অফিসে পদোন্নতি হচ্ছে না? বাড়ছে না মাইনে? নিয়মিত পাঠ করুন এই মন্ত্রগুলো--

Last Updated:
নিয়মিত পাঠ করুন এই মন্ত্রগুলো! ফল মিলবে হাতেনাতে--
1/7
কার্যক্ষেত্রে সাফল্য মিলছে না? শেষ কবে মাইনে বেড়েছিল ভুলে গিয়েছেন? অভাব, অশান্তি থেকে মানসিক অবসাদ? স্ট্রেস? এবার টেনশন শিকেয় তুলুন! সমস্যার সমাধান আপনার হাতের মুঠোয়। নিয়মিত পাঠ করুন এই মন্ত্রগুলো! ফল মিলবে হাতেনাতে--
কার্যক্ষেত্রে সাফল্য মিলছে না? শেষ কবে মাইনে বেড়েছিল ভুলে গিয়েছেন? অভাব, অশান্তি থেকে মানসিক অবসাদ? স্ট্রেস? এবার টেনশন শিকেয় তুলুন! সমস্যার সমাধান আপনার হাতের মুঠোয়। নিয়মিত পাঠ করুন এই মন্ত্রগুলো! ফল মিলবে হাতেনাতে--
advertisement
2/7
লোকাষ্মিতা সুখিনু ভভান্তু: প্রতিদিন প্রাণায়ম করার সময় এই মন্ত্রটি জপ করুন। চারপাশে শুভ শক্তির বিকাশ ঘটবে, বিপদের আশঙ্কা কমবে! পাশাপাশি আপনার রাগের মাত্রা কমতে শুরু করবে, পরিবারে সবসময় সুখ-শান্তির পরিবেশ বজায় থাকবে।
লোকাষ্মিতা সুখিনু ভভান্তু: প্রতিদিন প্রাণায়ম করার সময় এই মন্ত্রটি জপ করুন। চারপাশে শুভ শক্তির বিকাশ ঘটবে, বিপদের আশঙ্কা কমবে! পাশাপাশি আপনার রাগের মাত্রা কমতে শুরু করবে, পরিবারে সবসময় সুখ-শান্তির পরিবেশ বজায় থাকবে।
advertisement
3/7
ওম মন্ত্র: প্রতিদিন নিয়ম করে ১৫-২০ মিনিট যদি "ওম" উচ্চারণ করা যায়, তাহলে স্ট্রেস লেভেল তো কমেই, সেই সঙ্গে দুশ্চিন্তাও দূর হয়! শরীর মন থাকে চনমনে, রোগ ধারে কাছে ঘেঁষে না। আসলে 'ওম' মন্ত্রটি জপ করার সময় যে শব্দ তরঙ্গের সৃষ্টি হয়, তার প্রভাবে মস্তিষ্কের ভিতর এমন কিছু পরিবর্তন হয় যাতে মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি পায়। মেলে আরও অনেক উপকার! যেমন-- রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি বেড়ে যায়, মনোযোগ বাড়ে, হার্ট ভাল থাকে, চারপাশে পজেটিভ শক্তির প্রভাব বৃদ্ধি পাওয়ায় জীবন সুখ-শান্তিতে ভরে ওঠে।
ওম মন্ত্র: প্রতিদিন নিয়ম করে ১৫-২০ মিনিট যদি "ওম" উচ্চারণ করা যায়, তাহলে স্ট্রেস লেভেল তো কমেই, সেই সঙ্গে দুশ্চিন্তাও দূর হয়! শরীর মন থাকে চনমনে, রোগ ধারে কাছে ঘেঁষে না। আসলে 'ওম' মন্ত্রটি জপ করার সময় যে শব্দ তরঙ্গের সৃষ্টি হয়, তার প্রভাবে মস্তিষ্কের ভিতর এমন কিছু পরিবর্তন হয় যাতে মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি পায়। মেলে আরও অনেক উপকার! যেমন-- রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি বেড়ে যায়, মনোযোগ বাড়ে, হার্ট ভাল থাকে, চারপাশে পজেটিভ শক্তির প্রভাব বৃদ্ধি পাওয়ায় জীবন সুখ-শান্তিতে ভরে ওঠে।
