অফিসে পদোন্নতি হচ্ছে না? বাড়ছে না মাইনে? নিয়মিত পাঠ করুন এই মন্ত্রগুলো--
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
নিয়মিত পাঠ করুন এই মন্ত্রগুলো! ফল মিলবে হাতেনাতে--
advertisement
advertisement
ওম মন্ত্র: প্রতিদিন নিয়ম করে ১৫-২০ মিনিট যদি "ওম" উচ্চারণ করা যায়, তাহলে স্ট্রেস লেভেল তো কমেই, সেই সঙ্গে দুশ্চিন্তাও দূর হয়! শরীর মন থাকে চনমনে, রোগ ধারে কাছে ঘেঁষে না। আসলে 'ওম' মন্ত্রটি জপ করার সময় যে শব্দ তরঙ্গের সৃষ্টি হয়, তার প্রভাবে মস্তিষ্কের ভিতর এমন কিছু পরিবর্তন হয় যাতে মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি পায়। মেলে আরও অনেক উপকার! যেমন-- রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি বেড়ে যায়, মনোযোগ বাড়ে, হার্ট ভাল থাকে, চারপাশে পজেটিভ শক্তির প্রভাব বৃদ্ধি পাওয়ায় জীবন সুখ-শান্তিতে ভরে ওঠে।
advertisement
advertisement
advertisement
advertisement
গায়েত্রী মন্ত্র: মনকে নানাবিধ কু-চিন্তার খপ্পর থেকে বাঁচাতে নিয়মিত গায়েত্রী মন্ত্র পাঠ করুন। উপকার মিলবেই। চারপাশে পজেটিভ শক্তির মাত্রা এতটাই বেড়ে যায় যে, দুঃখ-দুর্দশা কমে, জীবনের নিত্যসঙ্গী হয়ে ওঠে সফলতা। এমনটাও বিশ্বাস করা হয়, এক মনে এই মন্ত্রটি পাঠ করলে মনের সব ইচ্ছা পূরণ হয়, অর্থনৈতিক অবস্থার উন্নতি হয়! দেখবেন, কর্মক্ষেত্রেও দ্রুত পদোন্নতি হবে!