General knowledge: রূপে সবাই মুগ্ধ হয়, নিজের সন্তানদেরই মৃত্যু মুখে ঠেলে দেয় এই পাখী! নামটা জানেন?

Last Updated:
নিজের সন্তানদের মধ্যেই ভেদাভেদ করতে শুরু করে এই পাখী৷
1/7
পৃথিবীতে অনেক প্রাণীই নিজেদের সন্তানদের যত্ন নেয় না৷ অনেক প্রাণী তো নিজের সন্তানকেই খেয়ে ফেলে৷ সেরকমই এক প্রজাতির পাখি রয়েছে, যারা নিজেদের সন্তানের মধ্যেই ভেদাভেদ করে৷ যার জেরে ছোট অবস্থাতেই মৃত্যু হয় ওই পাখির ছানাদের৷
পৃথিবীতে অনেক প্রাণীই নিজেদের সন্তানদের যত্ন নেয় না৷ অনেক প্রাণী তো নিজের সন্তানকেই খেয়ে ফেলে৷ সেরকমই এক প্রজাতির পাখি রয়েছে, যারা নিজেদের সন্তানের মধ্যেই ভেদাভেদ করে৷ যার জেরে ছোট অবস্থাতেই মৃত্যু হয় ওই পাখির ছানাদের৷
advertisement
2/7
এই পাখিটির নাম হল স্কার্লেট ম্যাকাও, যা লাল ম্যাকাও হিসেবে পরিচিত৷ শরীরে রামধনুর সাত রংয়ের পালক থাকা অপূর্ব সুন্দর দেখতে এই পাখি কিন্তু খুবই বিশ্বস্ত এবং সহজে পোষ মানে৷ কিন্তু নিজেদের সন্তানের মধ্যেই ভেদাভেদ করে তারা৷
এই পাখিটির নাম হল স্কার্লেট ম্যাকাও, যা লাল ম্যাকাও হিসেবে পরিচিত৷ শরীরে রামধনুর সাত রংয়ের পালক থাকা অপূর্ব সুন্দর দেখতে এই পাখি কিন্তু খুবই বিশ্বস্ত এবং সহজে পোষ মানে৷ কিন্তু নিজেদের সন্তানের মধ্যেই ভেদাভেদ করে তারা৷
advertisement
3/7
ম্যাকাওদের এই আচরণের পিছনে কী কারণ রয়েছে, তা খুঁজে বের করতে গবেষণাও শুরু হয়েছে৷ কারণ এই প্রবণতার জন্য ম্যাকাওয়ের এই প্রজাতি অস্তিত্ব সঙ্কটেও পড়তে পারে৷
ম্যাকাওদের এই আচরণের পিছনে কী কারণ রয়েছে, তা খুঁজে বের করতে গবেষণাও শুরু হয়েছে৷ কারণ এই প্রবণতার জন্য ম্যাকাওয়ের এই প্রজাতি অস্তিত্ব সঙ্কটেও পড়তে পারে৷
advertisement
4/7
আমেরিকার টেক্সাসের একটি ভেটেনারি কলেজের কয়েকজন গবেষক ম্যাকাওদের এই আচরণের কারণ খুঁজে বের করার চেষ্টা করেন৷ তাতেই চমকে দেওয়ার মতো তথ্য উঠে এসেছে৷
আমেরিকার টেক্সাসের একটি ভেটেনারি কলেজের কয়েকজন গবেষক ম্যাকাওদের এই আচরণের কারণ খুঁজে বের করার চেষ্টা করেন৷ তাতেই চমকে দেওয়ার মতো তথ্য উঠে এসেছে৷
advertisement
5/7
গবেষণায় উঠে এসেছে, স্কারলেট ম্যাকাওরা ডিম ফুটে বাচ্চা বেরনোর পর প্রথম একটি অথবা দুটি বাচ্চার ঠিকঠাক যত্ন করে৷ কিন্তু সবথেকে ছোট বাচ্চাটির একেবারেই যত্ন নেয় না তারা৷ দেয় না খাবারও৷
গবেষণায় উঠে এসেছে, স্কারলেট ম্যাকাওরা ডিম ফুটে বাচ্চা বেরনোর পর প্রথম একটি অথবা দুটি বাচ্চার ঠিকঠাক যত্ন করে৷ কিন্তু সবথেকে ছোট বাচ্চাটির একেবারেই যত্ন নেয় না তারা৷ দেয় না খাবারও৷
advertisement
6/7
আরও জানা গিয়েছে, ম্যাকাওদের এই আচরণের পিছনে তাদের ডিম পাড়ার ধরনও একটি অন্যতম কারণ৷ ম্যাকাওরা সাধারণত একসঙ্গে সব ডিম পাড়ে না৷ ফলে সব বাচ্চাও একসঙ্গে ডিম ফুটে বেরোয় না, ছানাদের মধ্যে কয়েকদিনের তফাৎ থাকে৷
আরও জানা গিয়েছে, ম্যাকাওদের এই আচরণের পিছনে তাদের ডিম পাড়ার ধরনও একটি অন্যতম কারণ৷ ম্যাকাওরা সাধারণত একসঙ্গে সব ডিম পাড়ে না৷ ফলে সব বাচ্চাও একসঙ্গে ডিম ফুটে বেরোয় না, ছানাদের মধ্যে কয়েকদিনের তফাৎ থাকে৷
advertisement
7/7
গবেষকদের মতে, সম্ভবত এই কারণেই ছানাদের লালন পালন এবং যত্ন নেওয়ার ক্ষেত্রে ম্যাকাওরা ভেদাভেদ করতে শুরু করে৷ ভয়াবহ উপেক্ষার শিকার হয় সবথেকে ছোট শিশুটি৷
গবেষকদের মতে, সম্ভবত এই কারণেই ছানাদের লালন পালন এবং যত্ন নেওয়ার ক্ষেত্রে ম্যাকাওরা ভেদাভেদ করতে শুরু করে৷ ভয়াবহ উপেক্ষার শিকার হয় সবথেকে ছোট শিশুটি৷
advertisement
advertisement
advertisement