Unlucky 13: কেন ১৩ সংখ্যাকে অপয়া-অশুভ ধরা হয়? কীভাবে শুরু হল এই সংস্কার? এর পিছনের ইতিহাস জানেন? পড়ুন
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
অনেকগুলি ঘটনা ঘটার পর ১৩ সংখ্যাটিকে গোটা বিশ্বে অপয়া-অমঙ্গলজনক ধরা হয়, কী কী ঘটনা? পড়ুন
advertisement
advertisement
লাস্ট সাপার (যিশুর শেষ খাবার গ্রহণের রাত্রি)-এ ১৩ জন মানুষ ছিলেন এবং কথিত আছে যে ১৩ তম আসন গ্রহণের জন্য যিশু অথবা জুডাস (যিশুকে হত্যার ষড়যন্ত্রকারী) নিজে আগ্রহী ছিলেন। কেউ কেউ মনে করেন লাস্ট সাপার গ্রহণ করা হয়েছিল নিসান মাসের ১৩ তারিখে। নিসান হলো ইহুদী ক্যালেন্ডারের একটি মাস। আর কেউ কেউ বলেন ক্রুসবিদ্ধকরণের তারিখ-ও ছিল ১৩ নিসান।
advertisement
পুরোনো কুসংস্কারে প্রচলিত আছে যে আপনার নামে যদি ১৩ অক্ষর থাকে, তবে আপনি অভিশপ্ত হতে বাধ্য। অভিত্তিকর শোনালেও বেশ কয়েকটি কুখ্যাত খুনীদের নাম যেমন, চার্লস ম্যানসন (Charles Manson), জ্যাক দ্য রিপার (Jack the Ripper), জেফরি দামের (Jeffrey Dahmer), থেডর বানডি (Theodore Bundy) এবং আলবার্ট ডি স্যালভো (Albert De Salvo) ১৩ অক্ষর ধারণ করে।
advertisement
advertisement
advertisement
advertisement