Sudha Murthy: বিজনেস ক্লাসে নয়, বরং ইকোনমি ক্লাসেই ভ্রমণ করতে স্বচ্ছন্দবোধ করেন সুধা মূর্তি; এই নিয়েই ঝামেলা বাঁধে নারায়ণ মূর্তির সঙ্গে

Last Updated:
Sudha Murty travels in Economy Class: গত শনিবার ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এ হাজির হয়েছিলেন ইনফোসিস প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তি এবং তাঁর লেখিকা স্ত্রী সুধা মূর্তি। সেখানেই তাঁদের ঘরকন্নার অন্দরের কিছু সত্য এবং দৃষ্টিভঙ্গি প্রকাশ্যে এল।
1/6
গত শনিবার ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এ হাজির হয়েছিলেন ইনফোসিস প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তি এবং তাঁর লেখিকা স্ত্রী সুধা মূর্তি। সেখানেই তাঁদের ঘরকন্নার অন্দরের কিছু সত্য এবং দৃষ্টিভঙ্গি প্রকাশ্যে এল। আসলে তাঁদের দাম্পত্যের মতবিরোধের বিষয়গুলি কী কী, সেই বিষয়ে ওই দম্পতির কাছে প্রশ্ন করেছিলেন সঞ্চালক কপিল শর্মা। সেই সময় স্ত্রী সুধা মূর্তির একটা বিষয় তুলে ধরেন নারায়ণ মূর্তি। তিনি বলেন যে, “টাকা-পয়সা সংক্রান্ত বিষয়ে বেশ হিসেবী সুধা। জনহিতৈষীমূলক কাজে ও খরচ করে। কিন্তু নিজের বিলাসব্যসনে কোনও খরচই করে না।”
গত শনিবার ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এ হাজির হয়েছিলেন ইনফোসিস প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তি এবং তাঁর লেখিকা স্ত্রী সুধা মূর্তি। সেখানেই তাঁদের ঘরকন্নার অন্দরের কিছু সত্য এবং দৃষ্টিভঙ্গি প্রকাশ্যে এল। আসলে তাঁদের দাম্পত্যের মতবিরোধের বিষয়গুলি কী কী, সেই বিষয়ে ওই দম্পতির কাছে প্রশ্ন করেছিলেন সঞ্চালক কপিল শর্মা। সেই সময় স্ত্রী সুধা মূর্তির একটা বিষয় তুলে ধরেন নারায়ণ মূর্তি। তিনি বলেন যে, “টাকা-পয়সা সংক্রান্ত বিষয়ে বেশ হিসেবী সুধা। জনহিতৈষীমূলক কাজে ও খরচ করে। কিন্তু নিজের বিলাসব্যসনে কোনও খরচই করে না।”
advertisement
2/6
সুধা মূর্তি ব্যাখ্যা করে বলেন,“জনকহিতৈষীমূলক কাজেই টাকা-পয়সা খরচ করায় বিশ্বাসী তিনি। সুধা মূর্তির কথায়, ও শপিং করে। জীবনে আমাদের আর কী-ই বা লাগে? ভাল খাবার। তবে চানা ভাটুরা নয়। বরং ভাল আর স্বাস্থ্যকর খাবার। আমাদের অতিরিক্ত জামাকাপড়েরও প্রয়োজন হয় না। আমি আমার সমস্ত টাকা জনহিতৈষণার কাজে ব্যয় করি। ও আমায় বিজনেস ক্লাসের টিকিট বুক করতে বলবে। কিন্তু আমি বলি, কেন? আমি ইকোনমি ক্লাসের টিকিট বুক করেই এক গন্তব্যে একই সময় পৌঁছে যাব।”
সুধা মূর্তি ব্যাখ্যা করে বলেন,“জনকহিতৈষীমূলক কাজেই টাকা-পয়সা খরচ করায় বিশ্বাসী তিনি। সুধা মূর্তির কথায়, ও শপিং করে। জীবনে আমাদের আর কী-ই বা লাগে? ভাল খাবার। তবে চানা ভাটুরা নয়। বরং ভাল আর স্বাস্থ্যকর খাবার। আমাদের অতিরিক্ত জামাকাপড়েরও প্রয়োজন হয় না। আমি আমার সমস্ত টাকা জনহিতৈষণার কাজে ব্যয় করি। ও আমায় বিজনেস ক্লাসের টিকিট বুক করতে বলবে। কিন্তু আমি বলি, কেন? আমি ইকোনমি ক্লাসের টিকিট বুক করেই এক গন্তব্যে একই সময় পৌঁছে যাব।”
advertisement
3/6
সুধা মূর্তি স্বীকার করে নিয়ে জানান যে, “এখানেই তাঁদের মতবিরোধটা হয়।” কিন্তু সেই সঙ্গে এ-ও তুলে ধরেন যে, বিপরীতের আকর্ষণ বেশি। সুধা মূর্তির কথায়, “আর এখানেই আমাদের মতবিরোধটা হয়। আমরা একেবারে বিপরীত ধরনের। আর বিপরীতেরই তো আকর্ষণ বেশি। তাই আমরা আপোসের একটা জায়গা তৈরি করে ফেলেছি।”
