QR-Code-এর পুরো কথা কী, কে আবিষ্কার করল এটি, ইতিহাস জানলে চমকে যেতে হবে

Last Updated:
QR-Code: ১৯৯০ সালের গোড়ার দিক থেকে বারকোড ক্স্যান করার বিষয়টি বৃদ্ধি পেতে থাকে৷
1/6
অনলাইনে টাকা পেমেন্ট করার জন্য অনেকেই স্ক্যান কোড ব্যবহার করেন, কিন্তু আপনি জানেন কী, এই কিউ আর কোডের পিছনে রয়েছে এক দীর্ঘ ইতিহাস৷ এই কিউআর কোডের এতি প্রকার ব্যবহারের পিছনে আছে এক উর্বর মস্তিস্কের অবদান৷
অনলাইনে টাকা পেমেন্ট করার জন্য অনেকেই স্ক্যান কোড ব্যবহার করেন, কিন্তু আপনি জানেন কী, এই কিউ আর কোডের পিছনে রয়েছে এক দীর্ঘ ইতিহাস৷ এই কিউআর কোডের এতি প্রকার ব্যবহারের পিছনে আছে এক উর্বর মস্তিস্কের অবদান৷
advertisement
2/6
আমরা সাধারণত কোনও অনলাইন পেমেন্ট করার ক্ষেত্রে কিউআর-কোড স্ক্যান করে থাকি৷ হতে পারে গুগল পে বা পেটিএম-এর মতো অনলাইন প্ল্যাটফর্ম বা অন্য কোনও দ্রব্য কেনার ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়ে থাকে৷ ডিজিটাল পেমেন্টের রমরমার পর থেকে এটি অতিদ্রুত ভারতে বৃদ্ধি পেয়েছে৷
আমরা সাধারণত কোনও অনলাইন পেমেন্ট করার ক্ষেত্রে কিউআর-কোড স্ক্যান করে থাকি৷ হতে পারে গুগল পে বা পেটিএম-এর মতো অনলাইন প্ল্যাটফর্ম বা অন্য কোনও দ্রব্য কেনার ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়ে থাকে৷ ডিজিটাল পেমেন্টের রমরমার পর থেকে এটি অতিদ্রুত ভারতে বৃদ্ধি পেয়েছে৷
advertisement
3/6
১৯৯০ সালের গোড়ার দিক থেকে বারকোড ক্স্যান করার বিষয়টি বৃদ্ধি পেতে থাকে৷ কিন্তু বারকোডের ক্ষেত্রে দেখা যায়, এটি কেবলমাত্র ২০টি ক্যারেক্টারের ভাষা প্রকাশ করতে পারে৷ এর পরেই এই বিষয়ে গবেষণার ক্ষেত্রে প্রবেশ করেন জাপানের ইঞ্জিনিয়ার হারা মাশাহিরো৷
১৯৯০ সালের গোড়ার দিক থেকে বারকোড ক্স্যান করার বিষয়টি বৃদ্ধি পেতে থাকে৷ কিন্তু বারকোডের ক্ষেত্রে দেখা যায়, এটি কেবলমাত্র ২০টি ক্যারেক্টারের ভাষা প্রকাশ করতে পারে৷ এর পরেই এই বিষয়ে গবেষণার ক্ষেত্রে প্রবেশ করেন জাপানের ইঞ্জিনিয়ার হারা মাশাহিরো৷
advertisement
4/6
 হারা তৈরি করেন একটি ২ডি স্কোয়্যার বারকোড৷ সেখানে এই লিমিডেট ডেটা ক্যাপাসিটি বাড়াতে কাজ করা হয়৷ কিন্তু তিনি যখন নতুন বারকোড তৈরি করেন, তখন দেখা যায় নতুন বারকোড স্ক্যানার তাকে ধরতে পারছে না৷
হারা তৈরি করেন একটি ২ডি স্কোয়্যার বারকোড৷ সেখানে এই লিমিডেট ডেটা ক্যাপাসিটি বাড়াতে কাজ করা হয়৷ কিন্তু তিনি যখন নতুন বারকোড তৈরি করেন, তখন দেখা যায় নতুন বারকোড স্ক্যানার তাকে ধরতে পারছে না৷
advertisement
5/6
তার পর হঠাৎই একদিন রাস্তায় চলতে চলতে ওই স্কোয়্যার বারকোডের একটি ভাষাগত রাস্তা খুঁজে বার করেন৷ সেই কারণে প্রতিটি কিউআর-কোডের পাশে একটি ছোট কালো স্কোয়্যার দেখতে পাওয়া যায়৷ সেটি দিয়েই আসলে কিউআর কোড স্ক্যানারে ধরা পড়ে৷
তার পর হঠাৎই একদিন রাস্তায় চলতে চলতে ওই স্কোয়্যার বারকোডের একটি ভাষাগত রাস্তা খুঁজে বার করেন৷ সেই কারণে প্রতিটি কিউআর-কোডের পাশে একটি ছোট কালো স্কোয়্যার দেখতে পাওয়া যায়৷ সেটি দিয়েই আসলে কিউআর কোড স্ক্যানারে ধরা পড়ে৷
advertisement
6/6
 কিউআর-কোডের মূল অর্থ হল কুইক রেসপন্স কোড৷ অর্থাৎ দ্রুত কোনও পেমেন্টের জন্য এটিকে ব্যবহার করা হয়৷ এটির মাধ্যমে অনলাইনে লেনদেনও করা যায়৷
কিউআর-কোডের মূল অর্থ হল কুইক রেসপন্স কোড৷ অর্থাৎ দ্রুত কোনও পেমেন্টের জন্য এটিকে ব্যবহার করা হয়৷ এটির মাধ্যমে অনলাইনে লেনদেনও করা যায়৷
advertisement
advertisement
advertisement