Knowledge Story: ১ বা ২ হাজার নয় ! জানেন একদিনে মেয়েরা কত হাজার শব্দ বলেন ?
- Written by:Trending Desk
- trending desk
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
জবাব খুঁজতে নেমে নর্দার্ন ইউনিভার্সিটির প্রফেসর ডেভিড লেজার আর তাঁর সহযোগীরা ১৩৩ জন প্রাপ্তবয়স্ককে নিয়ে এক সমীক্ষা চালান সম্প্রতি।
ইমতিয়াজ আলির জব উই মেট ছবিটার কথা মনে পড়ে যাবে অনেকেরই। এক দিকে শান্ত স্বভাবের বেশি কথা না বলা আদিত্য কাশ্যপ, অন্য দিকে উচ্ছ্বল, ঘুমের মধ্যেও কথা বন্ধ না হওয়া গীত ধীলঁ। বহু যুগ ধরে প্রচলিত এক সামাজিক ধারণার ভিত্তিতেই নায়ক-নায়িকার চরিত্র এভাবে তৈরি করেছিলেন আলি- মেয়েরা ছেলেদের চেয়ে বেশি কথা বলেন। সত্যিই কি তাই?
advertisement
advertisement
advertisement
লেজার প্রথম এই ধরনের সমীক্ষা করলেও প্রশ্নটা অনেক পুরনো, ফলে নানা বই এই বিষয়ে নানা পরিসংখ্যান দিয়েছে অতীতে। যেমন, এক পরিসংখ্যানে বলা হয়েছে মেয়েরা দিনে ২০ হাজার শব্দ উচ্চারণ করেন,ছেলেরা মাত্র ৭ হাজার। ১৯৯৩ সালের এক ম্যারেজ কাউন্সিলের প্যামফ্লেট থেকে এই তথ্য মিলেছিল, যদিও ওই ম্যারেজ কাউন্সিলরকে সনাক্ত করা যায়নি।
advertisement
advertisement









