কোন পোকার ডাক শুনে তাপমাত্রা মাপা যায়, রইল অবাক করা তথ্য
- Published by:Sudip Paul
Last Updated:
তাপমাত্রা মাপার জন্য বর্তমান সময়ে নানা ব্যবস্থা রয়েছে। তবে আমাদের অনেকেরই অজানা প্রকৃতিতে এমন এক প্রাণী আছে, যার ডাক শুনেই তাপমাত্রা মাপা যায়। যা জানলে অবাক হবেন আপনিও।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
প্রায় ১২৫ বছর আগে, ১৮৯৭ সালে ঝিঁঝিঁ পোকার ডাককে কাজে লাগিয়ে এ বিষয়ে প্রথম একটি সমীকরণ প্রকাশ করেন ডলবিয়ার। সমীকরণটি ব্যবহার করে মিনিটে একটি ঝিঁঝিঁ পোকা কতবার ঝিঁঝিঁ ডাকলো, তার মান বসিয়ে সহজেই ফারেনহাইট স্কেলে সম্ভাব্য তাপমাত্রা বের করা যায়। ওই বিজ্ঞানীর নামানুসারে এই সমীকরণকে বলা হয় ডলবিয়ার'স ল বা ডলবিয়ারের সূত্র। সূত্রটা এরকম: T=50+[(N-40)/4]
advertisement
advertisement
advertisement
প্রজাতিভেদে ঝিঁঝিঁ পোকার ডাকের হার বাড়ে বা কমে। ফলে সব জায়গায় এই সমীকরণ ব্যবহার করা যায় না। যার জন্য আরও কয়েকজন বিজ্ঞানী নতুন কয়েকটি সমীকরণ দাঁড় করিয়েছেন৷ যেমন ওয়িক্যান্টাস ফুল্টনি (Oecanthus fultoni) প্রজাতির ঝিঁঝিঁ পোকার মাধ্যমে তাপমাত্রা বের করতে চাইলে ব্যবহার করতে হবে এই T=50+[(N-92)/4.7] সূত্রটি। আরেক প্রজাতির ঝিঁঝিঁ পোকার সাহায্যে তাপমাত্রা মাপতে চাইলে T=60+[(N-19)/3] সূত্রটি ব্যবহার করতে হবে।