Raksha Bandhan 2023: আইফোনের দামে বিকোচ্ছে রাখি! কী এমন বিশেষত্ব আছে যে এত দামি? জেনে নিন
- Published by:Sayani Rana
Last Updated:
রাখি উৎসবে বেনারসের বাজার রঙিন রাখিতে ছেয়ে গিয়েছে। তবে শুধু সাধারণ রাখি নয় এই বাজারে আছে দামি রাখিও। গোলাপি ফিতেতে ঝলমলে পাথর লাগানো এই রাখি বিকোচ্ছে আইফোনের দামে। এই রাখির দাম শুনলে চোখ কপালে উঠবে।
রাখি উৎসবে বেনারসের বাজার রঙিন রাখিতে ছেয়ে গিয়েছে। তবে শুধু সাধারণ রাখি নয় এই বাজারে আছে দামি রাখিও। গোলাপি ফিতেতে ঝলমলে পাথর লাগানো এই রাখি বিকোচ্ছে আইফোনের দামে। এই রাখি দাম শুনলে চোখ কপালে উঠবে। দাম প্রায় ১.১৫ লাখ টাকা। কিন্তু দাম শুনে মনে প্রশ্ন আসতেই পারে যে এই রাখির এত দাম কেন? কারণ এতে যে পাথর রয়েছে সেটি আসলে হীরা।
advertisement
advertisement
advertisement
advertisement