Rakesh Sharma: ভারতের প্রথম মহাকাশচারীর নাম জানা আছে তো! এখন কেমন আছেন তিনি? আর কোথায়ই বা আছেন?
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Rakesh Sharma, first and only Indian in space: ভারতের প্রথম মহাকাশচারীর গল্প। অধিকাংশ ভারতবাসী যদিও নামটা জানেন, তা-ও আরও একবার বলে দেওয়া ভাল। ভারতের প্রথম মহাকাশচারী হলেন রাকেশ শর্মা।
সদ্য চাঁদে পা রেখেছে চন্দ্রযান-৩। সেই সাফল্যের উচ্ছ্বাসের রেশ কাটতেই চাইছে না। আর হবে না-ই বা কেন! এ যেন ভারতবাসীর কাছে এক স্বপ্ন পূরণ! বলা ভাল, এ যেন হাতে চাঁদ পাওয়া! গোটা বিশ্বেই এখন ইসরো-র জয়জয়কার। কিন্তু এই সাফল্য এক দিনে আসেনি। এসেছে বহু যুগের অক্লান্ত কঠোর পরিশ্রমের পরে। আজ কথা বলব ভারতের প্রথম মহাকাশচারীর গল্প। অধিকাংশ ভারতবাসী যদিও নামটা জানেন, তা-ও আরও একবার বলে দেওয়া ভাল। ভারতের প্রথম মহাকাশচারী হলেন রাকেশ শর্মা।
advertisement
advertisement
advertisement
advertisement
মহাকাশ অভিযান শেষে ফিরে ফের বিমান বাহিনীতে যোগদান করে রাকেশ শর্মা। এর পর ১৯৮৭ সাল পর্যন্ত বাহিনীতে কাজ করেন। ওই বছরই উইং কম্যান্ডার পদ থেকেই অবসর গ্রহণ করেছিলেন। এর পর তিনি যোগ দিয়েছিলেন হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড (এইচএএল)। ২০২১ সালে রাকেশ শর্মা বেঙ্গালুরু-ভিত্তিক সংস্থা ক্যাডিলা ল্যাবসের নন-এক্সিকিউটিভ চেয়ারম্যান পদে কাজ করেছেন।
advertisement