সুধা মূর্তি স্বীকার করে নিয়ে জানান যে, “এখানেই তাঁদের মতবিরোধটা হয়।” কিন্তু সেই সঙ্গে এ-ও তুলে ধরেন যে, বিপরীতের আকর্ষণ বেশি। সুধা মূর্তির কথায়, “আর এখানেই আমাদের মতবিরোধটা হয়। আমরা একেবারে বিপরীত ধরনের। আর বিপরীতেরই তো আকর্ষণ বেশি। তাই আমরা আপোসের একটা জায়গা তৈরি করে ফেলেছি।”
advertisement
4/6
নারায়ণ মূর্তি নিজেও ইকোনমি ক্লাসে ভ্রমণ করতেন: নিজের স্ত্রীর আরামের কথা ভাবার জন্য নারায়ণ মূর্তিকে কুর্নিশ করেছেন অনেকেই। কীভাবে নারায়ণ মূর্তি নিজেই ইকোনমি ক্লাসে ভ্রমণ করতেন, সেই বিষয়টা আগেই ট্যুইট করে জানিয়েছিলেন Saleswah CRM সিইও অনিন্দ্য চট্টোপাধ্যায়। তিনি লিখেছিলেন যে, “নারায়ণ মূর্তি এবং আমি একবার একই উড়ানে ছিলাম। আমি বিজনেস (আপগ্রেড)-এ ভ্রমণ করছিলাম। আর অন্যদিকে আইলের অন্য পাশে ছিলেন তিনি। ২০০০-এর গোড়ার দিকের সময়। বিমানসেবিকারা তাঁকে চিনতে পারেননি। কমেন্ট সেকশনে এক ব্যক্তি আবার দাবি করেছেন যে, মাঝেমধ্যেই পুণে-বেঙ্গালুরু রুটের ইকোনমিতে সফর করতে দেখা যেত নারায়ণ মূর্তি।”
নারায়ণ মূর্তি নিজেও ইকোনমি ক্লাসে ভ্রমণ করতেন: নিজের স্ত্রীর আরামের কথা ভাবার জন্য নারায়ণ মূর্তিকে কুর্নিশ করেছেন অনেকেই। কীভাবে নারায়ণ মূর্তি নিজেই ইকোনমি ক্লাসে ভ্রমণ করতেন, সেই বিষয়টা আগেই ট্যুইট করে জানিয়েছিলেন Saleswah CRM সিইও অনিন্দ্য চট্টোপাধ্যায়। তিনি লিখেছিলেন যে, “নারায়ণ মূর্তি এবং আমি একবার একই উড়ানে ছিলাম। আমি বিজনেস (আপগ্রেড)-এ ভ্রমণ করছিলাম। আর অন্যদিকে আইলের অন্য পাশে ছিলেন তিনি। ২০০০-এর গোড়ার দিকের সময়। বিমানসেবিকারা তাঁকে চিনতে পারেননি। কমেন্ট সেকশনে এক ব্যক্তি আবার দাবি করেছেন যে, মাঝেমধ্যেই পুণে-বেঙ্গালুরু রুটের ইকোনমিতে সফর করতে দেখা যেত নারায়ণ মূর্তি।”
advertisement
5/6
‘ক্যাটল ক্লাস’ তকমা জুটেছিল সুধা মূর্তির কপালে: শোয়ের এক এপিসোডে একটি ঘটনার কথা মনে করে সুধা নিজেই বলেন যে, সফরের সময়ে একটি সাধারণ সালোয়ার কামিজ পরে থাকার কারণে তাঁকে ‘ক্যাটল ক্লাস’ তকমা দেওয়া হয়েছিল।
‘ক্যাটল ক্লাস’ তকমা জুটেছিল সুধা মূর্তির কপালে: শোয়ের এক এপিসোডে একটি ঘটনার কথা মনে করে সুধা নিজেই বলেন যে, সফরের সময়ে একটি সাধারণ সালোয়ার কামিজ পরে থাকার কারণে তাঁকে ‘ক্যাটল ক্লাস’ তকমা দেওয়া হয়েছিল।
advertisement
6/6
তাঁর বক্তব্য, “চার-পাঁচ বছর আগে আমি সালোয়ার কামিজ পরেছিলাম। আর আমার কাছে ছিল বিজনেস ক্লাসের টিকিট। আমি ওই লাইনে দাঁড়িয়েছিলাম। তো ওঁদের মনে হয়েছিল যে, সালোয়ার কামিজ পরে নিয়েছেন তো দিদি কিংবা বেহেনজি। মানে দরিদ্র। ওঁরা এ-ও বলেছিলেন যে, আরে এরা তো ক্যাটল ক্লাস। ওঁরা কীভাবে জানবেন, বিজনেস ক্লাস কী? তাই আমি সরাসরি ওঁদের কাছে গিয়ে প্রশ্ন করেছিলাম, ক্যাটল ক্লাস কী?”
তাঁর বক্তব্য, “চার-পাঁচ বছর আগে আমি সালোয়ার কামিজ পরেছিলাম। আর আমার কাছে ছিল বিজনেস ক্লাসের টিকিট। আমি ওই লাইনে দাঁড়িয়েছিলাম। তো ওঁদের মনে হয়েছিল যে, সালোয়ার কামিজ পরে নিয়েছেন তো দিদি কিংবা বেহেনজি। মানে দরিদ্র। ওঁরা এ-ও বলেছিলেন যে, আরে এরা তো ক্যাটল ক্লাস। ওঁরা কীভাবে জানবেন, বিজনেস ক্লাস কী? তাই আমি সরাসরি ওঁদের কাছে গিয়ে প্রশ্ন করেছিলাম, ক্যাটল ক্লাস কী?”
advertisement
advertisement
advertisement