advertisement
4/7
সার্বেশাম সাবাস্থির ভবতু, সার্বেশাম শান্তির ভবতু, সার্বশাম পুর্নাম ভবতু, সার্বেশম মাঙ্গালাম ভবতু: শাস্ত্র মতে এই মন্ত্রটি সারা দিন ধরে নিয়মিত পাঠ করলে মনোবল বৃদ্ধি পায়, টেনশন, স্ট্রেস, কুচিন্তা কমে।
সার্বেশাম সাবাস্থির ভবতু, সার্বেশাম শান্তির ভবতু, সার্বশাম পুর্নাম ভবতু, সার্বেশম মাঙ্গালাম ভবতু: শাস্ত্র মতে এই মন্ত্রটি সারা দিন ধরে নিয়মিত পাঠ করলে মনোবল বৃদ্ধি পায়, টেনশন, স্ট্রেস, কুচিন্তা কমে।
advertisement
5/7
ওম নমহ শিবায়: শাস্ত্র মতে সারা দিন ধরে এই মন্ত্রটি পাঠ করলে মন শান্ত হয়, আত্মবিশ্বাস বৃদ্ধি পায়, স্ট্রেস কমে। যে-কোনও প্রিবন্ধকতা সহজেই পেরনো যায়। শুধু তাই নয়, ভগবান শিবের আশীর্বাদে কর্মক্ষেত্রে সাফল্য আসে।
ওম নমহ শিবায়: শাস্ত্র মতে সারা দিন ধরে এই মন্ত্রটি পাঠ করলে মন শান্ত হয়, আত্মবিশ্বাস বৃদ্ধি পায়, স্ট্রেস কমে। যে-কোনও প্রিবন্ধকতা সহজেই পেরনো যায়। শুধু তাই নয়, ভগবান শিবের আশীর্বাদে কর্মক্ষেত্রে সাফল্য আসে।
advertisement
6/7
ওম গাম গনপাতায়ে নমহ: এই মন্ত্রটি হিন্দু শাস্ত্রের অন্যতম শক্তিশালী মন্ত্র! এই মন্ত্র পাঠ করার মধ্যে দিয়ে ভগবান গণেশের আরধনা করলে জীবনে সুখ-শান্তি আসে, কর্মক্ষেত্রে সফলতা পাওয়া যায়, অর্থনৈতি অবস্থারও উন্নতি হয়, মনে ইচ্ছে সহজেই পূরণ করতে পারবেন।
ওম গাম গনপাতায়ে নমহ: এই মন্ত্রটি হিন্দু শাস্ত্রের অন্যতম শক্তিশালী মন্ত্র! এই মন্ত্র পাঠ করার মধ্যে দিয়ে ভগবান গণেশের আরধনা করলে জীবনে সুখ-শান্তি আসে, কর্মক্ষেত্রে সফলতা পাওয়া যায়, অর্থনৈতি অবস্থারও উন্নতি হয়, মনে ইচ্ছে সহজেই পূরণ করতে পারবেন।
advertisement
7/7
গায়েত্রী মন্ত্র: মনকে নানাবিধ কু-চিন্তার খপ্পর থেকে বাঁচাতে নিয়মিত গায়েত্রী মন্ত্র পাঠ করুন। উপকার মিলবেই। চারপাশে পজেটিভ শক্তির মাত্রা এতটাই বেড়ে যায় যে, দুঃখ-দুর্দশা কমে, জীবনের নিত্যসঙ্গী হয়ে ওঠে সফলতা। এমনটাও বিশ্বাস করা হয়, এক মনে এই মন্ত্রটি পাঠ করলে মনের সব ইচ্ছা পূরণ হয়, অর্থনৈতিক অবস্থার উন্নতি হয়! দেখবেন, কর্মক্ষেত্রেও দ্রুত পদোন্নতি হবে!
গায়েত্রী মন্ত্র: মনকে নানাবিধ কু-চিন্তার খপ্পর থেকে বাঁচাতে নিয়মিত গায়েত্রী মন্ত্র পাঠ করুন। উপকার মিলবেই। চারপাশে পজেটিভ শক্তির মাত্রা এতটাই বেড়ে যায় যে, দুঃখ-দুর্দশা কমে, জীবনের নিত্যসঙ্গী হয়ে ওঠে সফলতা। এমনটাও বিশ্বাস করা হয়, এক মনে এই মন্ত্রটি পাঠ করলে মনের সব ইচ্ছা পূরণ হয়, অর্থনৈতিক অবস্থার উন্নতি হয়! দেখবেন, কর্মক্ষেত্রেও দ্রুত পদোন্নতি হবে!
advertisement
advertisement
advertisement