Rail: রাজধানী লাল, গরীব রথ সবুজ কেন? নীল-হলুদ রং কেন, কোন ট্রেনে? উত্তর জানে না প্রায় কেউই, আপনি জানেন?
- Published by:Shubhagata Dey
Last Updated:
Railway Knowledge: রাজধানী ট্রেনের কোচগুলি লাল কেন, গরিব রথের ট্রেনগুলি কেন সবুজ হয়, কেন নীল এবং হলুদ ট্রেন? জানুন...
*আপনারা প্রায়ই দেখেন রাজধানী গোত্রীয় ট্রেনের কোচ রং লাল এবং গরীবরথের কোচ সবুজ রঙের হয়। অন্যান্য ট্রেন অর্থাৎ সেমি-ফাস্ট বা এক্সপ্রেস ট্রেনগুলির ক্ষেত্রে কামরার রং নীল-হলুদ রঙের হয়। একেকটি ট্রেনের কোচের রং কেন এক এক রকম হয়, কোনওদিন মনে প্রশ্ন জেগেছে? উত্তর কি আপনার জানা? যদি না জানা থাকে তাহলে আজই জেনে নিন কেন এক এক ধরনের ট্রেনের ক্ষেত্রে কামরার রং আলাদা আলাদা হয়।
advertisement
advertisement
*নিশান্ত কুমার আরও জানান, শতাব্দী ও রাজধানীর মতো এক্সপ্রেস ট্রেনের ক্ষেত্রে বেশিরভাগ লাল কোচ বসানো হয়। অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি হওয়ার কারণে এই কোচগুলি অন্যান্য বগির তুলনায় অনেক হালকা হয়।এই কারণে, তারা উচ্চগতি সম্পন্ন হতে পারে। প্রথম পর্যায়ের ট্রেনগুলিতে এই ধরনের কামরা ইনস্টল করা হয়। এই বগির ক্ষেত্রে বিশেষ লাল রঙ বেছে নেওয়া হয়েছিল। জানা যায়, এ ক্ষেত্রে লাল রঙের কোনও বিশেষ তাৎপর্য নেই। এটি কেবল একটি রঙ, যেটি রেল নির্বাচিত করেছে।
advertisement
advertisement








