Name Starts with ‘E’: নামের আদ্যক্ষরেই লুকিয়ে থাকে ব্যক্তিত্ব ও সাফল্যের গোপন দিক! ‘E’ দিয়ে নাম শুরু হলে কেমন হবে জীবন?

Last Updated:
Name Starts with ‘E’ Personality Traits: আজ কথা বলব, যাঁদের নাম ইংরেজি ‘E’ দিয়ে শুরু হয়, তাঁদের ব্যক্তিত্বের নানা দিক নিয়ে।
1/5
 নামের আদ্যক্ষর থেকেও মানুষের ব্যক্তিত্বের গোপন দিক জানা সম্ভব। শুধু তা-ই নয়, কেরিয়ারে সেই মানুষ কেমন সাফল্য পাবেন, সেটাও বোঝা যায়। আজ কথা বলব, যাঁদের নাম ইংরেজি ‘E’ দিয়ে শুরু হয়, তাঁদের ব্যক্তিত্বের নানা দিক নিয়ে।
নামের আদ্যক্ষর থেকেও মানুষের ব্যক্তিত্বের গোপন দিক জানা সম্ভব। শুধু তা-ই নয়, কেরিয়ারে সেই মানুষ কেমন সাফল্য পাবেন, সেটাও বোঝা যায়। আজ কথা বলব, যাঁদের নাম ইংরেজি ‘E’ দিয়ে শুরু হয়, তাঁদের ব্যক্তিত্বের নানা দিক নিয়ে।
advertisement
2/5
নামের আদ্যক্ষরে ‘E’ থাকা মানুষগুলি সাধারণত নিজেদের কাজ, শখ এবং সম্পর্কের প্রতি প্রচণ্ড অনুরাগী হয়ে থাকেন। এমনকী এঁরা প্রচণ্ড উদ্যমীও হয়ে থাকেন। আত্মবিশ্বাসী প্রকৃতির মানুষগুলি অন্যদেরও অনুপ্রেরণা হয়ে উঠতে পারে। এঁরা সাধারণত সহানুভূতিশীল, বহির্মুখী স্বভাবের, আবেগপ্রবণ-সংবেদনশীল, অনন্য প্রতিভার অধিকারী হন।
নামের আদ্যক্ষরে ‘E’ থাকা মানুষগুলি সাধারণত নিজেদের কাজ, শখ এবং সম্পর্কের প্রতি প্রচণ্ড অনুরাগী হয়ে থাকেন। এমনকী এঁরা প্রচণ্ড উদ্যমীও হয়ে থাকেন। আত্মবিশ্বাসী প্রকৃতির মানুষগুলি অন্যদেরও অনুপ্রেরণা হয়ে উঠতে পারে। এঁরা সাধারণত সহানুভূতিশীল, বহির্মুখী স্বভাবের, আবেগপ্রবণ-সংবেদনশীল, অনন্য প্রতিভার অধিকারী হন।
advertisement
3/5
যেহেতু এঁদের জানার ও শেখার প্রবল আগ্রহ থাকে, তার জন্য কেরিয়ারে সাফল্য লাভ করতে পারেন। সেই সঙ্গে প্রচণ্ড কৌতূহলী প্রকৃতির হয়ে থাকেন। নতুন নতুন বিষয় সন্ধান করতে পছন্দ করেন এঁরা। সেই সঙ্গে এঁরা খোলা মনের হন। ফলে সমস্ত কিছু গ্রহণ করতে পারেন। ইন্টেলেকচুয়াল হওয়ার পাশাপাশি এঁরা সৃজনশীলও হন। যে কোনও কিছু শিখতে এঁদের তেমন সময় লাগে না। নিজেদের কাজের বিষয়ে এঁরা প্যাশনেট।
যেহেতু এঁদের জানার ও শেখার প্রবল আগ্রহ থাকে, তার জন্য কেরিয়ারে সাফল্য লাভ করতে পারেন। সেই সঙ্গে প্রচণ্ড কৌতূহলী প্রকৃতির হয়ে থাকেন। নতুন নতুন বিষয় সন্ধান করতে পছন্দ করেন এঁরা। সেই সঙ্গে এঁরা খোলা মনের হন। ফলে সমস্ত কিছু গ্রহণ করতে পারেন। ইন্টেলেকচুয়াল হওয়ার পাশাপাশি এঁরা সৃজনশীলও হন। যে কোনও কিছু শিখতে এঁদের তেমন সময় লাগে না। নিজেদের কাজের বিষয়ে এঁরা প্যাশনেট।
