শুধু একবার বলুন, কাকে চাই? ভাড়ায় মিলবে স্ত্রী, সন্তান, বাবা, মা...! কোথায় গেলে পাবেন 'মনের মানুষ'?

Last Updated:
এতদিন শুধু সিনেমায় এসব দেখেছেন, এখন বাস্তবেও পাবেন! স্বামী, স্ত্রী, সন্তান! হ্যাঁ, ঠিকই শুনছেন। ভাড়ায় পাবেন গোটা পরিবার! পরিবার ভাড়া নেওয়ার এই ব্যবসা এ যুগে বাস্তব। কোথায় জানেন? শুনলে চমকাতে বাধ্য আপনি।
1/15
এতদিন শুধু সিনেমায় এসব দেখেছেন, এখন বাস্তবেও পাবেন! স্বামী, স্ত্রী, সন্তান! হ্যাঁ, ঠিকই শুনছেন। ভাড়ায় পাবেন গোটা পরিবার! পরিবার ভাড়া নেওয়ার এই ব্যবসা এ যুগে বাস্তব। কোথায় জানেন? শুনলে চমকাতে বাধ্য আপনি।
এতদিন শুধু সিনেমায় এসব দেখেছেন, এখন বাস্তবেও পাবেন! স্বামী, স্ত্রী, সন্তান! হ্যাঁ, ঠিকই শুনছেন। ভাড়ায় পাবেন গোটা পরিবার! পরিবার ভাড়া নেওয়ার এই ব্যবসা এ যুগে বাস্তব। কোথায় জানেন? শুনলে চমকাতে বাধ্য আপনি।
advertisement
2/15
বিশ্বে এমন একটি দেশ রয়েছে যেখানে ৩০ বছর আগে এক অদ্ভুত ব্যবসা শুরু হয়েছিল। এখন এই ব্যবসা এতটাই জনপ্রিয় হয়ে উঠেছে যে খুব দ্রুত এটি বিশাল আকার ধারণ করেছে।
বিশ্বে এমন একটি দেশ রয়েছে যেখানে ৩০ বছর আগে এক অদ্ভুত ব্যবসা শুরু হয়েছিল। এখন এই ব্যবসা এতটাই জনপ্রিয় হয়ে উঠেছে যে খুব দ্রুত এটি বিশাল আকার ধারণ করেছে।
advertisement
3/15
শুধু টাকা খরচ করলেই আপনি পেয়ে যেতে পারেন বাবা-মা, ভাই-বোন, কাকা-কাকিমা, ছেলে-মেয়ে কিংবা স্বামী-স্ত্রীও! নিজের সামর্থ্য অনুযায়ী পরিবার গড়ে নিতে পারবেন এবং এই নতুন পরিবারের সঙ্গে কাটাতে পারবেন সময়।
শুধু টাকা খরচ করলেই আপনি পেয়ে যেতে পারেন বাবা-মা, ভাই-বোন, কাকা-কাকিমা, ছেলে-মেয়ে কিংবা স্বামী-স্ত্রীও! নিজের সামর্থ্য অনুযায়ী পরিবার গড়ে নিতে পারবেন এবং এই নতুন পরিবারের সঙ্গে কাটাতে পারবেন সময়।
advertisement
4/15
কোথায় চলছে এই ব্যতিক্রমী ব্যবসা? কীভাবে শুরু হল এই সেবা? আজ জানব সেই তথ্য। ভাড়া করা পরিবারের ব্যবসা চলছে কোন দেশে, বলুন তো?
কোথায় চলছে এই ব্যতিক্রমী ব্যবসা? কীভাবে শুরু হল এই সেবা? আজ জানব সেই তথ্য। ভাড়া করা পরিবারের ব্যবসা চলছে কোন দেশে, বলুন তো?
