

হিন্দু সধবারা যুগ যুগ ধরেই হাতে শাঁখা-পলা-লোহা পরেন, আর সিঁথিতে রাঙান সিঁদুর৷ কিন্তু কেন এইগুলি এয়ো স্ত্রী-রা ব্যবহার করেন তার পিছনে রয়েছে গূঢ় কারণ৷ সনাতন ধর্মে বিবাহিত নারীদের কখন থেকে শাঁখা ব্যবহারের প্রচলন হয়? Photo- File


পুরাণ কাহিনি অনুযায়ি, দেবসভায় এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন হয়েছিল। ওই অনুষ্ঠানে শিব-পার্বতীও আমন্ত্রিত হন । শিব শ্মশানবাসী৷ গাঁজা -র নেশার বুঁদ আত্মভোলা৷ স্ত্রীকে অতিরিক্ত ধনসম্পদে ভরিয়ে দেওয়ার কথা কখনই তাঁর মনে হত না৷ তাই অনুষ্ঠানে পরে যাওয়ার মতো কোনো অলঙ্কার ও আভূষণ তাঁর ছিল না ।Photo- File


পার্বতীর এই অবস্থায় আত্মভোলা মহেশ্বর পড়লেন মহাবিপদে । স্বর্গলোকের সকল দেবীর দেহে যেখানে অলঙ্কারে ভরে থাকবে সেখানে তিনি তাঁর স্ত্রীকে কী করে নিরাভরণ অবস্থায় নিয়ে যাবেন? বিব্রত শিব বিশ্বকর্মার কাছে সহায়তা চাইলেন ।Photo- File


কিন্তু বিশ্বকর্মা শিবকে জানালেন যে, পৃথিবীর সব রত্ন শেষ হয়েছে এবং সেসব রত্নের অলঙ্কার পরেই দেবীরা স্বর্গলোকের অনুষ্ঠানে যাবেন । একমাত্র সিন্ধুতলের শঙ্খই অবশিষ্ট আছে, যা দিয়ে তিনি পার্বতীর জন্য অলঙ্কার তৈরি করে দেওয়া সম্ভব।Photo- File


শিব তখন নিজের স্ত্রী পার্বতীকে শঙ্খ-সাজিয়ে দেন, সেভাবেই তিনি দেবসভায় যান৷ শঙ্খের উজ্জ্বল শুভ্র আলোয় দেবীদের রাশি রাশি মণিমাণিক্য ম্লান হয়ে গেল । তখন থেকেই বিবাহিতা হিন্দু নারীর শ্রেষ্ঠ অলঙ্কার একজোড়া শাঁখা ।Photo- File


এদিকে জ্যোতিষ শাস্ত্রে মুক্তা হচ্ছে চন্দ্রের প্রতীক। মুক্তা ব্যবহার করলে- মাথা ঠাণ্ডা থাকে, রূপ লাবন্য বৃদ্ধি পায়, মানসিক বিষন্নতা দূর হয়, মেয়েলি রোগ প্রতিরোধ করে - সাদা শাঁখাও এই একই কাজ করে।Photo- File