advertisement
4/5
নামের আদ্যক্ষরে ‘E’ থাকা মানুষগুলি আবেগপ্রবণ হয় বলে এরা নিজেদের অনুভূতির মাধ্যমে অন্যদের মনে স্থান করে নিতে পারেন। অন্যদের প্রতি ভীষণই সহানুভূতিশীল হওয়ায় অনায়াসে সকলের প্রিয়পাত্র হয়ে উঠতে পারেন। যাঁরা খোলা মনের হন, তাঁদের প্রতিই মূলত এঁরা আকৃষ্ট হয়ে পড়েন।
নামের আদ্যক্ষরে ‘E’ থাকা মানুষগুলি আবেগপ্রবণ হয় বলে এরা নিজেদের অনুভূতির মাধ্যমে অন্যদের মনে স্থান করে নিতে পারেন। অন্যদের প্রতি ভীষণই সহানুভূতিশীল হওয়ায় অনায়াসে সকলের প্রিয়পাত্র হয়ে উঠতে পারেন। যাঁরা খোলা মনের হন, তাঁদের প্রতিই মূলত এঁরা আকৃষ্ট হয়ে পড়েন।
advertisement
5/5
 যাঁদের নাম ‘E’ দিয়ে শুরু হচ্ছে, তাঁরা অত্যন্ত সহানুভূতিশীল এবং খোলা মনের হন। আর এটা কখনও কখনও এঁদের দুর্বলতা হিসেবেই প্রকাশ পায়। সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এঁরা ততটাও পটু নন। বিশেষ করে চাপ এবং আবেগপূর্ণ পরিস্থিতিতে এঁরা আবেগপ্রবণ হয়ে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেন। মাথার থেকে মনের কথা বেশি শোনেন এঁরা। যেটাও দুর্বলতার আর একটা দিক। এমনকী আবেগপূর্ণ পরিস্থিতিতে এঁরা অতিরিক্ত প্রতিক্রিয়া প্রকাশ করে ফেলেন। এঁদের এনার্জি সব সময় তুঙ্গে থাকে। ফলে ব্যক্তিগত অথবা পেশাগত কাজে কোনও কিছুতে আটকে গেলে কখনও কখনও এঁরা একঘেয়েমিতে ভোগেন।
যাঁদের নাম ‘E’ দিয়ে শুরু হচ্ছে, তাঁরা অত্যন্ত সহানুভূতিশীল এবং খোলা মনের হন। আর এটা কখনও কখনও এঁদের দুর্বলতা হিসেবেই প্রকাশ পায়। সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এঁরা ততটাও পটু নন। বিশেষ করে চাপ এবং আবেগপূর্ণ পরিস্থিতিতে এঁরা আবেগপ্রবণ হয়ে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেন। মাথার থেকে মনের কথা বেশি শোনেন এঁরা। যেটাও দুর্বলতার আর একটা দিক। এমনকী আবেগপূর্ণ পরিস্থিতিতে এঁরা অতিরিক্ত প্রতিক্রিয়া প্রকাশ করে ফেলেন। এঁদের এনার্জি সব সময় তুঙ্গে থাকে। ফলে ব্যক্তিগত অথবা পেশাগত কাজে কোনও কিছুতে আটকে গেলে কখনও কখনও এঁরা একঘেয়েমিতে ভোগেন।
advertisement
advertisement
advertisement