তাঁর সেবাতেই জীবনের সমস্ত অপূর্ণ আশা পূরণ হতে পারে ৷ বজরঙ্গবলির শক্তিতেই জীবন থেকে দুর্বলতা দূর হয়ে থাকে ৷ কাউকে ধর্মভীরু করে তোলাটা উদ্দেশ্য নয়, নিউজ 18 বাংলা সমর্থনও করেনা ৷ যাঁরা বিশ্বাস করেন তাঁদের জন্যই এই প্রয়াস ৷ কেননা বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর ৷