Raksha Bandhan 2023: আইফোনের দামে বিকোচ্ছে রাখি! কী এমন বিশেষত্ব আছে যে এত দামি? জেনে নিন

Last Updated:
রাখি উৎসবে বেনারসের বাজার রঙিন রাখিতে ছেয়ে গিয়েছে। তবে শুধু সাধারণ রাখি নয় এই বাজারে আছে দামি রাখিও। গোলাপি ফিতেতে ঝলমলে পাথর লাগানো এই রাখি বিকোচ্ছে আইফোনের দামে। এই রাখির দাম শুনলে চোখ কপালে উঠবে।
1/5
রাখি উৎসবে বেনারসের বাজার রঙিন রাখিতে ছেয়ে গিয়েছে। তবে শুধু সাধারণ রাখি নয় এই বাজারে আছে দামি রাখিও। গোলাপি ফিতেতে ঝলমলে পাথর লাগানো এই রাখি বিকোচ্ছে আইফোনের দামে। এই রাখি দাম শুনলে চোখ কপালে উঠবে। দাম প্রায় ১.১৫ লাখ টাকা। কিন্তু দাম শুনে মনে প্রশ্ন আসতেই পারে যে এই রাখির এত দাম কেন? কারণ এতে যে পাথর রয়েছে সেটি আসলে হীরা।
রাখি উৎসবে বেনারসের বাজার রঙিন রাখিতে ছেয়ে গিয়েছে। তবে শুধু সাধারণ রাখি নয় এই বাজারে আছে দামি রাখিও। গোলাপি ফিতেতে ঝলমলে পাথর লাগানো এই রাখি বিকোচ্ছে আইফোনের দামে। এই রাখি দাম শুনলে চোখ কপালে উঠবে। দাম প্রায় ১.১৫ লাখ টাকা। কিন্তু দাম শুনে মনে প্রশ্ন আসতেই পারে যে এই রাখির এত দাম কেন? কারণ এতে যে পাথর রয়েছে সেটি আসলে হীরা।
advertisement
2/5
তবে শুধু হীরার রাখি নয়, সোনার রাখিও বেনারসের বাজারে বেশ জনপ্রিয়। এইসব সোনার রাখি বিভিন্ন দাম পাওয়া যাচ্ছে। প্রায় ৮০ হাজার টাকা পর্যন্ত দামে মিলছে সোনার রাখি। বিভিন্ন ডিজাইনে এই রাখি পাওয়া যাচ্ছে।
তবে শুধু হীরার রাখি নয়, সোনার রাখিও বেনারসের বাজারে বেশ জনপ্রিয়। এইসব সোনার রাখি বিভিন্ন দাম পাওয়া যাচ্ছে। প্রায় ৮০ হাজার টাকা পর্যন্ত দামে মিলছে সোনার রাখি। বিভিন্ন ডিজাইনে এই রাখি পাওয়া যাচ্ছে।
advertisement
3/5
দোকানদার নিতিন আগরওয়াল জানিয়েছেন যে তিনি এবার রাখির জন্য ১৮, ২০ এবং ২২ ক্যারেট সোনার রাখি রেখেছেন। এই বিশেষ রাখির দাম শুরু হয়েছে ১৫ হাজার টাকা থেকে।
দোকানদার নিতিন আগরওয়াল জানিয়েছেন যে তিনি এবার রাখির জন্য ১৮, ২০ এবং ২২ ক্যারেট সোনার রাখি রেখেছেন। এই বিশেষ রাখির দাম শুরু হয়েছে ১৫ হাজার টাকা থেকে।
advertisement
4/5
এছাড়াও এবার মুঘল স্ট্রাইলের রাখিও বাজারে কাঁপাচ্ছে। এই গোলাপি মিনে করা রাখির দাম ২২ হাজার টাকা। কারিগর রোহন বিশ্বকর্মা জানান, এই রাখি রূপার তৈরি। এটি গোলাপী এনামেলে কারিগরদের রঙ করা।
এছাড়াও এবার মুঘল স্ট্রাইলের রাখিও বাজারে কাঁপাচ্ছে। এই গোলাপি মিনে করা রাখির দাম ২২ হাজার টাকা। কারিগর রোহন বিশ্বকর্মা জানান, এই রাখি রূপার তৈরি। এটি গোলাপী এনামেলে কারিগরদের রঙ করা।
advertisement
5/5
এছাড়া ২২ হাজার টাকা দামের রাখি থেকে শুরু করে ২ থেকে ১০ হাজার টাকা দামের গোলাপি মিনে করা রাখিও বেনারসের বাজারে পাওয়া যাচ্ছে। সকলেই এই বিশেষ ডিজাইনার রাখিগুলিকে খুব পছন্দ করছেন।
এছাড়া ২২ হাজার টাকা দামের রাখি থেকে শুরু করে ২ থেকে ১০ হাজার টাকা দামের গোলাপি মিনে করা রাখিও বেনারসের বাজারে পাওয়া যাচ্ছে। সকলেই এই বিশেষ ডিজাইনার রাখিগুলিকে খুব পছন্দ করছেন।
advertisement
advertisement
advertisement