স্বামী বিবেকানন্দের এই ১০ বাণী বদলে দিতে পারে আপনার জীবন

Last Updated:
1/15
১২ জানুয়ারি ১৮৬৩ সাল ৷ কলকাতার এক উচ্চবিত্ত বাঙালি পরিবারে জন্ম হয় নরেন্দ্রনাথ দত্তের ৷ ছোটবেলা থেকেই আধ্যাত্মিকতার প্রতি তিনি আকর্ষিত হতেন ৷ শিব, রাম, সীতা ও মহাবীর হনুমানের মূর্তির সামনে তিনি প্রায়শই ধ্যানে বসতেন তাঁর গুরু ছিলেন রামকৃষ্ণ দেব ৷ মানুষের সেবা করলেই তা ঈশ্বরের সেবার সমান ৷
১২ জানুয়ারি ১৮৬৩ সাল ৷ কলকাতার এক উচ্চবিত্ত বাঙালি পরিবারে জন্ম হয় নরেন্দ্রনাথ দত্তের ৷ ছোটবেলা থেকেই আধ্যাত্মিকতার প্রতি তিনি আকর্ষিত হতেন ৷ শিব, রাম, সীতা ও মহাবীর হনুমানের মূর্তির সামনে তিনি প্রায়শই ধ্যানে বসতেন তাঁর গুরু ছিলেন রামকৃষ্ণ দেব ৷ মানুষের সেবা করলেই তা ঈশ্বরের সেবার সমান ৷
advertisement
2/15
উত্তর কলকাতার এক কায়স্থ দত্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন ৷ তাঁর বাবা বিশ্বনাথ দত্ত ছিলেন কলকাতা উচ্চ আদালতের একজন আইনজীবি ৷
উত্তর কলকাতার এক কায়স্থ দত্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন ৷ তাঁর বাবা বিশ্বনাথ দত্ত ছিলেন কলকাতা উচ্চ আদালতের একজন আইনজীবি ৷
advertisement
3/15
 ১৮৯৭ সালের ১মে ৷ কলকাতায় বিবেকানন্দ প্রতিষ্ঠা করেন ধর্ম প্রচারের সংগঠন ‘রামকৃষ্ণ মঠ’ এবং সামাজিক কাজের জন্য ‘রামকৃষ্ণ মিশন’ ৷ যা ছিল শিক্ষামূলক, সাংস্কৃতিক, চিকিৎসা-সংক্রান্ত এবং দাতব্য কাজের মধ্য দিয়ে জনগণকে সাহায্য করার এক সামাজিক-ধর্মীয় আন্দোলনের সূচনা ৷
১৮৯৭ সালের ১মে ৷ কলকাতায় বিবেকানন্দ প্রতিষ্ঠা করেন ধর্ম প্রচারের সংগঠন ‘রামকৃষ্ণ মঠ’ এবং সামাজিক কাজের জন্য ‘রামকৃষ্ণ মিশন’ ৷ যা ছিল শিক্ষামূলক, সাংস্কৃতিক, চিকিৎসা-সংক্রান্ত এবং দাতব্য কাজের মধ্য দিয়ে জনগণকে সাহায্য করার এক সামাজিক-ধর্মীয় আন্দোলনের সূচনা ৷
advertisement
4/15
‘জীব হচ্ছে শিব ৷’ রামকৃষ্ণ দেবের কাছ থেকে এই শিক্ষাতেই বড় হয়েছেন বিবেকানন্দ ৷ পরবর্তীকালে, এটিই বিবেকানন্দের মন্ত্রে পরিণত হয় ৷ বিবেকানন্দ তাঁর শিষ্যদের পবিত্র, অস্বার্থপর হতে এবং শ্রদ্ধা বা বিশ্বাস যাতে থাকে সে উপদেশ দেন ৷
‘জীব হচ্ছে শিব ৷’ রামকৃষ্ণ দেবের কাছ থেকে এই শিক্ষাতেই বড় হয়েছেন বিবেকানন্দ ৷ পরবর্তীকালে, এটিই বিবেকানন্দের মন্ত্রে পরিণত হয় ৷ বিবেকানন্দ তাঁর শিষ্যদের পবিত্র, অস্বার্থপর হতে এবং শ্রদ্ধা বা বিশ্বাস যাতে থাকে সে উপদেশ দেন ৷
advertisement
5/15
এছাড়াও স্বামী বিবেকানন্দের বেশ কিছু বাণী যা আজকের দিনেও চরম প্রাসঙ্গিক ও অনুপ্রেরণামূলক ৷
এছাড়াও স্বামী বিবেকানন্দের বেশ কিছু বাণী যা আজকের দিনেও চরম প্রাসঙ্গিক ও অনুপ্রেরণামূলক ৷
advertisement
6/15
সত্য বলার হাজার রাস্তা আছে কিন্তু প্রতিটি সত্য হতে হবে​৷
সত্য বলার হাজার রাস্তা আছে কিন্তু প্রতিটি সত্য হতে হবে​৷
advertisement
7/15
জেগে ওঠো, সচেতন হও এবং লক্ষ্যে না পৌঁছা পর্যন্ত থেমো না
জেগে ওঠো, সচেতন হও এবং লক্ষ্যে না পৌঁছা পর্যন্ত থেমো না
advertisement
8/15
পৃথিবীই হল সব থেকে বড় ব্যয়ামগার, যেখানে আমরা শক্ত সমর্থ হয়ে উঠি ৷
পৃথিবীই হল সব থেকে বড় ব্যয়ামগার, যেখানে আমরা শক্ত সমর্থ হয়ে উঠি ৷
advertisement
9/15
মন ও মস্তিষ্কের দ্বন্দ্বে সব সময়ে অনুসরণ করবে মনকে ৷
মন ও মস্তিষ্কের দ্বন্দ্বে সব সময়ে অনুসরণ করবে মনকে ৷
advertisement
10/15
প্রতিদিন নিজের সঙ্গে অন্তত একবার কথা বলো, অন্যথায় হারাতে হবে জ্ঞানী-গুণী ব্যক্তির সংসর্গ ৷
প্রতিদিন নিজের সঙ্গে অন্তত একবার কথা বলো, অন্যথায় হারাতে হবে জ্ঞানী-গুণী ব্যক্তির সংসর্গ ৷
advertisement
11/15
সেই বিষয়ই ত্যাগ করো যা তোমাকে শরীর, বুদ্ধি ও আধ্যাত্মিক ভাবে দুর্বল করে তোলে ৷
সেই বিষয়ই ত্যাগ করো যা তোমাকে শরীর, বুদ্ধি ও আধ্যাত্মিক ভাবে দুর্বল করে তোলে ৷
advertisement
12/15
নেতৃত্বে যখন থাকবে তখন ভাব হবে দাসের মত, হতে হবে সম্পূর্ণ স্বার্থহীন, অসীম ধৈর্য ধরতে হবে ৷ তাহলেই সাফল্য শুধুমাত্র তোমারই ৷
নেতৃত্বে যখন থাকবে তখন ভাব হবে দাসের মত, হতে হবে সম্পূর্ণ স্বার্থহীন, অসীম ধৈর্য ধরতে হবে ৷ তাহলেই সাফল্য শুধুমাত্র তোমারই ৷
advertisement
13/15
মেয়েদের আগে তুলতে হবে, সকলকে জাগাতে হবে; তবে তো দেশের কল্যাণ - ভারতের​ কল‍্যাণ।
মেয়েদের আগে তুলতে হবে, সকলকে জাগাতে হবে; তবে তো দেশের কল্যাণ - ভারতের​ কল‍্যাণ।
advertisement
14/15
তুমি খ্রিষ্টের মতো ভাবলে তুমি একজন খ্রিষ্টান, তুমি বুদ্ধের মতো ভাবলে তুমি একজন বৌদ্ধ। তোমার ভাবনা, অনুভূতিই তোমার জীবন, শক্তি, জীবনীশক্তি।
তুমি খ্রিষ্টের মতো ভাবলে তুমি একজন খ্রিষ্টান, তুমি বুদ্ধের মতো ভাবলে তুমি একজন বৌদ্ধ। তোমার ভাবনা, অনুভূতিই তোমার জীবন, শক্তি, জীবনীশক্তি।
advertisement
15/15
মুক্তি কী ? যখন তুমি প্রতিটি মানুষের মনের মন্দিরে ঈশ্বরের অবস্থান অনুভব করতে পারবে, সমস্ত বন্ধন থেকে তুমি মুক্তি পাবে ৷ মুক্ত হবে তুমি ৷
মুক্তি কী ? যখন তুমি প্রতিটি মানুষের মনের মন্দিরে ঈশ্বরের অবস্থান অনুভব করতে পারবে, সমস্ত বন্ধন থেকে তুমি মুক্তি পাবে ৷ মুক্ত হবে তুমি ৷
advertisement
advertisement
advertisement