Largest Snake in the World GK: টাইটানোবোয়া না অ্যানাকোন্ডা, বিশ্বের সবচেয়ে বড় সাপ কোনটি জানেন? জানুন, দুই সাপের তুলনা...
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
Largest Snake in the World GK: টাইটানোবোয়া ও অ্যানাকোন্ডা – এই দুই দৈত্যাকার সাপের মধ্যে কে ছিল আসল রাজা? জানুন প্রাগৈতিহাসিক সাপ টাইটানোবোয়া ও আধুনিক অ্যানাকোন্ডার আকার, ওজন ও জীবনযাত্রার বিশদ পার্থক্য...
advertisement
টাইটানোবোয়া – বিলুপ্ত একটি দৈত্যাকার সাপ টাইটানোবোয়া ছিল পৃথিবীর ইতিহাসে এ পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে বড় সাপ। প্রায় ৬ কোটি বছর আগে, দক্ষিণ আমেরিকার ঘন বনাঞ্চলে বাস করত এই সাপ। বিজ্ঞানীরা মনে করেন, এটি ছিল প্রায় ৪২ ফুট লম্বা এবং ওজন ছিল প্রায় ১,১৩৫ কেজি – যা বর্তমানের যেকোনো সাপের চেয়ে অনেক বেশি।
advertisement
advertisement
advertisement
advertisement
টাইটানোবোয়া বনাম অ্যানাকোন্ডা – আসল পার্থক্য কোথায়? যখন এই দুই সাপের তুলনা করা হয়, তখন এটা পরিষ্কার বোঝা যায় যে টাইটানোবোয়া আকারে এবং ওজনে অ্যানাকোন্ডার থেকে অনেক বেশি বড় ছিল। টাইটানোবোয়া যেখানে ৪২ ফুট লম্বা, সেখানে সবচেয়ে বড় অ্যানাকোন্ডা ছিল প্রায় ৩০ ফুট। এছাড়াও, ওজনে টাইটানোবোয়া অনেক বেশি ভারী ছিল।
advertisement
অ্যানাকোন্ডা এখনও জীবিত, টাইটানোবোয়া বিলুপ্ত একটি বড় পার্থক্য হল, টাইটানোবোয়া আজ আর পৃথিবীতে নেই – এটি সম্পূর্ণভাবে বিলুপ্ত। কিন্তু অ্যানাকোন্ডা এখনও বেঁচে আছে এবং দক্ষিণ আমেরিকার নদী ও জলে দেখা যায়। তাই অ্যানাকোন্ডাকে জীবন্ত দৈত্য বলা হলেও, টাইটানোবোয়া ছিল প্রকৃত দৈত্য, যদিও তা এখন কেবল ইতিহাস।
advertisement
advertisement