হাতে কিন্তু আর সময় নেই! বোন বা দিদিকে কী উপহার দেবেন ভেবে পাচ্ছেন না? রইল চার মোক্ষম 'গিফট অপশন'
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
তবে কী উপহার দিলে মুখে হাসি ফুটবে উল্টো দিকের মানুষটির, তা বোঝা শক্ত। হাতে খুব বেশি সময় নেই। বোনের জন্য কী কী রাখতে পারেন উপহারের তালিকায়, রইল তার হদিশ।
বাঙালির অন্যতম একটি উৎসব হল রাখিবন্ধন। সারা বছর ভাইবোনের সঙ্গে খুনসুটি এক সুতোয় বেঁধে নেওয়ার দিন হল রাখিপূর্ণিমা। অন্য সময়ে ঝগড়া করলেও এই বিশেষ দিনটির জন্য অপেক্ষা করে থাকেন প্রায় সকলেই। বাঙালির উৎসব মানেই ভূরিভোজের একটা বিশাল পর্ব থাকে। সঙ্গে উপহার বিনিময়ও। তবে কী উপহার দিলে মুখে হাসি ফুটবে উল্টো দিকের মানুষটির, তা বোঝা শক্ত। হাতে খুব বেশি সময় নেই। বোনের জন্য কী কী রাখতে পারেন উপহারের তালিকায়, রইল তার হদিশ।
advertisement
advertisement
advertisement
স্মার্ট হোম অ্যাসিস্ট্যান্ট: "অ্যালেক্সা"— এক ডাকে সাড়া দেওয়া এই ‘হোম অ্যাসিস্ট্যান্ট’-এর পরিচিতি গোটা বিশ্বে ছড়িয়ে আছে। বিভিন্ন কাজ অত্যন্ত সহজে করে দেওয়ায় ‘অ্যালেক্সা’ বন্ধু হয়ে উঠতে পারে যে কোনও মানুষের। বহু মুশকিল সহজেই আসান করে দেয় এই বৈদ্যুতিন যন্ত্র। রাখিতে বোনকে ‘হোম অ্যাসিস্ট্যান্ট’ উপহার দিয়ে চমকে দিতেই পারেন।
advertisement