গুগল ম্যাপের ফাঁদে! তাজমহল দেখতে এসে থানায়...! বাজেয়াপ্ত গাড়ি, কেন জরিমানা হল তিন পর্যটকের?
- Published by:Tias Banerjee
Last Updated:
Taj Mahal Visit: গুগল ম্যাপের সাহায্যে মানুষ আজকাল খুব সহজেই পৌঁছে যায় গন্তব্যে। কিন্তু কখনও কখনও এই গুগল ম্যাপ এমনভাবে বিভ্রান্ত করে যে চোখ কপালে উঠতে বাধ্য। এবার তেমনই এক ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হলেন দুই বোন।
advertisement
আগে যদি কাউকে অচেনা কোনও জায়গায় যেতে হতো, তাহলে পথচারীদের কাছ থেকে দিকনির্দেশ নিতে হতো। বহুবার ভুল পথও বলে দিত কেউ কেউ। ফলে গন্তব্যে পৌঁছনো হয়ে উঠত কঠিন। কিন্তু গুগল ম্যাপ সেই সমস্যার সমাধান করেছে অনেকাংশে। বিশ্বের যেকোনও প্রান্তে ইন্টারনেট থাকলেই ম্যাপ ধরে পৌঁছে যাওয়া যায় ঠিকানায়। তবে প্রযুক্তি কখনও কখনও বিশ্বাসঘাতকতা করে, আর তার ফল হতে পারে মারাত্মক।
advertisement
advertisement
advertisement
তাজ সিকিউরিটির এসিপি সৈয়দ আরিব আহমেদের বক্তব্য, গাড়িটি চালাচ্ছিলেন এক তরুণী। তাঁর সঙ্গে ছিলেন বোন ও এক যুবক। গলফ কার্ট ছাড়া কোনও গাড়ি সেই এলাকায় ঢুকতে পারে না। কিন্তু গুগল ম্যাপের ভুল নির্দেশনায় তাঁরা ব্যারিয়ার পেরিয়ে ঢুকে পড়েন। পুলিশ তাঁদের ঘিরে ফেলে, এবং তাঁরা আচরণে অসংযত হয়ে ওঠেন। (Representative Image: AI)
advertisement
সূত্রের খবর, গুগল ম্যাপের ভরসায় গাড়ি চালিয়ে চলে এসেছিলেন অমর বিলাস ব্যারিয়ার পেরিয়ে, যেখানে যান চলাচল নিষিদ্ধ। এই ‘ইয়েলো জোন’-এ রয়েছে কড়া নিরাপত্তা। ফলে PAC ও পুলিশ তাঁদের তৎক্ষণাৎ ঘিরে ফেলে। আটক হওয়ার পর তিনজনই পুলিশের সঙ্গে দুর্ব্যবহার করেন, এমনকি মদ্যপ অবস্থায় ছিলেন বলেও জানা গিয়েছে। (Representative Image: AI)
advertisement
তাজ সিকিউরিটির এসিপি সৈয়দ আরিব আহমেদ জানান, গাড়ি চালাচ্ছিলেন নিকিতা সিং, সঙ্গে ছিলেন বোন তনিশ্কা ভাটি (দুজনেই নয়ডা সেক্টর ৭৩-এর বাসিন্দা) এবং তাঁদের সঙ্গী শিবম চৌধুরি (টুকামিরপুর, দিল্লি)। তাঁরা দাবি করেন, তাঁরা তো শুধুই তাজমহল দেখতে এসেছিলেন। কিন্তু গাড়ির রুট এবং আচরণ— দুই-ই আইনবিরোধী ছিল। (Representative Image: AI)
advertisement
advertisement