মেষ ও বৃষ: মেষ ও বৃষ রাশির জাতক-জাতিকার ওপর এই গ্রহণের প্রভাব বেশ প্রবল ৷ জ্যোতিষ শাস্ত্র মতে, এই দুই রাশিতে গ্রহের অবস্থান বদলাবে ৷ আর তাঁর প্রভাব পড়বে ৷ দুম করে অর্থনাশ হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ বিনিয়োগ থেকে বিরত থাকুন ৷
2/ 6
মিথুন ও কর্কট: তবে মিথুন ও কর্কট রাশিদের পক্ষে এ সময়টা বেশ লাভজনক ৷ আর্থিক উন্নতির যোগ রয়েছে ৷ নতুন কোনও কাজের সুযোগ আসতে পারে ৷
3/ 6
সিংহ ও কন্যা: সিংহ ও কন্যা রাশিদের জাতক-জাতিকাদের কাছে এই সময়টা বেশ লাভদায়ক ৷ বহুদিন ধরে আটকে থাকা কাজ সু-সম্পন্ন হতে পারে ৷ নতুন ভালো কাজের সুযোগ আসতে পারে ৷
4/ 6
তুলা ও বৃশ্চিক: তুলা ও বৃশ্চিক রাশির ক্ষেত্রে সময়টা বেশ ভালো ৷ জীবনে নতুন কোনও পরিবর্তন আসতে পারে ৷ কর্মক্ষেত্রে সুনাম লাভ হবে ৷
5/ 6
ধনু ও মকর: ধনু ও মকর রাশির ওপরও এই গ্রহণের প্রভাব প্রচুর ৷ জ্যোতিষ শাস্ত্র বলছে, আর্থিক উন্নতির সুযোগ রয়েছে ৷ বাহন ক্রয় করতে পারেন ৷
6/ 6
কুম্ভ ও মীন: কুম্ভ ও মীন রাশির জাতক-জাতিকাদের জীবনে নতুন কোনও পরিবর্তন আসতে পারে ৷ আর্থিক উন্নতির যোগ রয়েছে ৷