Snake Bite: ৪১ বার! মশা কামড়ানোর মতো সাপে কামড়াল এই তরুণীকে! তার পর যে কাণ্ডটা হল, শুনলে আবাক হয়ে যাবেন একেবারে

Last Updated:
Snake Bite- যেন মশার কামড়! ৪১ বার সাপে কামড়াল এক কিশোরীকে। প্রতিবারেই বেঁচে ফিরেছে সে। ৪১ বার সাপের কামড়ের পর হাসপাতালে চিকিৎসাধীন সেই কিশোরী। পরিবার নিশ্চিত, এবারও কিশোরী অক্ষত অবস্থাতেই বাড়িতে ফিরবে।
1/5
যেন মশার কামড়! ৪১ বার সাপে কামড়াল এক কিশোরীকে। প্রতিবারেই বেঁচে ফিরেছে সে। ৪১ বার সাপের কামড়ের পর হাসপাতালে চিকিৎসাধীন সেই কিশোরী। পরিবার নিশ্চিত, এবারও কিশোরী অক্ষত অবস্থাতেই বাড়িতে ফিরবে।
যেন মশার কামড়! ৪১ বার সাপে কামড়াল এক কিশোরীকে। প্রতিবারেই বেঁচে ফিরেছে সে। ৪১ বার সাপের কামড়ের পর হাসপাতালে চিকিৎসাধীন সেই কিশোরী। পরিবার নিশ্চিত, এবারও কিশোরী অক্ষত অবস্থাতেই বাড়িতে ফিরবে।
advertisement
2/5
উত্তরপ্রদেশের বারাবাঁকি জেলার ঘটনা। জহরপুর গ্রামের বাসিন্দা ওই কিশোরীকে ৪১ বার সাপে কামড়েছে। প্রতিবার সুস্থ হয়ে বাড়ি ফিরেছে সে। চিকিৎসকরাও তাকে দেখে অবাক।
উত্তরপ্রদেশের বারাবাঁকি জেলার ঘটনা। জহরপুর গ্রামের বাসিন্দা ওই কিশোরীকে ৪১ বার সাপে কামড়েছে। প্রতিবার সুস্থ হয়ে বাড়ি ফিরেছে সে। চিকিৎসকরাও তাকে দেখে অবাক।
advertisement
3/5
সেই কিশোরীর পরিবারের লোকজনের দাবি, ওই গ্রামে সাপের প্রচণ্ড উপদ্রব। কিন্তু সাপ যেন বারবার ওই কিশোরীকেই টার্গেট করে কামড়ায়! তবে বারবার কামড় খেয়েও সেই কিশোরী অক্ষত অবস্থায় বাড়ি ফিরেছেন। এবারও সাপের কামড় খাওয়ার পর তিনি হাসপাতালে চিকিৎসাধীন।
সেই কিশোরীর পরিবারের লোকজনের দাবি, ওই গ্রামে সাপের প্রচণ্ড উপদ্রব। কিন্তু সাপ যেন বারবার ওই কিশোরীকেই টার্গেট করে কামড়ায়! তবে বারবার কামড় খেয়েও সেই কিশোরী অক্ষত অবস্থায় বাড়ি ফিরেছেন। এবারও সাপের কামড় খাওয়ার পর তিনি হাসপাতালে চিকিৎসাধীন।
advertisement
4/5
সাপের কামড়ের পর লখনউয়ের রাম মনোহর লোহিয়া হাসপাতাল ও ট্রমা সেন্টারেও ভর্তি করানো হয়েছিল সেই কিশোরীকে। প্রতিবার চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরেছে সে। পরিবারের লোকজন এই ঘটনাকে অতিপ্রাকৃত বলে দাবি করেছেন।
সাপের কামড়ের পর লখনউয়ের রাম মনোহর লোহিয়া হাসপাতাল ও ট্রমা সেন্টারেও ভর্তি করানো হয়েছিল সেই কিশোরীকে। প্রতিবার চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরেছে সে। পরিবারের লোকজন এই ঘটনাকে অতিপ্রাকৃত বলে দাবি করেছেন।
advertisement
5/5
বারবার সাপের কামড় খেয়েও কীভাবে দিব্যি বেঁচে যাচ্ছে সেই কিশোরী! চিকিৎসকরাও এই নিয়ে কোনও স্পষ্ট জবাব দিতে পারেননি। এই ঘটনায় তাঁরাও বেশ অবাক।
বারবার সাপের কামড় খেয়েও কীভাবে দিব্যি বেঁচে যাচ্ছে সেই কিশোরী! চিকিৎসকরাও এই নিয়ে কোনও স্পষ্ট জবাব দিতে পারেননি। এই ঘটনায় তাঁরাও বেশ অবাক।
advertisement
advertisement
advertisement