Snake Facts: হঠাৎ সামনে সাক্ষাৎ যম! সাপের হাত থেকে বাঁচতে কোন কাজটা করবেন সবার আগে? বিশদে জানালেন সর্প বিশেষজ্ঞ
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
কিথের মতে কোবরা, ক্রেট জাতীয় সাপ অনেক সময়ই স্পষ্ট দেখতে পায় না। কাই, যদি কিছু তাদের কাছাকাছি আসে, তারা পিছনে ঝুঁকে বিষয়টি ঠাওর করার চেষ্টা করে। আর তাতেই অনেকের মনে হয় ওরা আক্রমণ করতে চলেছে, অথচ ব্যাপারটা মোটেও তা নয়।
সাপ পৃথিবীর অন্যতম বিষাক্ত প্রাণী৷ যদিও পৃথিবীর সব সাপই যে বিষধর তেমনটাও নয়৷ তথ্য বলছে, সারা পৃথিবীজুড়ে ৩,০০০-এরও বেশি প্রজাতির সাপ রয়েছে৷ যার মধ্যে প্রায় ৬০০টি প্রজাতির সাপ বিষাক্ত৷ এই বিষাক্ত প্রজাতির সাপেদের মধ্যে আবার ৭ শতাংশ সাপ এতটাই বিষাক্ত যে, এগুলি এক একটা মানুষকে নিমেষেই মেরে ফেলার ক্ষমতা রাখে।
advertisement
advertisement
মানুষের মধ্যে চলিত বিশ্বাস রয়েছে যে, সাপ নিজে ‘S’ আকৃতির হয়ে দৌড়ায় বলে, কোনও সাপ তাড়া করলে সংশ্লিষ্ট ব্যক্তিকেও দৌড়তে হবে সেই ভাবেই৷ একমাত্র নাকি এই ভাবেই সাপের সঙ্গে দূরত্ব বজায় রাখা সম্ভব হবে৷ এই ধারণার বৈজ্ঞানিক ভিত্তি কতটা? সাপ দেখলে আমাদের কী করা উচিত? সেটাই আমরা জানব, সাপ বিশেষজ্ঞ কিথ টেলরের কাছ থেকে৷
advertisement
কিথ টেলর, গত ৫ বছর ধরে সাপ নিয়ে গবেষণা করছেন৷ সাপের আক্রমণ সম্পর্কে কথা বলতে গিয়ে প্রথমেই তিনি যেটা বলেন, সাপ অকারণে মানুষকে তাড়া করে না৷ উল্টে সাপ যদি কোনও মানুষকে তার সামনে দেখে ফেলে, তবে সে-ই সেখান থেকে সরে যেতে চায়৷ সেটাই তার স্বাভাবিক প্রবৃত্তি৷ অতএব, আপনি যদি কোনও সাপের সামনে পড়ে যান, তবে তার থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করাই ভাল৷ সাপ নিজে থেকেই চলে যাবে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
প্রথমত, মাথা ঠান্ডা রাখুন। মোটেও ঘাবড়াবেন না। সাপ যেদিকে আছে, সেদিকে হঠাৎ কোনও নড়াচড়া করবেন না। দৌড়নো বা পালানোর চেষ্টা তো অবশ্যই করবেন না। wikihow.com-এর প্রতিবেদনে বলা হয়েছে, সাপকে ভয় দেখিয়ে বা কোনও কিছু দিয়ে খোঁচা দিয়ে, আক্রমণ করে তাকে সরানোর চেষ্টা করবেন না। তাতে হিতে বিপরীত হতে পারে৷
advertisement
advertisement
