Success Story: ধনে-কালো মরিচ বেচতেন, সেখান থেকে ২৭ হাজার কোটি টাকার কোম্পানি! এমপি আহমেদের জীবন যেন রূপকথা
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
Malabar Gold Success Story: এমপি আহমেদ ব্যবসায়ী পরিবারের সন্তান। বংশানুক্রমে মশলার ব্যবসা তাঁদের। শুরুতে তিনিও পারিবারিক ব্যবসায় যোগ দিয়েছিলেন। কিন্তু ধনে, মরিচ বেচতে ভাল লাগেনি তাঁর। লাভও হত না খুব একটা। নতুন কিছু করার বাসনায় মশলার ব্যবসা ছেড়ে জুয়েলারির দোকান খোলেন। আজ তিনি ২৭ হাজার কোটি টাকার কোম্পানির মালিক।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
আহমেদ সোনার বার বা ইট কিনে তা থেকে গয়না তৈরি করে বিক্রি করতেন। এটাই তাঁর সাফল্যের ‘টপ সিক্রেট’। কোম্পানির মুনাফা প্রতি বছর লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে। শীঘ্রই থেলিচেরি ও থিরুরে আরও দুটি দোকান খোলেন তিনি। শুধু তাই নয়, ২০১৫ সালে কোঝিকোড়ের ৪০০ বর্গফুটের দোকানটিকে ৪ হাজার বর্গফুটের বিশাল শোরুমে বদলে ফেলেন।
advertisement
২০০১ সালে ভারতের বাইরে প্রথম স্টোর খোলেন আহমেদ। সেটা হল রিয়াধে। এর দশ বছর পর ২০১১ সালে রিয়াধের ৫০ তম স্টোরেরও উদ্বোধন করেছিলেন। বর্তমানে ৭টি দেশে ১০৩টি স্টোর রয়েছে ‘মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডস’-এর (Malabar Gold & Diamonds)। ভারত এবং সংযুক্ত আরব আমিরশাহিতে কারখানাও খুলেছেন। জুয়েলারির দুনিয়ায় হয়ে উঠেছেন বেতাজ বাদশা। তাঁর জীবন আজ রূপকথা।