Tourism: হাতের কাছেই রয়েছে হিমালয়ের চেয়েও ৫০০ কোটি বছর পুরনো পাহাড়ের সারি! গেলে মুগ্ধ হবেন

Last Updated:
Tourism: আদি মানবের পায়ের ছাপও উদ্ধার হয়েছে। কার্বন ডেটিং করে পাহাড়গুলির বয়স নির্ধারণ করে দেখা গেছে যখন হিমালয় টেথিস সাগরের তলায় জন্মও নেয়নি, তখন এই পাহাড় তৈরি হয়ে গিয়েছিল।
1/5
হিমালয় পর্বতের প্রাচীনত্বকেও হেলায় ছাপিয়ে গেল এ দেশের এক পাহাড়ের সারি। তাও এই বাংলার খুব কাছেই রয়েছে সার দেওয়া সেই পাহাড়। হিমালয়ের খুব কাছেই এই ভারতেই রয়েছে এমন এক পাহাড়ের সারি যা হিমালয়ের চেয়ে ৫০০ কোটি বছর পুরনো।
হিমালয় পর্বতের প্রাচীনত্বকেও হেলায় ছাপিয়ে গেল এ দেশের এক পাহাড়ের সারি। তাও এই বাংলার খুব কাছেই রয়েছে সার দেওয়া সেই পাহাড়। হিমালয়ের খুব কাছেই এই ভারতেই রয়েছে এমন এক পাহাড়ের সারি যা হিমালয়ের চেয়ে ৫০০ কোটি বছর পুরনো।
advertisement
2/5
সেখানে আদি মানবের পায়ের ছাপও উদ্ধার হয়েছে। কার্বন ডেটিং করে পাহাড়গুলির বয়স নির্ধারণ করে দেখা গেছে যখন হিমালয় টেথিস সাগরের তলায় জন্মও নেয়নি, তখন এই পাহাড় তৈরি হয়ে গিয়েছিল। সেখানে প্রাণী ও গাছের জীবাশ্মও এই দাবির পক্ষেই কথা বলছে।
সেখানে আদি মানবের পায়ের ছাপও উদ্ধার হয়েছে। কার্বন ডেটিং করে পাহাড়গুলির বয়স নির্ধারণ করে দেখা গেছে যখন হিমালয় টেথিস সাগরের তলায় জন্মও নেয়নি, তখন এই পাহাড় তৈরি হয়ে গিয়েছিল। সেখানে প্রাণী ও গাছের জীবাশ্মও এই দাবির পক্ষেই কথা বলছে।
advertisement
3/5
জায়গাটি কোথায় জানেন? ঝাড়খণ্ডের রাজমহল এলাকার পাহাড়ের সারিতে নানা খোঁজ চালিয়ে বিজ্ঞানীরা জানান, ঝাড়খণ্ডের এই পাহাড় সারি হিমালয়ের চেয়ে ৫০০ কোটি বছর আগে তৈরি হয়েছিল।
জায়গাটি কোথায় জানেন? ঝাড়খণ্ডের রাজমহল এলাকার পাহাড়ের সারিতে নানা খোঁজ চালিয়ে বিজ্ঞানীরা জানান, ঝাড়খণ্ডের এই পাহাড় সারি হিমালয়ের চেয়ে ৫০০ কোটি বছর আগে তৈরি হয়েছিল।
advertisement
4/5
দুমকার একটি পাহাড়ে আদিম মানবের পায়ের ছাপও পাওয়া গিয়েছে বলেও দাবি করেছেন প্রত্নতত্ত্ববিদ অনুপ কুমার বাজপেয়ী। তাঁর মতে, শুধু আদি মানবের পায়ের ছাপ বলেই নয়, সেখানে হরিণের খুরের ছাপ, নানা মাছের জীবাশ্মও উদ্ধার হয়েছে।
দুমকার একটি পাহাড়ে আদিম মানবের পায়ের ছাপও পাওয়া গিয়েছে বলেও দাবি করেছেন প্রত্নতত্ত্ববিদ অনুপ কুমার বাজপেয়ী। তাঁর মতে, শুধু আদি মানবের পায়ের ছাপ বলেই নয়, সেখানে হরিণের খুরের ছাপ, নানা মাছের জীবাশ্মও উদ্ধার হয়েছে।
advertisement
5/5
যা দেখতে বহু পর্যটক ছুটছেন। হিমালয়ের চেয়েও ৫০০ কোটি বছর পুরনো পাহাড়ের সারি কিন্তু হিমালয়ের কাছেই পাওয়া গেল। এখন ঝাড়খণ্ডে নতুন দ্রষ্টব্য হয়েছে ওই আদি মানবের পায়ের ছাপ।
যা দেখতে বহু পর্যটক ছুটছেন। হিমালয়ের চেয়েও ৫০০ কোটি বছর পুরনো পাহাড়ের সারি কিন্তু হিমালয়ের কাছেই পাওয়া গেল। এখন ঝাড়খণ্ডে নতুন দ্রষ্টব্য হয়েছে ওই আদি মানবের পায়ের ছাপ।
advertisement
advertisement
advertisement