সিদ্ধিদাতার আশীর্বাদে অনায়াসেই কাটে জীবনের অর্থাভাব, সব পুজোর আগেই গণেশ পুজোর প্রাচীন রীতি
Bangla Editor
1/ 7
বুধবার অর্থাৎ সিদ্ধি বিনায়কের দিন ৷ পুরাণে প্রচলিত আছে সিদ্ধিদাতা গণেশকে সন্তুষ্ট করে সব কাজই সম্পন্ন হয় সঠিক ভাবে ৷
2/ 7
তিনি মা দুর্গা-শিবের সন্তান ৷ গৃহস্থের ঘরে ঘরে সিদ্ধিদাতার আরাধনা করা হয় সিদ্ধিলাভের জন্যই ৷
3/ 7
ঘরের মধ্যেই এমন জায়গায় সিদ্ধিদাতা গণেশের ছবি রাখা উচিৎ যেখান দিয়ে বাইরে যাওয়ার সময়ে মাথার উপরে একমাত্র তিনিই থাকেন ৷
4/ 7
বুধবার সিদ্ধিদাতার বার তার অর্থ এই নয় যে অন্য কোনও বারে সিদ্ধিদাতা গণেশের পুজো করা যাবেনা ৷
5/ 7
প্রতিদিনই নতুন নতুন দিন সিদ্ধিদাতার আশীর্বাদে মঙ্গলময় হয়ে উঠতে পারে জীবন ৷ তিনি একটু কেতে ভালবাসেন ফলমূল, ঘি, সন্দেশ, দুধ ইত্যাদি দিয়ে তার পুজো করলেই তিনি বেশ সন্তুষ্ট হন ৷
6/ 7
মামা শনিদেবের সরাসরি গণেশকে দেখে ফেলায় তাঁর মুণ্ড উড়ে গিয়েছিল ধড় থেকে ৷ ভাগ্নের কষ্ট দেখে মামা শনিদেব তাঁকে আশীর্বাদ দিয়েছিলেন ৷
7/ 7
গণেশ মা দুর্গার খুব প্রিয় সন্তান শিব ও শনিদেবের আশীর্বাদে যেকোনও পুজোর আগেই ওম গণেশায় নম উচ্চারণ করতে হয় নাহলে কোনও পুজোই সিদ্ধ হয়না ৷
সিদ্ধিদাতার আশীর্বাদে অনায়াসেই কাটে জীবনের অর্থাভাব, সব পুজোর আগেই গণেশ পুজোর প্রাচীন রীতি
প্রতিদিনই নতুন নতুন দিন সিদ্ধিদাতার আশীর্বাদে মঙ্গলময় হয়ে উঠতে পারে জীবন ৷ তিনি একটু কেতে ভালবাসেন ফলমূল, ঘি, সন্দেশ, দুধ ইত্যাদি দিয়ে তার পুজো করলেই তিনি বেশ সন্তুষ্ট হন ৷