Rail: ট্রেনের কি গাড়ি বা বাইকের মতো চাবি রয়েছে? কীভাবে ইঞ্জিন চালু-বন্ধ হয়? ৯৯% মানুষই উত্তর দিতে পারেনি, আপনি জানেন?
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Rail: রেল ভারতের লাইফলাইন। আপনারাও নিশ্চয়ই কোনও না কোনও সময়ে ট্রেনে যাতায়াত করেছেন। কখনও কি ভেবে দেখেছেন, ট্রেন কীভাবে চলতে শুরু করে? গাড়ি-বাইকের মতো ট্রেন চালু এবং বন্ধ করার জন্য কী কোনও চাবির প্রয়োজন হয়?
advertisement
*ভারতীয় রেল দু-ধরনের ইঞ্জিন ব্যবহার করে। প্রথমত- ডিজেল এবং দ্বিতীয়টি বৈদ্যুতিন অর্থাৎ অর্থাৎ বৈদ্যুতিক শক্তি দিয়ে চালানো হয়। ডিজেল ইঞ্জিনের একটি বিশেষ হ্যান্ডেল রয়েছে, যাকে বিপরীত হ্যান্ডেল বলা হয়। এই হ্যান্ডেলটি ট্রেন চালু এবং বন্ধ করার জন্য ব্যবহৃত হয়। এটি দেখতে গাড়ি বা বাইকের চাবির মতো না হলেও একে ট্রেনের চাবি বলা যেতেই পারে।
advertisement
advertisement
advertisement
advertisement