মোবাইল ফোনে 'প্রাপ্তবয়স্ক ভিডিও' দেখেন? আপনার জন্য বড় খবর! না জানলে ভয়ঙ্কর বিপদে পড়বেন
- Published by:Tias Banerjee
Last Updated:
ফাঁক পেলেই 'প্রাপ্তবয়স্ক ভিডিও' দেখেন? মোবাইলে? তাহলে এই খবরটা আপনার জন্য রীতিমতো বড়সড় সতর্কবার্তা!
advertisement
advertisement
বর্তমান ডিজিটাল যুগে সাইবার অপরাধের ধরন পাল্টে যাচ্ছে। এখনকার প্রতারক চক্রগুলি মানুষের মানসিক দুর্বলতা ও ভয়কে অস্ত্র করে তোলা আদায় করছে। নতুন ধরনের এক প্রতারণার কৌশল সামনে এসেছে, যেখানে লোকজনকে মিথ্যা অভিযোগ দেখিয়ে ভয় দেখিয়ে অর্থ আদায় করা হচ্ছে। বলা হচ্ছে, "আপনি চাইল্ড পর্নোগ্রাফি দেখছেন", অথবা, "আপনি মাদক ও মানি লন্ডারিং কাণ্ডে জড়িত।"
advertisement
সম্প্রতি এমন একাধিক ঘটনার অভিযোগ উঠেছে। একটি ঘটনায় এলবি নগরের এক যুবকের কাছে হোয়াটসঅ্যাপে একটি ভুয়ো চিঠি পাঠানো হয়। সেখানে লেখা ছিল, “আমরা আপনার আইপি অ্যাড্রেস চিহ্নিত করেছি। আপনি চাইল্ড পর্নোগ্রাফি দেখেছেন। সাইবার ল্যাবে আপনার নামে মামলা রুজু হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে উত্তর না দিলে দিল্লি পুলিশ আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেবে।”
advertisement
চিঠিটি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নাম করে পাঠানো হয়েছিল। ওই যুবক প্রথমে আতঙ্কিত হয়ে পড়েন। কিন্তু কিছু সময় পর বিষয়টি নিয়ে নিজেই ভাবনা-চিন্তা করে বুঝতে পারেন, এটি একটি প্রতারণা। কারণ তিনি নিজে এমন কোনো ভিডিও দেখেন না। পরে তিনি পুলিশে অভিযোগ জানান। পুলিশ তদন্ত করে জানায়, এটি একটি সাইবার প্রতারক চক্রের কাজ।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement