রাস্তায় শবদেহ দেখলে মনে মনে বলুন এই মন্ত্র, মনের সব ইচ্ছে পূরণ হবেই

Last Updated:
1/7
•• জীবনের মতো মৃত্যুও একটি অনিবার্য সত্য ৷ কথাতেই রয়েছে-‘জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা রবে ৷’ প্রকৃতির নিয়মে প্রত্যেক ব্যক্তিরই মৃত্যু অবসম্ভাবী ৷ এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া, যা প্রত্যেকটি প্রাণীর ক্ষেত্রেই ঘটে ৷
•• জীবনের মতো মৃত্যুও একটি অনিবার্য সত্য ৷ কথাতেই রয়েছে-‘জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা রবে ৷’ প্রকৃতির নিয়মে প্রত্যেক ব্যক্তিরই মৃত্যু অবসম্ভাবী ৷ এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া, যা প্রত্যেকটি প্রাণীর ক্ষেত্রেই ঘটে ৷
advertisement
2/7
•• বেদ অনুসারে জীবন থেকে অব্যাহতি পাওয়ার অন্য নাম হল মৃত্যু ৷ মনে করা হয়, মানুষের মৃত্যুর দেবতা যমরাজ আসেন দেহ থেকে আত্মা নিয়ে যাওয়ার জন্য ৷
•• বেদ অনুসারে জীবন থেকে অব্যাহতি পাওয়ার অন্য নাম হল মৃত্যু ৷ মনে করা হয়, মানুষের মৃত্যুর দেবতা যমরাজ আসেন দেহ থেকে আত্মা নিয়ে যাওয়ার জন্য ৷
advertisement
3/7
•• যখনই কেউ রাস্তাঘাটে মৃতদেহ দেখতে পান তখন সবাই হাত জোড় করে শ্রদ্ধা জ্ঞাপন করেন ৷ মৃতদেহ নিয়ে চলার সময় শিব মন্ত্র উচ্চারণ করা খুবই পবিত্র মনে করা হয় ৷ পৃথিবীতে মানুষ জাতিকে টিকিয়ে রেখেছে তাদের আকাঙ্খা আশা ছেড়ে পৃথিবীর কোনও জীব-জন্তু কিছুই টিকে থাকতে পারে না ৷ একমাত্র আশাই মানুষকে বহু কষ্টের মধ্যেও বাঁচতে সাহায্য করে ও কোনও কাজ করার পিছনে প্রেরণা জোগায় ৷
•• যখনই কেউ রাস্তাঘাটে মৃতদেহ দেখতে পান তখন সবাই হাত জোড় করে শ্রদ্ধা জ্ঞাপন করেন ৷ মৃতদেহ নিয়ে চলার সময় শিব মন্ত্র উচ্চারণ করা খুবই পবিত্র মনে করা হয় ৷ পৃথিবীতে মানুষ জাতিকে টিকিয়ে রেখেছে তাদের আকাঙ্খা আশা ছেড়ে পৃথিবীর কোনও জীব-জন্তু কিছুই টিকে থাকতে পারে না ৷ একমাত্র আশাই মানুষকে বহু কষ্টের মধ্যেও বাঁচতে সাহায্য করে ও কোনও কাজ করার পিছনে প্রেরণা জোগায় ৷
advertisement
4/7
•• মানুষের সব আশা যে পূরণ হয়, তা নয়! কিছু কিছু সময় প্রাকৃতিক কারণে পূরণ হয় না ৷ আবার কোনও কোনও সময় দৈবিক কারণে হয়ে ওঠে না ৷ আবার অর্থও অনেক সময় বাধা হয়ে ওঠে ৷ কিন্তু অপূর্ণ আশাগুলি আমাদের মনের মধ্যেই রয়ে যায় ৷ আর আমরা সুযোগ পেলেই সেগুলি পূর্ণ করার চিন্তা করি  এবং চেষ্টা করি ৷ আজ আপনাদের আশা পূর্ণ করার জন্য এমন একটি মন্ত্র নিয়ে আলোচনা করব, যার সাহায্যে শুধু আপনার আশাই পূর্ণ হবেই না, পূরণ হবে সে সব ইচ্ছেও যা আপনি কখনও করতে চেয়েছিলেন ৷