advertisement
5/15
জাপান হল বিশ্বের একমাত্র দেশ যেখানে টাকার বিনিময়ে পরিবার ভাড়া পাওয়া যায়। এখানে পরিবারে প্রয়োজনীয় সমস্ত সদস্য পাওয়া যায়। ১৯৯০-এর দশকে টোকিওর ‘ফ্যামিলি রোমান্স’ নামের একটি সংস্থা প্রথম এই সেবা চালু করে। সংস্থাটির প্রতিষ্ঠাতা ইশি ইউইচি (Ishii Yuichi)। মূলত একাকিত্ব দূর করার জন্যই এই অভিনব পরিষেবা চালু হয়েছিল।
জাপান হল বিশ্বের একমাত্র দেশ যেখানে টাকার বিনিময়ে পরিবার ভাড়া পাওয়া যায়। এখানে পরিবারে প্রয়োজনীয় সমস্ত সদস্য পাওয়া যায়। ১৯৯০-এর দশকে টোকিওর ‘ফ্যামিলি রোমান্স’ নামের একটি সংস্থা প্রথম এই সেবা চালু করে। সংস্থাটির প্রতিষ্ঠাতা ইশি ইউইচি (Ishii Yuichi)। মূলত একাকিত্ব দূর করার জন্যই এই অভিনব পরিষেবা চালু হয়েছিল।
advertisement
6/15
কী কী কারণে ভাড়া করা পরিবার ব্যবহার করা হয়?  শুরুর দিকে, একা থাকা মানুষজন বা যাঁদের পরিবার নেই, তাঁরা এই পরিষেবাটি বেশি ব্যবহার করতেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই পরিষেবার চাহিদা বেড়ে যায়। বর্তমানে বিভিন্ন কারণে মানুষ ভাড়া করা পরিবার ব্যবহার করেন। জানলে অবাক হবেন।
কী কী কারণে ভাড়া করা পরিবার ব্যবহার করা হয়? শুরুর দিকে, একা থাকা মানুষজন বা যাঁদের পরিবার নেই, তাঁরা এই পরিষেবাটি বেশি ব্যবহার করতেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই পরিষেবার চাহিদা বেড়ে যায়। বর্তমানে বিভিন্ন কারণে মানুষ ভাড়া করা পরিবার ব্যবহার করেন। জানলে অবাক হবেন।
advertisement
7/15
জ্যোতিষীদের মতে, ৫টি রাশির জাতকদের জন্য এবার ভ্যালেন্টাইন ডে বিশেষ হতে চলেছে। এই রাশির জাতকদের শুধু সত্যিকারের প্রেমই মিলবে না, তাদের লাভ লাইফেও রোমান্সের ফুল ফুটবে। এছাড়া, তারা তাদের সঙ্গীর সাথে রোমান্টিক ডেটেও যেতে পারে।
জ্যোতিষীদের মতে, ৫টি রাশির জাতকদের জন্য এবার ভ্যালেন্টাইন ডে বিশেষ হতে চলেছে। এই রাশির জাতকদের শুধু সত্যিকারের প্রেমই মিলবে না, তাদের লাভ লাইফেও রোমান্সের ফুল ফুটবে। এছাড়া, তারা তাদের সঙ্গীর সাথে রোমান্টিক ডেটেও যেতে পারে।
advertisement
8/15
বিয়ের অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ভাড়া করা পরিবারের চাহিদা আছে। এছাড়াও,  কারও শেষকৃত্যে উপস্থিত থাকার জন্য, নাটক বা সিনেমায় অভিনয়ের জন্য, একাকিত্ব দূর করার জন্য, সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ভাড়ায় স্বামী, স্ত্রী সন্তান পাওয়া যায়।
বিয়ের অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ভাড়া করা পরিবারের চাহিদা আছে। এছাড়াও, কারও শেষকৃত্যে উপস্থিত থাকার জন্য, নাটক বা সিনেমায় অভিনয়ের জন্য, একাকিত্ব দূর করার জন্য, সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ভাড়ায় স্বামী, স্ত্রী সন্তান পাওয়া যায়।
advertisement
9/15
কত টাকা লাগবে পরিবার ভাড়া করতে?  জাপানে পরিবার ভাড়া নেওয়ার জন্য বিভিন্ন রকম প্যাকেজ রয়েছে। কতজন সদস্য ভাড়া নেবেন এবং কতক্ষণ তাঁদের দরকার, তার ওপর নির্ভর করে খরচ ঠিক হয়। সাধারণত, একজন সদস্যকে এক ঘণ্টার জন্য ভাড়া করতে খরচ হয় ৫,০০০ ইয়েন থেকে ২০,০০০ ইয়েন পর্যন্ত। (১ জাপানি ইয়েন = ০.৫৭ ভারতীয় টাকা)
কত টাকা লাগবে পরিবার ভাড়া করতে? জাপানে পরিবার ভাড়া নেওয়ার জন্য বিভিন্ন রকম প্যাকেজ রয়েছে। কতজন সদস্য ভাড়া নেবেন এবং কতক্ষণ তাঁদের দরকার, তার ওপর নির্ভর করে খরচ ঠিক হয়। সাধারণত, একজন সদস্যকে এক ঘণ্টার জন্য ভাড়া করতে খরচ হয় ৫,০০০ ইয়েন থেকে ২০,০০০ ইয়েন পর্যন্ত। (১ জাপানি ইয়েন = ০.৫৭ ভারতীয় টাকা)
