হোম » ছবি » পাঁচমিশালি » একে মঙ্গলবার, তায় মকর সংক্রান্তি, এই নিয়মে পুজো করলে তুষ্ট হন সঙ্কটমোচন, থাকে না অভাব

একে মঙ্গলবার, তায় মকর সংক্রান্তি, এই নিয়মে পুজো করলে তুষ্ট হন সঙ্কটমোচন, থাকে না অভাব

  • Bangla Editor

  • 17

    একে মঙ্গলবার, তায় মকর সংক্রান্তি, এই নিয়মে পুজো করলে তুষ্ট হন সঙ্কটমোচন, থাকে না অভাব

    ♦ হিন্দুশাস্ত্রে তেত্রিশ কোটি দেব-দেবীর কথা উল্লেখ আছে। আর এই প্রত্যেক দেব-দেবীর আরাধনার একটি নির্দিষ্ট তিথি রয়েছে। আমাদের সপ্তাহের প্রত্যেকটি দিনই কোন না কোন দেব-দেবীর পূজার কথা উল্লেখ আছে। তেমনি মঙ্গলবার হিন্দু শাস্ত্রে হনুমানজির পূজোর কথা উল্লেখ আছে।

    MORE
    GALLERIES

  • 27

    একে মঙ্গলবার, তায় মকর সংক্রান্তি, এই নিয়মে পুজো করলে তুষ্ট হন সঙ্কটমোচন, থাকে না অভাব


    ♦ মঙ্গলবার হনুমানজির পুজো করলে পারিবারিক অশান্তি দূর হবে। পরিবারের উপর কুদৃষ্টি পড়বে না। মঙ্গলবার হনুমানজির পুজো করা হয়, কারণ মঙ্গলবার হনুমানজি জন্মেছিলেন, তাই সপ্তাহের এই দিন হনুমানজির পুজো করার উপযুক্ত সময়।

    MORE
    GALLERIES

  • 37

    একে মঙ্গলবার, তায় মকর সংক্রান্তি, এই নিয়মে পুজো করলে তুষ্ট হন সঙ্কটমোচন, থাকে না অভাব

    ♦হনুমানজির পুজোর জন্য প্রয়োজনীয় উপকরণ: পুজোর আগে হনুমানজির মুর্তির সামনে প্রদীপ, ধুপ, কলা, জল, সিন্দুর, লাল কাপড় রাখতে হবে।

    MORE
    GALLERIES

  • 47

    একে মঙ্গলবার, তায় মকর সংক্রান্তি, এই নিয়মে পুজো করলে তুষ্ট হন সঙ্কটমোচন, থাকে না অভাব

    ♦ শাস্ত্র মতে লাল কাপড় পরিহিত হনুমানজির মূর্তি বেজায় শুভ তাই হনুমানজির উদ্দেশে লাল কাপড় নিবেদন করা হয়।

    MORE
    GALLERIES

  • 57

    একে মঙ্গলবার, তায় মকর সংক্রান্তি, এই নিয়মে পুজো করলে তুষ্ট হন সঙ্কটমোচন, থাকে না অভাব

    ♦ হনুমানজির পুজোর পদ্ধতিঃ পূজার জায়গাটি ভালৃ করে পরিষ্কার করে লাল কাপড়ের উপর হনুমানজির মূর্তি বা ছবি রাখুন।

    MORE
    GALLERIES

  • 67

    একে মঙ্গলবার, তায় মকর সংক্রান্তি, এই নিয়মে পুজো করলে তুষ্ট হন সঙ্কটমোচন, থাকে না অভাব

    ♦ পুজোর আগে হনুমানজির মূর্তিটি ভাল ভাবে ধুয়ে নিন। ঠাকুরের সামনে ধূপ ও প্রদীপ জ্বালিয়ে দিন। হনুমানজির গলায় মালা পরিয়ে দিন।

    MORE
    GALLERIES

  • 77

    একে মঙ্গলবার, তায় মকর সংক্রান্তি, এই নিয়মে পুজো করলে তুষ্ট হন সঙ্কটমোচন, থাকে না অভাব

    ♦ হনুমান চল্লিশা পাঠ করতে পারেন। হনুমানজির উদ্দেশে পাঁচটি কলা দান করতে ভুল করবেন না। কারণ এই ফলটি হনুমানজির খুব প্রিয়।

    MORE
    GALLERIES