Bollywood Gossip: ‘আমি তোমার প্যান্টি দেখতে চাই’,প্রিয়াঙ্কা চোপড়াকে বলেছিলেন জনপ্রিয় পরিচালক... তারপরেই...
- Reported by:Trending Desk
- trending-desk
- Published by:Rachana Majumder
Last Updated:
মাত্র ১৮ থেকে ১৯ বছর বয়সেই এই ঘটনার সম্মুখীন হয়ে কার্যত ভেঙেই পড়েছিলেন প্রিয়াঙ্কা। তাঁর বক্তব্য, “আমি সে রাতে বাড়ি ফিরে গিয়েছিলাম। বলেছিলাম, ‘মা আমি ওর মুখ দেখতে পারব না। যদি ও আমার বিষয়ে এটা ভাবে, কিংবা যদি ভাবে আমি কতটা ছোট, তাহলে উন্নতির তো কোনও জায়গাই থাকবে না’। সেই কারণে ওই ছবি থেকে বেরিয়ে এসেছিলাম আমি।
advertisement
advertisement
‘সিটাডেল’ অভিনেত্রী জানালেন, এক ছবির শ্যুটিংয়ে এক পরিচালকের সঙ্গে তাঁর অপ্রীতিকর অভিজ্ঞতা হয়েছিল। প্রিয়াঙ্কার কথায়, “আমি ওই পরিচালকের সঙ্গে কথা বলছিলাম। আর আমি বলেছিলাম যে, আপনি কি আমার স্টাইলিস্টের সঙ্গে কথা বলবেন। তাহলে তাঁকে জামাকাপড় এবং অন্যান্য বিষয়গুলি বুঝিয়ে দিন। আমি শুধুমাত্র ওঁর পাশেই দাঁড়িয়েছিলাম।”
advertisement
জবাবে পরিচালকের মন্তব্যের স্মৃতিচারণ করে প্রিয়াঙ্কা বলে চলেন যে, “উনি ফোন তুলে বলতে থাকেন, ‘শোনো, ও যখন ওর প্যান্টি দেখাবে, তখনই মানুষ ওর ছবি দেখতে চাইবে। তাই সেটা খুবই স্বল্প বা ছোট রাখতে হবে। যাতে আমি ওর প্যান্টি দেখতে পাই। তুমি তো জানোই কেমন মানুষেরা সামনে বসে থাকে? তারা যেন ওর প্যান্টিটা দেখতে পায়’। আর এমনটা উনি বলেছিলেন প্রায় চার বার। হিন্দিতে বিষয়টা খুবই জঘন্য শোনাচ্ছিল।”
advertisement
মাত্র ১৮ থেকে ১৯ বছর বয়সেই এই ঘটনার সম্মুখীন হয়ে কার্যত ভেঙেই পড়েছিলেন প্রিয়াঙ্কা। তাঁর বক্তব্য, “আমি সে রাতে বাড়ি ফিরে গিয়েছিলাম। বলেছিলাম, ‘মা আমি ওর মুখ দেখতে পারব না। যদি ও আমার বিষয়ে এটা ভাবে, কিংবা যদি ভাবে আমি কতটা ছোট, তাহলে উন্নতির তো কোনও জায়গাই থাকবে না’। সেই কারণে ওই ছবি থেকে বেরিয়ে এসেছিলাম আমি।
advertisement
advertisement