advertisement
10/15
ভাড়া করা পরিবারের সদস্যদের তালিকা  এখন জাপানে অনেক সংস্থা পরিবার ভাড়া দেওয়ার সেবা দেয়। প্রয়োজন অনুযায়ী গ্রাহকরা পরিবারের সদস্য নির্বাচন করতে পারেন। সংস্থাগুলোর কাছ থেকে একটি ক্যাটালগ দেওয়া হয়, যেখানে বিভিন্ন সদস্যদের সম্পর্কে তথ্য থাকে। সেখান থেকে নিজের পছন্দমতো সদস্য নির্বাচন করা যায়।
ভাড়া করা পরিবারের সদস্যদের তালিকা এখন জাপানে অনেক সংস্থা পরিবার ভাড়া দেওয়ার সেবা দেয়। প্রয়োজন অনুযায়ী গ্রাহকরা পরিবারের সদস্য নির্বাচন করতে পারেন। সংস্থাগুলোর কাছ থেকে একটি ক্যাটালগ দেওয়া হয়, যেখানে বিভিন্ন সদস্যদের সম্পর্কে তথ্য থাকে। সেখান থেকে নিজের পছন্দমতো সদস্য নির্বাচন করা যায়।
advertisement
11/15
পরিবারের বিভিন্ন সদস্য যারা ভাড়া নেওয়া যায়—  **বাবা-মা**: আপনাকে সময় দেবেন, পরামর্শ দেবেন এবং পারিবারিক কার্যকলাপে অংশ নেবেন।  
**ভাই-বোন**: আপনার সঙ্গে খেলবেন, সময় কাটাবেন এবং আপনাকে সঙ্গ দেবেন।  
 **স্বামী-স্ত্রী**: ডেটে যাবেন, ঘুরতে যাবেন এবং রোমান্টিক সময় কাটাবেন।  
**সন্তান**: আপনার সঙ্গে খেলবে, ঘুরতে যাবে এবং পরিবারের সদস্য হিসেবে সময় কাটাবে।
পরিবারের বিভিন্ন সদস্য যারা ভাড়া নেওয়া যায়— **বাবা-মা**: আপনাকে সময় দেবেন, পরামর্শ দেবেন এবং পারিবারিক কার্যকলাপে অংশ নেবেন। **ভাই-বোন**: আপনার সঙ্গে খেলবেন, সময় কাটাবেন এবং আপনাকে সঙ্গ দেবেন। **স্বামী-স্ত্রী**: ডেটে যাবেন, ঘুরতে যাবেন এবং রোমান্টিক সময় কাটাবেন। **সন্তান**: আপনার সঙ্গে খেলবে, ঘুরতে যাবে এবং পরিবারের সদস্য হিসেবে সময় কাটাবে।
advertisement
12/15
একসঙ্গে একাধিক সদস্যও ভাড়া নেওয়া যায়, প্রয়োজন অনুযায়ী পুরো পরিবারও ভাড়া নেওয়া সম্ভব! কেন জাপানে ভাড়া করা পরিবারের চাহিদা বাড়ছে?
একসঙ্গে একাধিক সদস্যও ভাড়া নেওয়া যায়, প্রয়োজন অনুযায়ী পুরো পরিবারও ভাড়া নেওয়া সম্ভব! কেন জাপানে ভাড়া করা পরিবারের চাহিদা বাড়ছে?
advertisement
13/15
জাপানে একা থাকার প্রবণতা অনেক বেশি। চাকরি বা অন্যান্য কারণে অনেক মানুষ পরিবার থেকে দূরে থাকেন। ফলে তাঁরা সাময়িকভাবে ভাড়া করা পরিবার নিয়ে একাকিত্ব দূর করেন।
জাপানে একা থাকার প্রবণতা অনেক বেশি। চাকরি বা অন্যান্য কারণে অনেক মানুষ পরিবার থেকে দূরে থাকেন। ফলে তাঁরা সাময়িকভাবে ভাড়া করা পরিবার নিয়ে একাকিত্ব দূর করেন।
advertisement
14/15
তবে এই কনসেপ্ট নিয়ে বিতর্কও রয়েছে। অনেকেই মনে করেন, এটি সমাজের জন্য ক্ষতিকর। এর ফলে প্রকৃত সম্পর্কের গুরুত্ব কমে যাচ্ছে এবং একাকিত্ব আরও বেড়ে যাচ্ছে।
তবে এই কনসেপ্ট নিয়ে বিতর্কও রয়েছে। অনেকেই মনে করেন, এটি সমাজের জন্য ক্ষতিকর। এর ফলে প্রকৃত সম্পর্কের গুরুত্ব কমে যাচ্ছে এবং একাকিত্ব আরও বেড়ে যাচ্ছে।
advertisement
15/15
অন্য দেশেও শুরু হয়েছে এই ব্যবসা! জাপানের এই ব্যবসার জনপ্রিয়তা দেখে দক্ষিণ কোরিয়া ও চিনেও এটি শুরু হয়েছে। বিশেষজ্ঞদের মতে, বিশ্বজুড়ে কয়েক মিলিয়ন মানুষ এখন এই সেবা নিচ্ছেন। ফলে প্রতিদিন নতুন নতুন কোম্পানি এই ব্যবসায় আসছে এবং এর চাহিদাও বেড়ে চলেছে।
অন্য দেশেও শুরু হয়েছে এই ব্যবসা! জাপানের এই ব্যবসার জনপ্রিয়তা দেখে দক্ষিণ কোরিয়া ও চিনেও এটি শুরু হয়েছে। বিশেষজ্ঞদের মতে, বিশ্বজুড়ে কয়েক মিলিয়ন মানুষ এখন এই সেবা নিচ্ছেন। ফলে প্রতিদিন নতুন নতুন কোম্পানি এই ব্যবসায় আসছে এবং এর চাহিদাও বেড়ে চলেছে।
advertisement
advertisement
advertisement