Knowledge Story: বিমানের দেহকাঠামো আসলে কী দিয়ে তৈরি? এয়ারক্রাফটের ‘বডি’-কে কী বলে জানেন ?
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
What is the Fuselage of an aircraft: বিমানের Fuselage থাকা আবশ্যক, কারণ এটি এরোডায়নামিক শেপ প্রদান করে। সেই সঙ্গে এয়ারক্র্যাফ্টের নিরাপত্তাও বৃদ্ধি করে।
বিমান বা উড়োজাহাজের প্রধান কাঠামোগত উপাদানগুলির মধ্যে অন্যতম হল বিমানের দেহ বা দেহকাঠামো। যার পোশাকি নাম 'Fuselage' । বলা ভাল, এটাই বিমানের প্রাথমিক কাঠামো। আসলে এই বিমানের দেহকাঠামোর মধ্যে থাকে ককপিট, যাত্রীদের বহন করা এবং কার্গোর জায়গা। মূলত এটা অনেকটা ফ্রেমের মতো কাজ করে। যার সঙ্গে অপরিহার্য অংশগুলি যুক্ত থাকে। এর মধ্যে অন্যতম হল বিমানের উইঙ্গস বা ডানা, লেজের অংশ অথবা ল্যান্ডিং গিয়ার। আজকের প্রতিবেদনে বিমানের দেহকাঠামো বা Fuselage প্রসঙ্গেই আলোচনা করে নেওয়া যাক।
advertisement
বিমানের Fuselage থাকা আবশ্যক, কারণ এটি এরোডায়নামিক শেপ প্রদান করে। সেই সঙ্গে এয়ারক্র্যাফ্টের নিরাপত্তাও বৃদ্ধি করে। Fuselage বা বিমানের দেহ কাঠামোর মূল কাজগুলি হল নিম্নলিখিত: ১. বিমান বা এয়ারক্র্যাফ্টকে গঠন বা আকৃতি প্রদান করে ফিউসিলাজ। সেই সঙ্গে প্রয়োজনীয় এরোডায়নামিক্সও প্রদান করতে সক্ষম হয়। ২. এয়ারক্র্যাফ্টের ভিন্ন ভিন্ন অংশের জন্য একটি অ্যাসেম্বলি বেস বা ভিত্তি হিসেবে কাজ করে। ৩. বিমানের গোটা পৃষ্ঠতলে শক্তি বণ্টন করে বিমানের দেহকাঠামো। ৪. কোনও দুর্ঘটনার সময় বিমানের আরোহীদের জন্য একটা সুরক্ষা কবচ হিসেবে কাজ করে ফিউসিলাজ।
advertisement
এর পাশাপাশি একটি বিমানের দেহকাঠামোর অন্দরে বেশ কয়েকটি অংশ থাকে। যার মধ্যে অন্যতম হল ককপিট, যাত্রী ও বিমানকর্মীদের জন্য বরাদ্দ অংশ, যাত্রীদের সঙ্গে থাকা মালপত্র রাখার অংশ অথবা কার্গোর ভিতরের অংশ। অ্যাভিয়েশন অথবা বিমান পরিবহণ আসলে একটা ইন্ডাস্ট্রি। যা গবেষণা এবং উন্নয়নের পুরোভাগে রয়েছে। তাই একই কার্যকারিতার জন্য ভিন্ন ভিন্ন ডিজাইনের ক্রমশ উৎপত্তি হচ্ছে। শক্তি শোষণ, আকার অথবা প্রস্তুতির কৌশলের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের এয়ারক্র্যাফ্ট ফিউসিলাজ থাকে।
advertisement
advertisement
Semi-Monocoque Fuselage: বড় মাপের বাণিজ্যিক এয়ারক্র্যাফ্টের জন্য সাধারণত এই ধরনের কাঠামোই ব্যবহৃত হয়। কারণ ওজন হালকা রাখার জন্যই এটা করা হয়। আর সেমি-মনোকক ফিউসিলাজের ক্ষেত্রে ডিউরাঅ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়। যা এয়ারক্র্যাফট অ্যালুমিনিয়াম নামে পরিচিত। মূলত অ্যালুমিনিয়ামের সঙ্গে তামা, ম্যাঙ্গানিজ, ম্যাগনেশিয়াম এবং সিলিকন মিশিয়ে এটা বানানো হয়।
advertisement