•• মানুষের সব আশা যে পূরণ হয়, তা নয়! কিছু কিছু সময় প্রাকৃতিক কারণে পূরণ হয় না ৷ আবার কোনও কোনও সময় দৈবিক কারণে হয়ে ওঠে না ৷ আবার অর্থও অনেক সময় বাধা হয়ে ওঠে ৷ কিন্তু অপূর্ণ আশাগুলি আমাদের মনের মধ্যেই রয়ে যায় ৷ আর আমরা সুযোগ পেলেই সেগুলি পূর্ণ করার চিন্তা করি এবং চেষ্টা করি ৷ আজ আপনাদের আশা পূর্ণ করার জন্য এমন একটি মন্ত্র নিয়ে আলোচনা করব, যার সাহায্যে শুধু আপনার আশাই পূর্ণ হবেই না, পূরণ হবে সে সব ইচ্ছেও যা আপনি কখনও করতে চেয়েছিলেন ৷
advertisement
5/7
•• আপনারা হয়তো অনেকেই শবযাত্রা দেখেছেন ৷ কিন্তু শবযাত্রা বা মৃতদেহ নিয়ে যাত্রা করার সময় অনেক নিয়ম থাকে, তা হয়তো আমরা অনেকেই জানি না ! জ্যোতিষ মতে এই মৃতদেহ যাত্রা দেখলে শুভ ঘটনা বলে মনে করা হয় ৷ আপনার সব সুপ্ত ইচ্ছে পূরণ হওয়ার যোগ থাকে এটি ঘটলে ৷ এই সময় আপনার কোনও আশা থাকলে পূরণ হবে ৷ এই সময়টি অত্যন্ত শুভ সময় ৷
•• আপনারা হয়তো অনেকেই শবযাত্রা দেখেছেন ৷ কিন্তু শবযাত্রা বা মৃতদেহ নিয়ে যাত্রা করার সময় অনেক নিয়ম থাকে, তা হয়তো আমরা অনেকেই জানি না ! জ্যোতিষ মতে এই মৃতদেহ যাত্রা দেখলে শুভ ঘটনা বলে মনে করা হয় ৷ আপনার সব সুপ্ত ইচ্ছে পূরণ হওয়ার যোগ থাকে এটি ঘটলে ৷ এই সময় আপনার কোনও আশা থাকলে পূরণ হবে ৷ এই সময়টি অত্যন্ত শুভ সময় ৷
advertisement
6/7
•• আপনারা অনেকেই জানেন যে, মৃতদেহ নিয়ে গেলে আপনারা অনেকেই প্রণাম করেন ৷ আসলে তাঁরা ভগবানকে প্রণাম করেন ৷ এই কাজটি করা অনেক শুভ ৷
•• আপনারা অনেকেই জানেন যে, মৃতদেহ নিয়ে গেলে আপনারা অনেকেই প্রণাম করেন ৷ আসলে তাঁরা ভগবানকে প্রণাম করেন ৷ এই কাজটি করা অনেক শুভ ৷
advertisement
7/7
•• এতে উক্ত ব্যক্তির অনেক ফল লাভ হয় ৷ কোনও মৃত বা শব দেহ দেখলে অবশ্যই বলবেন এই মহা মন্ত্রটি ৷ ‘হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে’৷ এই মহা মন্ত্রটি উচ্চারণ করলেই খুলে যাবে আপনার ভাগ্য ৷
•• এতে উক্ত ব্যক্তির অনেক ফল লাভ হয় ৷ কোনও মৃত বা শব দেহ দেখলে অবশ্যই বলবেন এই মহা মন্ত্রটি ৷ ‘হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে’৷ এই মহা মন্ত্রটি উচ্চারণ করলেই খুলে যাবে আপনার ভাগ্য ৷
advertisement
advertisement
advertisement