Most Google Search In October: অক্টোবর মাসে ইন্টারনেটে সবচেয়ে বেশি সার্চ কোন ৩ বিষয়? মাস শেষে দেশের সার্চ হিস্ট্রি দেখলে মাথা ঘুরে যাবে....
- Published by:Debolina Adhikari
- news18 bangla
Last Updated:
এই ইন্টারনেটের সার্চ হিস্ট্রি এক এক জনের এক এক রকমের হয়ে থাকে৷ জানেন কি গোটা মাস জুড়ে কোন দেশের বাসিন্দারা কী সার্চ করেছেন? এবার সেই তালিকাই সামনে এল৷
advertisement
advertisement
রতন টাটা: ৯ অক্টোবর প্রয়াত হয়েছিলেন ভারতের শিল্প মহলের মহীরুহ৷ সারা দেশের বিশিষ্ট ব্যক্তিরা তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন৷ সমীক্ষার তথ্য থেকে জানা যাচ্ছে অক্টোবর মাসে গুগল জুড়ে বারবার সার্চ হয়েছে রতন টাটার নাম৷ টাটা সন্সের চেয়ারম্যান, তাঁর জীবনযাপন, তাঁর প্রেম, তাঁর সম্পত্তি প্রভৃতি সংক্রান্ত একাধিক বিষয়ে নিয়ে বার বার সার্চ করা হয়েছে৷
advertisement
ভারতীয় মহিলা ক্রিকেট দল:আন্তর্জাতিক মঞ্চে তাঁদের দুর্দান্ত পারফরম্যান্স জনসাধারণের মনোযোগ কেড়েছে৷ অক্টোবর মাসে ভারতীয় মহিলা ক্রিকেট দল নিয়ে বহু বার সার্চ করা হয়েছিল৷ শুধু তাই নয়, ইতিবাচক দিক হল, শুধু সার্চ নয়, মহিলাদের সামগ্রিক খেলাধূলার প্রতিই দেশের মানুষের আগ্রহ বৃদ্ধি বাড়ছে৷ (Photo Courtesy- AP)
advertisement
advertisement