আজ শিবরাত্রিতে সন্ধে ৬টার পর পড়ুন এই মহামন্ত্র, মহাদেবের আশীর্বাদে জীবন বদলে যাবে
Last Updated:
♦ শিবরাত্রি করা হয় কি শুধুমাত্র ভাল বর পাওয়ার জন্য? নাকি এর পিছনে অন্য কোনও বিষয়ও রয়েছে। ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের ত্রয়োদশী/চতুর্দশীর রাত্রিতে পালিত হয় শিবরাত্রি। আসলে সারা বছরে শিবরাত্রির সংখ্যা বারো, কিন্তু ফাল্গুনের এই তিথিটিই সবচেয়ে পবিত্র বলে গণ্য হয়। অনেকে বলেন, এই দিনটিতেই শিব লিঙ্গরূপে প্রথম প্রকাশ পেয়েছিলেন। ছবি: দেবমাল্য দাস ৷
advertisement
♦ পুরাণে আছে, এই দিন শিব ও পার্বতীয় বিয়ে হয়েছিল। তবে এই দিনটার এমন অস্বাভাবিক মাহাত্ম্য কেন? বলা হয়, উত্তর গোলার্ধের আকাশে এই দিনটিতে গ্রহ-নক্ষত্রের সংস্থান এমন হয়, যাতে মানুষ তার আধ্যাত্মিক এবং অন্যান্য শক্তি বিশেষভাবে জাগ্রত করে তুলতে পারে। অনেকের বিশ্বাস, শিবরাত্রিতে মহামৃত্যুঞ্জয় মন্ত্র ইত্যাদি পাঠ করলে সত্যি সত্যিই শক্তি বাড়ে। কিন্তু বাংলার সাধারণ মানুষের মধ্যে শিবরাত্রি কেন এতটা মহিমা অর্জন করল? ছবি: দেবমাল্য দাস ৷
advertisement
advertisement
advertisement