Viral Millionaire Model: ২০ বছর বয়স, ভিডিও করেই বছরে আয় ৩৬৭ কোটি! দিনে ১ কোটির বেশি, চেনেন এই মডেলকে?

Last Updated:
Viral Model earns 367 crore: এখন ভিডিও করে বিভিন্ন উপায় রোজগার করা যায়। কখনও ইউটিউবে ভিডিও করে বা কখনো ফেসবুকে ভিডিও! তেমনই এক মডেল হলেন সোফি রেইন। নিজের রোজগারের প্রমাণ স্বরূপ একটি স্ক্রিনশট তিনি এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন।
1/5
এখন ভিডিও করে বিভিন্ন উপায় রোজগার করা যায়। কখনও ইউটিউবে ভিডিও করে বা কখনো ফেসবুকে ভিডিও! মানুষ দেখলে বা জনপ্রিয় হলে বা পয়সা দিয়ে সাবস্ক্রাইব করলে সেই ভিডিও থেকে রোজগার হয়ে থাকে মডেলদের এবং অন্যান্য চ্যানেলেরও।
এখন ভিডিও করে বিভিন্ন উপায় রোজগার করা যায়। কখনও ইউটিউবে ভিডিও করে বা কখনো ফেসবুকে ভিডিও! মানুষ দেখলে বা জনপ্রিয় হলে বা পয়সা দিয়ে সাবস্ক্রাইব করলে সেই ভিডিও থেকে রোজগার হয়ে থাকে মডেলদের এবং অন্যান্য চ্যানেলেরও।
advertisement
2/5
কিন্তু আবার বিশেষ বিশেষ ভিডিওর জন্য রয়েছে বিশেষ চ্যানেল। তাতে পটু বিভিন্ন মডেল। তেমনি একটি সাইট হল OnlyFans। প্রাপ্তবয়স্কদের জন্য বিভিন্ন মডেলের ভিডিও পাওয়া যায় এই OnlyFans ওয়েবসাইটে। এই প্লাটফর্ম থেকে ভিডিও করে প্রচুর মডেলই রোজগার করছেন কোটি টাকা। প্রতীকী ছবি।
কিন্তু আবার বিশেষ বিশেষ ভিডিওর জন্য রয়েছে বিশেষ চ্যানেল। তাতে পটু বিভিন্ন মডেল। তেমনি একটি সাইট হল OnlyFans। প্রাপ্তবয়স্কদের জন্য বিভিন্ন মডেলের ভিডিও পাওয়া যায় এই OnlyFans ওয়েবসাইটে। এই প্লাটফর্ম থেকে ভিডিও করে প্রচুর মডেলই রোজগার করছেন কোটি টাকা। প্রতীকী ছবি।
advertisement
3/5
তেমনই এক মডেল হলেন সোফি রেইন। নিজের রোজগারের প্রমাণ স্বরূপ একটি স্ক্রিনশট তিনি এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন। এখানে ২৮ নভেম্বর ২০২৩ থেকে ২৮ নভেম্বর ২০২৪ পর্যন্ত তাঁর আয়ের স্ক্রিনশট রয়েছে। যার পরিমাণ ৪ কোটি ৩৪ লক্ষ ৭৭ হাজার ৬৯৫ কোটি মার্কিন ডলার। (Image: X/SophieRain)
তেমনই এক মডেল হলেন সোফি রেইন। নিজের রোজগারের প্রমাণ স্বরূপ একটি স্ক্রিনশট তিনি এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন। এখানে ২৮ নভেম্বর ২০২৩ থেকে ২৮ নভেম্বর ২০২৪ পর্যন্ত তাঁর আয়ের স্ক্রিনশট রয়েছে। যার পরিমাণ ৪ কোটি ৩৪ লক্ষ ৭৭ হাজার ৬৯৫ কোটি মার্কিন ডলার। (Image: X/SophieRain)
advertisement
4/5
ভারতীয় মুদ্রায় যা দাঁড়ায় ৩৬৭ কোটি টাকা। ২০ বছর বয়সি এই মডেলের রোজগার দেখে চমকে যাবেন তাবড় তাবড় বডিউডি সেলেব্রেটিরাও। (Image: X/SophieRain)
ভারতীয় মুদ্রায় যা দাঁড়ায় ৩৬৭ কোটি টাকা। ২০ বছর বয়সি এই মডেলের রোজগার দেখে চমকে যাবেন তাবড় তাবড় বডিউডি সেলেব্রেটিরাও। (Image: X/SophieRain)
advertisement
5/5
অনেক কষ্ট করে নিজের পায়ে দাঁড়িয়েছেন এমনটাই দাবি সোফির। পাশাপাশি, নিজের বাবার একটি রেস্তোরাঁ আছে, সেটি চালাতে যাতে সমস্যা না হয় সেই জন্য বাবাকেও আর্থিকভাবে সাহায্য করেন সোফি। বর্তমানে পাঁচ কোটির বেশি ইনস্টাগ্রাম ফলোয়ার এবং আড়াই কোটির বেশি এক্সে ফলোয়ার আছে তাঁর। (Image: X/SophieRain)
অনেক কষ্ট করে নিজের পায়ে দাঁড়িয়েছেন এমনটাই দাবি সোফির। পাশাপাশি, নিজের বাবার একটি রেস্তোরাঁ আছে, সেটি চালাতে যাতে সমস্যা না হয় সেই জন্য বাবাকেও আর্থিকভাবে সাহায্য করেন সোফি। বর্তমানে পাঁচ কোটির বেশি ইনস্টাগ্রাম ফলোয়ার এবং আড়াই কোটির বেশি এক্সে ফলোয়ার আছে তাঁর। (Image: X/SophieRain)
advertisement
advertisement
advertisement