সাপের চেয়ে বেজির বিষ কী বেশি? ছোবল খেয়েও সাপকে কী ভাবে বার বার হারিয়ে দেয়? ‘সাপে নেউলে’ শত্রুতার পিছনে কোন বিজ্ঞান?
- Published by:Tias Banerjee
Last Updated:
Snake Bite: মানুষ ভয়ে কাঁটা! কিন্তু ওইটুকু এক বেজি (Mongoose) কী ভাবে সাপের মুখোমুখি হয়ে বারবার জয়ী হয়, তা ভাবলে বিস্ময় জাগে। কিন্তু বিজ্ঞান কী বলে? নেউল (বেজি) আর সাপের লড়াই—এই দৃশ্য বহু মানুষকে রোমাঞ্চিত করেছে।
advertisement
কেবল লোককথা বা হরিণে হাঁ করে চাওয়া ভিডিও নয়, প্রকৃতি নিজেই যেন এক দারুণ থ্রিলার লিখে ফেলেছে এই দ্বন্দ্ব নিয়ে। এ যেন প্রকৃতির বুকে রোজ লেখা হচ্ছে ‘ডেভিড বনাম গলিয়াথ’-এর এক আধুনিক অধ্যায়। যেখানে ক্ষুদে বেজি, অর্থাৎ নেউল, পরপর ধাক্কা মারে সাপের অহংকারে। কী এমন রহস্য আছে তার শরীরে? কেন বারবার পরাস্ত হয় বিষধর সরীসৃপ?
advertisement
advertisement
১. সাপের বিষ সাধারণত নিউরোটক্সিন, যা মুহূর্তে পক্ষাঘাত ঘটাতে পারে। কিন্তু নেউলের শরীরে থাকে এক ধরনের গ্লাইকোপ্রোটিন, যা ওই নিউরোটক্সিনকে নিষ্ক্রিয় করে দেয় অনেকাংশে। মানে, সাপ ছোবল মারলেও ততটা ক্ষতি হয় না। যদিও একেবারেই অমর নয় নেউল—ভীষণ বেশি বিষ ঢুকলে তারও মৃত্যু হতে পারে। কিন্তু সাধারণত যেটুকু ছোবল, তা সে হজম করে নেয় চাটনির মতো!
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
সাপে নেউলে শত্রুতা শুধুই লোকগাথা নয়, এটি এক আদিম জীবনীযুদ্ধের প্রতিচ্ছবি—প্রাণ বাঁচানোর, শিকার ধরার, আর বিবর্তনের চরম উদাহরণ। আজও কোনও জঙ্গলে, কোনও ঝোপের আড়ালে এই লড়াই হয়তো চলছে—নীরবে, রুদ্ধশ্বাসে। সেখানেই প্রকৃতি লিখে চলেছে সাহস, প্রতিক্রিয়া আর বেঁচে থাকার এক অনবদ্য কাব্য, যার নাম ‘সাপে নেউলে’।