বলুন তো পেট্রোল-ডিজেলের বাংলা কী? প্রশ্ন শুনে এই শীতেও ঘামছেন ৯৯% মানুষ! এবার পালা আপনার! জানেন সঠিক উত্তর?
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Knowledge Story: বর্তমানে সোশ্যাল মিডিয়ায় এই ধরণের নানা অজানা তথ্য উঠে আসে যা আমাদের জানাশোনা বিষয়ের মধ্যে থাকা সত্বেও হয়তো আমরা সে ভাবে খেয়াল করি না। আর জানলে অবাক হয়ে যাই।
advertisement
advertisement
advertisement
advertisement
আজকাল, পেট্রোল এবং ডিজেল মানুষের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। সারা বিশ্বের মানুষ পেট্রোল এবং ডিজেলকে এই নামেই চেনে, কিন্তু আপনি কী কখনও ভেবে দেখেছেন, পেট্রোল এবং ডিজেলকে বাংলায় কী বলা হয়? কারণ পেট্রোল এবং ডিজেল বাংলা শব্দ নয়। তাই আজ আমরা পেট্রোল এবং ডিজেলকে কী নামে বাংলার সাধারণ মানুষ চেনেন তার উত্তর খোঁজার চেষ্টা করব।
advertisement
আসলে, আজকের যুগে এমন কেউ নেই যার বাইক বা গাড়ি নেই এবং পেট্রোল-ডিজেল ভরতে যায় না। যদি কারও কাছে এই ধরনের সম্পদ থাকে, তাহলে সে অবশ্যই কোনও না কোনও সময় পেট্রোল পাম্পে যাবে। কিন্তু আজও হয়তো অনেকেই ভাবেননি পেট্রোল বা ডিজেলের বাংলা অর্থ কী হতে পারে। কারণ পেট্রোল পেট্রোল নামেই সর্বাধিক পরিচিত এবং ডিজেলকে ডিজেল নামেই জানেন সবাই। পেট্রোল পাম্পেও লেখা থাকে শুধু পেট্রোল এবং ডিজেল।
advertisement
advertisement
অন্যদিকে ডিজেলকে হিন্দিতে রক অয়েল বা ধ্রুবস্বর্ণও বলা হয়। বাংলায় পেট্রোল এবং ডিজেলের অর্থ কী? এই প্রশ্ন নিয়ে মানুষের মধ্যে গেলে তাদের যা উত্তর তা অনেক ক্ষেত্রেই বেশ হাস্যকর হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কেউ কেউ এমন উত্তরও দিয়েছেন যে আপনি হাসতে হাসতে ফেটে পড়বেন। সঠিক উত্তর প্রদানকারীর সংখ্যা খুবই কম।