দেখাতে শুরু করে। হালকা হয়ে যায় রং। পরে সেই রং পাল্টে বরফ রঙে পরিণত হয়। দেখে মনে হয় যেন চুলের ওই অংশটি ব্লিচ করা হয়েছে। শিশুকন্যা বেলায় কিন্তু এই স্টাইল স্টেটমেন্ট বেশ উপভোগ করছে। নানা পোশাক ও নতুন নতুন হেয়ার স্টাইলে তার বর্ণময় চুল আরও আকর্ষণীয় করে তোলে এই বিশেষ কন্যা।