দ্রিক পঞ্চাঙ্গ অনুযায়ি চতুর্দশী তিথি (Maha Shivratri 2022)শুরু হচ্ছে ১ মার্চ রাত ৩.১৬ তে৷ আর মহা শিবরাত্রি ( (Maha Shivratri )তিথি শেষ হচ্ছে (Date and Time) ২ মার্চ রাত ১ টা তে৷ মহাদেবের অর্চনার সময়৷ শিব পুজো করা হয় নিশীথ কাল বা মাঝরাতে৷ তাই পুজোর সময় মার্চের ২ তারিখের মধ্যরাতে ১২.০৮ থেকে ১২.৫৮ অবধি৷ পুজো নিবেদনকারীরা চার প্রহরে এই পুজো আয়োজন করেছে৷
এই বিশেষ দিনে শ্রদ্ধালুরা উপবাস রাখেন৷ মহাদেবের আরাধনা করে তাঁর কাছে আশীর্বাদ প্রার্থণা করেন৷ দ্রিক পঞ্চাঙ্গ অনুযায়ি শিবরাত্রির চতুর্দশী তিথি পালনের আগের দিন অর্থাৎ ত্রয়োদশীর দিন একবার খাবার গ্রহণ করতে হয়৷ সকালের সব নিয়ম পালন করে সঙ্কল্প করতে হয়৷ পুরো ব্রত পালনের পরদিন খাবার গ্রহণ করতে হয়৷