শুধু একবার বলুন, কাকে চাই? ভাড়ায় মিলবে স্ত্রী, সন্তান, বাবা, মা...! কোথায় গেলে পাবেন 'মনের মানুষ'?
- Published by:Tias Banerjee
Last Updated:
এতদিন শুধু সিনেমায় এসব দেখেছেন, এখন বাস্তবেও পাবেন! স্বামী, স্ত্রী, সন্তান! হ্যাঁ, ঠিকই শুনছেন। ভাড়ায় পাবেন গোটা পরিবার! পরিবার ভাড়া নেওয়ার এই ব্যবসা এ যুগে বাস্তব। কোথায় জানেন? শুনলে চমকাতে বাধ্য আপনি।
advertisement
advertisement
advertisement
advertisement
জাপান হল বিশ্বের একমাত্র দেশ যেখানে টাকার বিনিময়ে পরিবার ভাড়া পাওয়া যায়। এখানে পরিবারে প্রয়োজনীয় সমস্ত সদস্য পাওয়া যায়। ১৯৯০-এর দশকে টোকিওর ‘ফ্যামিলি রোমান্স’ নামের একটি সংস্থা প্রথম এই সেবা চালু করে। সংস্থাটির প্রতিষ্ঠাতা ইশি ইউইচি (Ishii Yuichi)। মূলত একাকিত্ব দূর করার জন্যই এই অভিনব পরিষেবা চালু হয়েছিল।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
পরিবারের বিভিন্ন সদস্য যারা ভাড়া নেওয়া যায়— **বাবা-মা**: আপনাকে সময় দেবেন, পরামর্শ দেবেন এবং পারিবারিক কার্যকলাপে অংশ নেবেন। **ভাই-বোন**: আপনার সঙ্গে খেলবেন, সময় কাটাবেন এবং আপনাকে সঙ্গ দেবেন। **স্বামী-স্ত্রী**: ডেটে যাবেন, ঘুরতে যাবেন এবং রোমান্টিক সময় কাটাবেন। **সন্তান**: আপনার সঙ্গে খেলবে, ঘুরতে যাবে এবং পরিবারের সদস্য হিসেবে সময় কাটাবে।
advertisement
advertisement
advertisement
advertisement