Knowledge Story: জানেন কানের কাছেই কেন সবসময় ঘুরপাক খায় মশা? কারণ জানলে মাথা ঘুরে যাবে!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Knowledge Story: ঘর থেকে বাইরে, বাগান থেকে রেস্তোঁরা সর্বত্রই বিনা আমন্ত্রণে গুণ গুণ গান শোনাতে হাজির হয়ে যায় তারা। কিন্তু জানেন কি? কেন সব স্থান ছেড়ে ঠিক কানে বা মাথার আশেপাশেই সমানে ঘুরপাক খেতে থাকে এই মশা?
advertisement
ঘর থেকে বাইরে, বাগান থেকে রেস্তোঁরা সর্বত্রই বিনা আমন্ত্রণে গুণ গুণ গান শোনাতে হাজির হয়ে যায় তারা। কিন্তু জানেন কি? কেন সব স্থান ছেড়ে ঠিক কানে বা মাথার আশেপাশেই সমানে ঘুরপাক খেতে থাকে এই মশা? আর মশা কি সত্যিই গুণ গুণ করে ডাকতে পারে নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য রহস্য? এইসব প্রশ্নের উত্তর খুঁজতেই বেরিয়ে আসবে অদ্ভুত সব বিজ্ঞানের অলিগলি যা হয়তো অনেকেরই অজানা।
advertisement
গ্রীষ্ম ও বৃষ্টির দিনে মশার প্রকোপ বাড়ে, আবার অনেক সময় শীতকালেও মশা কামড়াতে থাকে। মশার কামড়ে ডেঙ্গু ম্যালেরিয়ার মতো অনেক বিপজ্জনক রোগের জন্ম হয়। অ্যানোফিলিস, কিউলেক্স, এডিস, হেমাগোগাস, এই কয়েক প্রজাতির মশা থাকলেও আমাদের দেহে সাধারণত কামড়ায় 'অ্যানোফিলিস' প্রজাতির স্ত্রী মশা। 'কিউলেক্স' প্রজাতির মশা আকারে বড় হয়। তাদের মাঝেমধ্যে বাড়ির দেওয়ালে বসে থাকতে দেখা গেলেও তারা রক্ত খায় না। তারা মূলত নিরামিষাশী। অর্থাৎ গাছের পাতার রস বা ফুলের রেনু থেকে তারা তাদের পুষ্টি সঞ্চয় করে।
advertisement
advertisement
এখন প্রশ্ন হল পুরুষ মশা যদি কামড়ায় না, তাহলে মানুষের মাথায় ঘোরাফেরা করে কেন? বিশেষজ্ঞরা বলছেন, মানুষ তথা সব প্রাণীদের শরীর থেকে লাগাতার নির্গত হওয়া কার্বন ডাই অক্সাইড গ্যাসের প্রতি আকৃষ্ট হয় এই মশা। এই কার্বন ডাই অক্সাইডের কারণে ১০ মিটার দূর থেকে মশারা বুঝতে পারে যে সেই প্রাণীর অবস্থান কোথায়।
advertisement
মূলত কোনও স্থানে মানুষ আছে তা মশা জানতে পারে মানুষের দেহের তাপমাত্রা, কার্বন ডাই অক্সাইডের পরিমাণ ও ঘামের বা গায়ের গন্ধ থেকে। মাথা বা কানের কাছে মশা ঘোরার প্রধান কারণ নাক থেকে নির্গত কার্বন ডাই অক্সাইড সবথেকে বেশি পরিমানে বাতাসে থাকে নাকের ঠিক পিছনদিকে। অর্থাৎ কানের কাছে বা মাথার পিছন দিকে। তাই এই দুটি স্থানেই মশা সবথেকে বেশি উড়ে বেড়ায়। অনেকেই চুলে হেয়ার জেল লাগান। মশারা নাকি এই জেলের সুবাস খুব পছন্দ করে। হেয়ার জেলের ঘ্রাণ পেলেই মশা মাথার চারপাশে ঘুরতে থাকে।
advertisement
advertisement
মশার ডাক আসলে কী জানেন? মশার একটানা ঘ্যানঘ্যানানি আর সেই নাগাড়ে গুণ গুণ আওয়াজ কারোরই পছন্দ নয়। কিন্তু আদতে বাস্তব হল, মশা আসলে ডাকতে বা আওয়াজ করতে পারে না। মশার ভোঁ-ভোঁ আওয়াজ হল তার ডানার ঝটপটানির আওয়াজ। শুনলে চোখ কপালে উঠবে এই তথ্যেও। মশারা তিন সেকেন্ডে ডানা প্রায় ৯০ হাজার বার ঝাপটা দেয়। আর এই ঝাপটার জন্যই ওই একনাগাড়ে গুনগুনানি সহ্য করতে হয় মশার কামড়ের সঙ্গে।